• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুস্থ হয়ে শুটিং ফ্লোরে ফিরতেই উদ্দম নাচ! ভাইরাল ‘নিম ফুলের মধু’ ধ্যাষ্টামো জেঠুর নাচের ভিডিও

Updated on:

Neem Phooler Madhu Shooting Floor behind the camera srijan singing and dancing video viral

মাস দেড়েক আগেই ‘নীম ফুলের মধু’ (Neem Phooler Madhu) সিরিয়ালে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই পায়ে দু-পায়েই গরুতর চোট পেয়েছেন অভিনেতা রুবেল দাস (Rubel Das)। অর্থাৎ পর্দার সৃজন দত্ত (Srijan)জি বাংলার (Zee Bangla) প্রথমসারির একটি সিরিয়াল এই নীম ফুলের মধু। যা প্রধান নায়ক সৃজন ছাড়া ভাবতেই পারেন না দর্শক। তাই অভিনেতা পায়ে পাওয়ার মাঝে যখন শোনা গিয়েছিল বদলে যাবে সৃজন অভিনেতা।

তখন একেবারে গর্জে উঠেছিলেন বাংলা সিরিয়ালের দর্শকরা। তাই দর্শকদের দাবি মেনে সেই থেকেই চ্যানেল কর্তৃপক্ষ অভিনেতা রুবেল দাসকে প্রধান নায়কের চরিত্রে বহাল রাখেন। সেই থেকেই চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই বিশ্রাম নেওয়ার পাশাপাশি বিছানায় বসেই শুটিং করছেন রুবেল। তবে এইভাবে তাঁকে সারাক্ষণ আর বসে থাকতে দেখতে পছন্দ করছেন না দর্শক।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,সৃজন,Srijan,রুবেল দাস,Rubel Das,নাচের ভিডিও,Dance Video,ভাইরাল,Viral

তাই এবার সকলেই চাইছেন অভিনেতা তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুন সিরিয়ালের সেটে। এরই মধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে দত্তবাড়ির ছেলেদের মেকআপ রুমে সৃজনের মানেটা কি জেঠু লুঙ্গি ধরে তুমুল নাচ করছেন,আর সৃজন মাইক হাতে গান করছে। আর পাশে বসে সঙ্গত দিচ্ছেন সৃজনের পর্দার বাবা।

আরও পড়ুনঃ বোনই বোনের কষ্ট বোঝে! ‘অনুরাগের ছোঁয়া’য় সোনা-রূপার রাখি বন্ধন দেখে চোখ জুড়ালো দর্শকদের

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়ে পর্দার সৃজন লিখেছেন ‘নিম ফুলের মধু জমে যায়, যখন সৃজন, জেঠু আর বাবা মিলে মেকআপ রুম জমিয়ে রাখে।Full ধ্যাস্টামো।’ তবে ভিডিওটি কিন্তু নতুন নয়। এটি আসলে নীম ফুলের মধু সিরিয়ালের সেটে কাটানো অভিনেতা রুবেল দাসের পুরোনো স্মৃতি।

আরও পড়ুনঃ ৯ মাস হল বোন নেই! রাখির দিনে ঐন্দ্রিলাকে মনে করে ভেঙে পড়লেন দিদি ঐশ্বর্য

View this post on Instagram

 

A post shared by Rubel Das (@rubel.official)

যা দেখে অনেকেই ভেবে নিয়েছেন পা ঠিক হতেই বোধ হয় পর্দার সৃজন ফিরে এসেছেন দত্তবাড়িতে। তবে ভিডিওটা পুরোনো হলেও দর্শকরা চাইছেন সৃজন আবার তার এই আগের রূপেই ফিরে আসুক। তাই পরবর্তী অআপডেট না আসা পর্যন্ত এখন আপাতত আরও কটাদিন অপেক্ষা করতেই হবে দর্শকদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥