• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুলিশকে মামু বানিয়ে বৌ নিয়ে পালাল ‘বাবুউউ’, টিভির আগেই ফাঁস আজকের পুরো ‘ধুম মাচালে’ পর্ব

সদ্য টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) লিস্টে ধামাকা করেছে ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। অর্থাৎ জি বাংলার (Zee Bangla) সবচাইতে জনপ্রিয় জুটি এখন সৃজন-পর্ণা (Srijan-Parna)। সেই শুরু থেকেই প্রতিটা পর্ব টানটান উত্তেজনার। স্বামী-পরিবারকে ভালোবাসলেও শ্বাশুড়ির মন কিছুতেই পায় না। কৃষ্ণার ধারণা সৃজনকে তাঁর থেকে আলাদা করে দেবে বৌমা। কিন্তু একবার যদি তাঁর কেটে যায় তাহলেই তুলকালাম হয়ে যায় দত্ত বাড়ি।

সবে মাত্র ইশার সাথে ষড়যন্ত্রের পর্দাফাঁস করে আবারও এক হয়েছে সৃজন-পর্ণা। মা যে এতটা বাড়াবাড়ি করতে পারে এটা ভাবতেও পারেনি সৃজন। তাই এতদিনে সোজা মুখের ওপর জানিয়েছে, ‘তোমার থেকে পর্ণা আমাকে বেশি ভালোবাসে’। কিন্তু এরপরেই নতুন টুইস্ট এসেছে গল্পে। পর্ণা বারণ করার পরেও রুচিরা কুখ্যাত বোমা স্বপনকে নিয়ে লেখায় হুমকি আসে।

   

নিম ফুলের মধু পর্ণা গ্রেফতার : Neem Phooler Madhu Parna got Arrest in Murder Charge of Ruchira

বেগতিক দেখে অ্যাসাইনমেন্টের নাম করে রুচিরাকে দেশের বাড়ি পাঠানোর প্ল্যান করে পর্ণা। কিন্তু এই কথা মৌমিতা শুনে জানিয়ে দেয় ইশাকে। প্রতিহিংসার আগুনে জ্বলা ঈশা মন্ত্রীর ছেলে তথা পর্ণার চরম শত্রুর কানে তুলে দেয়। এরপর দেশের বাড়ি যাওয়ার পথেই রুচিরা গুলি খেয়ে নদীতে পরে যায়। পরে নদীর পার থেকে রুচিকে উদ্ধার করে নিজের বাড়িতে লুকিয়ে রাখে এক মাঝি।

আরও পড়ুনঃ গাঁটছড়ার পার্শ্ব চরিত্র থেকে নতুন সিরিয়ালের নায়িকা, দুর্দান্ত কামব্যাক করছেন ‘গঙ্গা’ অভিনেত্রী কথা

নিম ফুলের মধু আজকের পর্ব : Neem Phooler Madhu Srijan Flees Parna from Court yard

এদিকে রুচিরাকে খুনের দায়ে পর্ণাকে ফাঁসিয়ে দিয়েছে মন্ত্রীর ছেলে রনি। পুলিশ ইতিমধ্যেই পর্ণাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে। তাকে ছাড়ানোর জন্য জামিনের আবেদন করার জন্য ঠিক করলেও আগামী পর্বে সেই দাবি খারিজ করে দেবে আদালত। উল্টে আরও ৭ দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার আদেশ দেওয়া হয় পর্ণাকে।

আরও পড়ুনঃ সুখময় হয়নি দাম্পত্য! ২০২৩ এ বিচ্ছেদের পথে হেঁটেছেন এই ৫ টলি তারকারা

বৌয়ের বিরুদ্ধে হওয়া এমন ষড়যন্ত্র আর মেনে নিতে পারছে না সৃজন। তাই আদালতের সামনেই পর্ণাকে বাইকে তুলে ধা হয়ে যায় সে। এরপর এক নির্জন জায়গায় তাকে লুকিয়ে রেখে আসে। এবার শুরু হবে পর্ণাকে নির্দোষ প্রমাণ করার পালা। কিভাবে প্রমাণ জোগাড় করবে সেটাই এখন দেখার বিষয়।