• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দর্শকের ভালোবাসায় ৪০০ পর্ব পার, প্রকাশ্যে ‘অনুরাগের ছোঁয়া’ টিমের জমজমাট সেলিব্রেশনের ভিডিও

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,লাবণ্য,Labonyo,সেলিব্রেশন,Celebration,ভাইরাল ভিডিও,Viral Video,সোশ্যাল মিডিয়া,Social Media

বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের কাছে ইদানিং স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) দেখা রোজকার একটা অভ্যাসে পরিণত হয়েছে। নিত্যনতুন সিরিয়ালের ভীড়ে প্রতি সপ্তাহেই টি আর পি তালিকায় ঝড় তুলছে এই সিরিয়াল। সোশ্যাল মিডিয়া খুললেই বোঝা যায় দর্শকমহলে এই সিরিয়ালের ক্রেজ কতখানি। তাই বোঝাই যাচ্ছে প্রতি সপ্তাহে এমনি এমনিই বেঙ্গল টপার হয় না অনুরাগের ছোঁয়া।

টেলিভিশনের পর্দায় এখন অল্পদিনেই বন্ধ হয়ে যাচ্ছে বেশিরভাগ সিরিয়াল। আর এই মুহূর্তে অনুরাগের ছোঁয়ার একের পর এক  দুর্ধর্ষ পর্ব দেখে তা থেকে এক মুহূর্তের জন্য চোখ ফেরাতে পারছেন না দর্শকরা। আর তাই এমন টালমাটাল পরিস্থিতিতে দাঁড়িয়েই এবার স্টার জলসার এই বেঙ্গল টপার সিরিয়াল দর্শকদের ভালোবাসায় দেখতে দেখতে পার করে ফেলল ৪০০ পর্ব।

Anurager Chowa Surjo Dipa will unite together upcoming track revealed
Anurager Chhowa Surja Deepa Sona Rupa with Labonyo Sengupta

এদিন অনুরাগের ছোঁয়ার এই সাফল্য উদযাপনে মেতে উঠেছিলেন পর্দার সূর্য-দীপা থেকে সোনা-রুপা কিংবা লাবণ্য মিশকা থেকে গোটা সেনগুপ্ত পরিয়বার। কেক কেটে সেলফি তুলে চলল জমিয়ে সেলিব্রেশন। সিরিয়ালের কলাকুশলীদের সেলিব্রেশনের সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

অনুরাগের ছোঁয়ার ৪০০ পর্বের এই সুন্দর সফর নিয়ে পর্দার সূর্য অভিনেতা দিব্যজ্যোতি সগর্বে বলেছেন  ‘আজকালকার দিনে কোনও সিরিয়াল ৪০০ পর্ব চলছে এটাই একটা অনেক বড় আশীর্বাদ। এটা দর্শকদের আশীর্বাদ, ভালোবাসাতেই সম্ভব হল।’ একইসুরে তাঁর অনস্ক্রিন ভাই জয়  বলেছেন, ‘আমাদের সফরটা অত সহজ ছিল না। কিন্তু আমরা সেটাকে সহজ করে তুলেছি। আপনাদের ভালোবাসাই আমাদের ভালো কাজ করতে বাধ্য করে। আমরা যেন ৪০০০ পর্ব যেতে পারি এই আশীর্বাদ করবেন।’

আরও পড়ুনঃ মেঘকে ছেড়ে কুটনি ময়ূরীকে বিয়ে করবে নীল! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র মোড়ঘোরানো পর্ব

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,লাবণ্য,Labonyo,সেলিব্রেশন,Celebration,ভাইরাল ভিডিও,Viral Video,সোশ্যাল মিডিয়া,Social Media

পর্দার দুই মিষ্টি বোন সোনা-রুপার মা অর্থাৎ দীপা অভিনেত্রী স্বস্তিকা দত্ত বলেছেন ‘দীপার জীবনে অনেক স্ট্রাগল আছে, তবুও তার মধ্যে যে ভালো লাগা, ভালো মুহূর্ত আছে সেগুলোই অনেক দামি। এই সফরটা আমায় অনেক কিছুই শিখিয়েছে, পরিণত করেছে।’

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

আরও পড়ুনঃ হাঁটু মুড়ে আংটি পরিয়ে চুমু! ‘রাঙা বউ’ শ্রুতির বিয়ের অদেখা রোম্যান্টিক ভিডিও দেখেছেন?

উচ্ছাসিত পর্দার লাবণ্য সেনগুপ্ত অভিনেত্রী রূপাঞ্জনা বলেছেন ‘অনুরাগের ছোঁয়া যাঁরা দেখেন তাঁদের কাছে এটা একটা অভ্যেস। আমি গোটা টিমের তরফে দর্শকদের ধন্যবাদ জানাই, আর গোটা টিমকে সাধুবাদ জানাই এভাবে সবটা সামলানোর জন্য।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥