• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নিখিল-যশ দুজনেই অতীত! তৃতীয়বার ‘বিয়ে’র পিঁড়িতে নুসরত, গুঞ্জনে ‘ম ম’ করছে নেটপাড়া

Tollywood actress Nusrat Jahan got Marriage Proposal : টলিউড (Tollywood) অভিনেত্রী নুসরত জাহানকে (Nusrat Jahan) নিয়ে সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় চর্চা লেগেই থাকে। কাজের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের সৌজন্যেও একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন তিনি। প্রথমে নামী ব্যবসায়ী নিখিল জৈনের (Nikhil Jain) সঙ্গে সাত পাক ঘুরেছিলেন টলি সুন্দরী। তবে সেই বিয়ে বেশিদিন টেকেনি। এরপর অভিনেতা যশ দাশুগুপ্তের (Yash Dasgupta) সঙ্গে ঘর বাঁধেন নায়িকা। এবার এই সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে!

২০১৯ সালে নিখিলকে বিয়ে করেছিলেন নুসরত। তুরস্কে বসেছিল তাঁদের স্বপ্নের বিয়ের আসর। কিন্তু দু’বছর হতে না হতেই ছন্দপতন! ভাঙন ধরে নিখিল-নুসরতের সংসারে। এরপর যশের হাত ধরে নিখিলের সংসার থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী। এরপর থেকে একসঙ্গেই রয়েছেন দু’জনে। তবে এখন গুঞ্জন শোনা যাচ্ছে, ফের নাকি বিয়ে (Marriage) করতে চলেছেন অভিনেত্রী!

   

Nusrat Jahan, Nusrat Jahan marriage

এই গুঞ্জন শোনার পর ‘যশরত’ অনুরাগীরা স্বাভাবিকভাবেই একেবারে আকাশ থেকে পড়েছেন। হঠাৎ কী এমন হল যে তৃতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিলেন নুসরত? এই প্রশ্নই উঁকি দিচ্ছে অনেকের মনে। সত্যি সত্যিই কি তাহলে যশের হাত ছাড়ছেন নুসরত? শুরু হয়েছে এই জল্পনাও।

আসলে সম্প্রতি একজন অনুরাগীর কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছেন টলি সুন্দরী। সমাজমাধ্যমে নিজের কিছু ফটোশ্যুটের ছবি শেয়ার করেছিলেন নুসরত। সেখানে পুরোদস্তুর প্রফেশনাল লুকে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেই পোস্টেই এক ব্যক্তি নায়িকাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসেন!

আরও পড়ুনঃ ভাঙা পা নিয়েই শুটিং, তাতেই দুর্দান্ত TRP! কেমন আছেন ‘নিম ফুলের মধু’র ‘বাবুউউ’ সৃজন?

Nusrat Jahan, Nusrat Jahan marriage

আরও পড়ুনঃ দর্শকের ভালোবাসায় ৪০০ পর্ব পার, প্রকাশ্যে ‘অনুরাগের ছোঁয়া’ টিমের জমজমাট সেলিব্রেশনের ভিডিও

প্রসঙ্গত, ২০২০ সালে যশ-নুসরতের ঘনিষ্ঠতার গুঞ্জন শুরু হয়েছিল। ‘SOS কলকাতা’ ছবির শ্যুটিং করতে গিয়েই নাকি কাছাকাছি এসেছিলেন দুই তারকা। তাঁদের সম্পর্ক এতটাই গভীর হয়ে গিয়েছিল যে প্রায়ই একসঙ্গে সময় কাটাতে শুরু করেছিলেন দু’জনে। নুসরত তখনও নিখিলের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ।

শেষমেষ যশের হাত ধরে নিখিলের সংসার ছেড়ে বেরিয়ে আসেন নুসরত। বিতর্কের আবহেই যশের সন্তানের জন্ম দেন অভিনেত্রী। যদিও এখন সেসব বিতর্ক অতীত। স্বামী-সন্তান নিয়ে সুখে সংসার করছেন নুসরত। অপরদিকে নিখিলও প্রাক্তন স্ত্রীকে ভুলে নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত রয়েছেন।