• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর দেখা যাবে না লাবণ্য সেনগুপ্তকে, রাতারাতি ‘অনুরাগের ছোঁয়া’ ছাড়লেন রূপাঞ্জনা!

Updated on:

Star Jalsha,Bengali serial,Anurager Chhowa,Tollywood movie,Tollywood actress,Rupanjana Mitra,Labanya,Tollywood,Movie,Actress,Bengali serial actress,Tollywood news,স্টার জলসা,বাংলা সিরিয়াল,অনুরাগের ছোঁয়া,রূপাঞ্জনা মিত্র,লাবণ্য,টলিউড সিনেমা,টলিউড অভিনেত্রী,টলিউড,সিনেমা,অভিনেত্রী,বাংলা সিরিয়ালের অভিনেত্রী,টলিউডের খবর,Entertainment,Entertainment news,Bangla khobor,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর

বেঙ্গল টপার ‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa) অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকে অভিনয় করে ‘লাবণ্য’ নামে পরিচিতি লাভ করেছেন অভিনেত্রী। সিরিয়ালের শুরুতে দাপুটে শাশুড়ির চরিত্রে দেখা গেলেও, এখন বৌমা অন্ত প্রাণ হয়ে গিয়েছে লাবণ্য। তবে এখন শোনা যাচ্ছে, এই লাবণ্যকেই আর দেখা যাবে না ‘অনুরাগের ছোঁয়া’য়!

আজ থেকে প্রায় ২৩ বছর আগে অর্থাৎ ২০০০ সালে অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন রূপাঞ্জনা। সিরিয়াল (Bengali Serial) ছাড়া অভিনয় করেছেন একাধিক সিনেমায়। তবে লাবণ্য (Labanya) চরিত্রে অভিনয় করার পর তাঁর জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে গিয়েছে। দর্শকদের মতে, বাংলা টেলিভিশনের সেরা শাশুড়ি তিনি।

Anurager Chhowa Labanya, Rupanjana Mitra

শুনলে হয়তো অবাক হবেন, এই মুহূর্তে দাঁড়িয়ে জনপ্রিয়তার নিরিখে সূর্য-দীপাকে রীতিমতো টেক্কা দেন লাবণ্য। তাকে একদিন না দেখতে পেলে মন কেমন করে দর্শকদের। তাই স্বাভাবিকভাবেই রূপাঞ্জনাকে আর ‘অনুরাগের ছোঁয়া’য় দেখা যাবে না শুনে দুঃখ পেয়েছেন অনেকে। সেই সঙ্গেই অভিনেত্রী আচমকা কেন সিরিয়াল ছেড়ে দিলেন? উঠেছে সেই প্রশ্নও।

আরও পড়ুনঃ রোজ রাতে শারীরিক অত্যাচার! শিমুলের অভিযোগে জেলে পরাগ, টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

সম্প্রতি রূপাঞ্জনা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেটি দেখার পর থেকেই তাঁর ‘অনুরাগের ছোঁয়া’ ছেড়ে দেওয়ার জল্পনা শুরু হয়েছে। পর্দার লাবণ্যর শেয়ার করা সেই পোস্টে তাঁকে একজন পুলিশ অফিসারের পোশাকে দেখা যাচ্ছে।

আরও পড়ুনঃ আলিয়ার নায়ক থেকে স্বস্তিকার সাথে রোম্যান্স! প্রথম বাংলা সিনেমার অভিজ্ঞতা জানালেন শান্তনু

Anurager Chhowa Labanya, Rupanjana Mitra

খাকি উর্দি পরে সেই ছবি শেয়ার করে রূপাঞ্জনা লিখেছেন, ‘এখনও তৈরি না। নতুন প্রোজেক্টের জন্য পোশাকের ট্রায়াল দিচ্ছি’। এই ক্যাপশনের সঙ্গেই হ্যাশট্যাগ দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘ওসি সুধা মালাকার। কালিয়াচক। চ্যাপ্টার ১’।

আসলে মালদার কালিয়াচকের ভয়াবহ ঘটনা নিয়ে শীঘ্রই টলিউডে একটি ছবি আসতে চলেছে। রাতুল মুখোপাধ্যায় পরিচালিত সেই সিনেমায় ওসি সুধা মালাকারের চরিত্রে অভিনয় করতে চলেছেন রূপাঞ্জনা। পোস্ট করে সেই খবরই দিয়েছেন অভিনেত্রী। তবে লাবণ্যর সেই পোস্ট দেখে অনেকেই ভাবছেন তিনি হয়তো ‘অনুরাগের ছোঁয়া’ থেকে সরে দাঁড়িয়েছেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি রূপাঞ্জনা কিংবা ধারাবাহিকের নির্মাতারা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥