• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তিন্নি বিদেয় হতেই হাজির নতুন সতীন! পর্ণার ‘বাবুউউ’র জন্য কাকে খুঁজে আনল কৃষ্ণা? ফাঁস আগাম পর্ব

Updated on:

Neem Phooler Madhu Srijan insult Parna

Neem Phooler Madhu New Character : ‘তেতো টুকু পার করলেই পাওয়া যায় মিঠের হদিস’! এই কথাটাকেই জীবনের মূলমন্ত্র করে এগিয়ে চলেছে জি বাংলার (Zee Bangla) ‘নীম ফুলের মধু’ (Neem Phooler Madhu) সিরিয়ালের নায়িকা পর্ণা (Parna)। তাই দত্ত বাড়ির শত ঝগড়া অশান্তির মধ্যেই সে তার স্বামী সৃজনের (Srijan) সাথে মানিয়ে-গুছিয়ে সংসার করে চলেছে। আজকের যুগের মেয়ে হয়েও পর্ণার এই আচার-ব্যবহারই অল্প দিনেই মন জয় করে নিয়েছে বাংলার সিরিয়ালপ্রেমী দর্শকদের।

দত্তবাড়ির এই বৌমাই এখন দর্শকদের দর্শকদের একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছেন। একেবারে শুরুর দিন থেকেই  মধ্যবিত্ত বাঙালি পরিবারের রোজকার জীবনের ঘটনাই একেবারে বাস্তবতার মোড়কে তুলে ধরা হয়েছে এই সিরিয়ালে। তাই আর পাঁচটা সিরিয়াল থেকে একেবারে আলাদা সৃজন-পর্ণার এই মিষ্টি প্রেমের গল্প। এই কারণেই একঝাঁক  বাংলা সিরিয়ালের  ভীড়েই লাগাতার দর্শকের মন জয় করে চলেছে এই দত্ত পরিবারের সদস্যরা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,সৃজন,Srijan,পর্ণা,Parna,নতুন খলনায়িকা,New Villain,ইশা,Isha,বাবুর মা,Babur Maa,শাড়ি কথা,Shari Kotha

তবে পর্ণা বাড়ির বউ হিসাবে জোট কর্তব্যই পালন করুক না কেন। তার প্রতি এখনও সদয় হতে পারেনি তার শ্বাশুড়ি কৃষ্ণা। শুরুর দিন থেকে আজ পর্যন্ত তার কাছ থেকে মুখ ঝামটা ছাড়া আর কিচুই পায়নি পর্ণা। এখন তো অপমানের মাত্রা গিয়েছে দ্বিগুণ বেড়ে। বিশেষ করে যবে থেকে ‘বাবুউউ’র মা জানতে পেরেছে পর্ণাই  বিপাশা ব্যানার্জি সেজে শাড়ি কথার ব্যবসা চালাচ্ছিল সেই থেকে দিন রাত বিষোদ্গার করে চলেছে সে।

আরও পড়ুনঃ নির্লজ্জের মতো মেঘের কাছে ক্ষমা চাইতে গেল নীল! উচিত জবাব দিয়ে ফিরিয়ে দিল মেঘ

এমনকি সৃজনের সাথে পর্ণার ডিভোর্স করানোর জন্যও উঠে পড়ে লেগেছে সে। শুধু তাই নয় এখন বাইরের লোকজনের সামনেও পর্ণাকে যাচ্ছে তাই ভাবে অপমান করছে তার শ্বাশুড়ি। তবে এখন পর্ণাকে সবচেয়ে বেশী কষ্ট দিচ্ছে তাঁর স্বামী সৃজনের ‘অকৃতজ্ঞ’-এর মতো ব্যবহার। যে শাড়ি কথার জন্য নিজের গয়না পর্যন্ত বন্দক দিয়েছিল পর্ণা, সেই কোম্পানিতে সেইই নাকি এখন বাইরের লোক।

আরও পড়ুনঃ এইবার জব্দ হবে শাশুড়ি! বাড়ি ফিরেই ভোলপাল্টে চমকে দিল শিমুল, প্রকাশ্যে ধামাকাদার প্রোমো

https://youtu.be/kExXEStEK8M?si=PjKoMRDGvH_9JIoK

ফুলমাসি সেজে থাকা বটব্যালের মুখোশ খোলার পর সদ্য দত্তবাড়ি থেকে বিদায় নিয়েছে তিন্নি। আর তারপরেই ‘শাড়ি কথার’ শাড়ি ডিজাইন করার জন্য দত্তবাড়িতে এন্ট্রি হয়েছে ইশা নামের নতুন খলনায়িকার।  তাকে এই দায়িত্ব দিয়েছে সৃজন আর সৃজনের মা। এই ইশা আবার পর্ণার কলেজের পুরনো শত্রু। সে এখন মনে মনে প্ল্যান করছে পর্ণাকে সরিয়ে দিয়ে শাড়ি কথার মালিক হবে। কাজে বোঝাই যাচ্ছে এবার এই ইশার কাছেই চরম শিক্ষা পেতে চলেছে বাবুউউ আর বাবুউউর মা কৃষ্ণা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥