• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এইবার জব্দ হবে শাশুড়ি! বাড়ি ফিরেই ভোলপাল্টে চমকে দিল শিমুল, প্রকাশ্যে ধামাকাদার প্রোমো

Published on:

Zee Bangla,Kar Kache Koi Moner Kotha,Bengali serial,Serial,Television,TV serial,Promo,Entertainment,Entertainment news,Bangla khobor,Shimul,Parag,জি বাংলা,বাংলা সিরিয়াল,কার কাছে কই মনের কথা,সিরিয়াল,টেলিভিশন,টিভি সিরিয়াল,প্রোমো,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর

জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকটি (Bengali Serial) এখন একেবারে জমে উঠেছে। সদ্য দেখানো হয়েছে, শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে ফিরে গিয়েছে শিমুল (Shimul)। যদিও সেখানে গিয়েও কম কথা শুনতে হচ্ছে না তাকে। পদে পদে বড়দা এবং বড় বৌদি অপমান করছে তাকে। তবে এবার শীঘ্রই ফের শ্বশুরবাড়ি ফিরতে চলেছে সে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে সেই প্রোমো (Promo)

‘কার কাছে কই মনের কথা’র নিয়মিত দর্শকরা জানেন, শিমুল যখন শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসছিল তখন তাকে অনেক আটকানোর চেষ্টা করেছিল পুতুল (Putul) এবং তার কাকি শাশুড়ি। তবে সে কোনও কথা শোনেনি। নিজের সিদ্ধান্তে অনড় ছিল। তবে এবার ফের বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি ফিরতে চলেছে সে। আর সেখানে ফিরেই প্রতিবাদ শুরু করবে পরাগের (Parag) বউ।

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha promo

সম্প্রতি জি বাংলার তরফ থেকে ধারাবাহিকের নতুন প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রান্নাঘরে রান্না করছে শিমুল। এদিকে পরাগের মা কোনও কিছু না দেখেই চিৎকার করে জিজ্ঞেস করেন, রান্নাটা কখন হবে? জবাবে শিমুল বলে, সে রান্না বসিয়ে দিয়েছে। কিন্তু ঘর মোছা, বাসন মাজা এত কাজ সে একা হাতে করতে পারবে না।

আরও পড়ুনঃ শ্বাশুড়ির অত্যাচার, বাপের বাড়ির অপমান, ‘মেয়ে হয়ে জন্মানোর থেকে মরে যাওয়া ভালো’ বক্তব্য শিমুলের

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha promo

শিমুল বলে, একজন কাজের লোক যে সম্মানটুকু পায় বাড়ির বউ হওয়া সত্ত্বেও সে সেই সম্মানটুকু পায় না। তাই এবার তার দু’দিনের ছুটি লাগবে। আর এই দু’দিনের ছুটিতে সে সুচরিতা, বিপাশাদের সঙ্গে ঘুরতে যাবে। বৌমার মুখে একথা শুনে রীতিমতো চমকে ওঠে পরাগের মা।

আরও পড়ুনঃ ‘মিলি’র প্রোমোয় দেখেই ক্রাশ খাচ্ছে মেয়েরা! রইল ‘ফড়িং’র হ্যান্ডসাম নায়কের নাম সহ আসল পরিচয়

আসলে পরাগ এবং পরাগের মা আগেই বলে দিয়েছিল, শিমুল বিপাশাদের সঙ্গে ঘুরতে যেতে পারবে না। কারণ তাদের বাড়ির একটা নিয়মশৃঙ্খলা আছে। বাড়ির বৌ হিসেবে শিমুলকেও সেটা মেনে চলতে হবে। আর সে যদি সেটা না মেনে চলে তাহলে তাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে। স্বামী-শাশুড়ির বারণ সত্ত্বেও শিমুল বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এবার তার এই প্রতিবাদী সত্ত্বা তার জীবনে নতুন কোন ঝড় বয়ে আনে সেটাই এবার দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥