• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শ্বাশুড়ি নামের আতঙ্ক নয়! সন্ধ্যাতারার বিজয়া মাঠানের প্রশংসায় পঞ্চমুখ দর্শক

Updated on:

Audience praise Sandhyatara Serial Sandhya and Bijaya Mathan's sweet relationship

টিভি খুললেই এখন বেশিরভাগ বাংলা সিরিয়ালে (Bengali Serial) দেখা যায় শ্বাশুড়ি-বৌমার একঘেয়ে কূটকচালি। বিয়ে করে নতুন বউ সংসারে আসতে না আসতেই শুরু হয়ে যায় অশান্তি। বাংলা সিরিয়ালের এইসব ভিলেন শ্বাশুড়িদের দেখতে দেখতে দর্শকদের একাংশের মধ্যে তৈরি হয়েছে শ্বাশুড়ি নামের আতঙ্ক। এদিক দিয়ে দেখতে গেলে স্টার জলসার ‘সন্ধ্যাতারা’ (Sandhaytara) সিরিয়ালের বিজয়া মাঠান একেবারে আলাদা।

অসাধারণ ব্যক্তিত্বের পাশাপাশি অত্যন্ত ভালো মনের একজন মানুষ তিনি। সিরিয়ালের তথাকথিত শ্বাশুড়ি বৌমার সম্পর্কটাকে একটা আলাদা মাত্রা দিয়েছেন সন্ধ্যাতারা সিরিয়ালের এই বিজয়া মাঠান। আর পাঁচজন কুচুটে শ্বাশুড়ির মতো নন তিনি বরং শ্বাশুড়িরাও যে মায়ের মতো ভালো  হয় তার জলজ্যান্ত উদাহরণ তিনি। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন প্রথম দেখাতেই সন্ধ্যাকে  মনে মনে নিজের ছেলে আকাশনীলের বউ করতে চেয়েছিলেন তিনি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,সন্ধ্যাতারা,Sandhyatara,সন্ধ্যা,Sandhya,বিজয়া মাঠান,Bijoya Mathan,মিষ্টি সম্পর্ক,Sweet Relationship,প্রশংসা,Praise,দর্শক,Audience

অবশেষে অনেক ঝড় ঝাপটা পেরিয়ে সন্ধ্যাকেই ছেলের বউ করে বাড়ি এনেছেন তিনি। যদিও বাড়িতে শত্রুর অভাব নেই তাঁর। কিন্তু যে যতই সম্পর্ক খারাপ করার চেষ্টা করুক সন্ধ্যা এবং তার শ্বাশুড়ি বিজয়া  ঠান  একে অপরের ঢাল হয়ে নিজেদের মধ্যে বন্ধুর মতো সম্পর্ক তৈরী করে ফেলেছেন। যা দেখে সোশ্যাল মিডিয়ায় এই মিষ্টি শাশুড়ি বৌমার জুটিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরাও।

এমনই একজন অনুরাগী সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করে লিখেছেন ‘বাংলা সিরিয়ালের দর্শক পেলো সোনায় বাঁধানো এক শাশুড়ি-বৌমা জুটি। অনেকদিন দর্শকের মনে থেকে যাবে এই শাশুড়ি-বৌমা জুটি। দুজনের একসাথে স্ক্রিন প্রেজেন্স, একে অপরের প্রতি শ্রদ্ধা,ভালোবাসা,চাহনি,কথোপকথন সন্ধ্যাতারার মেইন ইউএসপি হয়ে উঠেছে।’

আরও পড়ুনঃ সূর্য-দীপা, জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ অতীত! সবাইকে হারিয়ে বাংলা সিরিয়ালের সেরা জুটি কারা হল জানেন?

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,সন্ধ্যাতারা,Sandhyatara,সন্ধ্যা,Sandhya,বিজয়া মাঠান,Bijoya Mathan,মিষ্টি সম্পর্ক,Sweet Relationship,প্রশংসা,Praise,দর্শক,Audience

আরও পড়ুনঃ এখন রিলেশনশিপ নয়, কোলাবরেশন হয়! প্রেম থেকে ব্যক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক পর্দার নবাব

অপর একজন লিখেছেন ‘টিভি খুললেই প্রায় প্রত্যেক টা সিরিয়ালে শাশুড়ি নামের যে আতঙ্ক সেটা এই সিরিয়ালে বিজয়া মাঠান কে দেখার পর যেন ভুলেই গেছি। এখানে শাশুড়ি বৌমার মিষ্টি যে সম্পর্কটা দেখায় সেটা দেখার জন্য অপেক্ষা করে থাকি, কি অমলিন চরিত্র টা। বাড়ির বউকে নিজের মেয়ের মত করেও যে রাখা যায় সেটা দেখতে কি যে ভালো লাগে! বাস্তবে এরকম খুব কম জানি তবুও এই শাশুড়ির চরিত্রটা যেন আমার মনে বেশি করে দাগ কেটেছে।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥