• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৯ মাস হল বোন নেই! রাখির দিনে ঐন্দ্রিলাকে মনে করে ভেঙে পড়লেন দিদি ঐশ্বর্য

Published on:

Aindrila Sharma sister Aishwarya Sharma misses her sister on Rakhi Bandhan

Aindrila Sharma Sister Aishwarya on Rakhi : দেখতে দেখতে ৯ মাস হয়ে গেল না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। গত বছর নভেম্বর মাসে মাত্র ২৪ বছর বয়সে প্রয়াত হন তিনি। তাঁর অকালপ্রয়াণ এখনও মেনে নিতে পারেনি শর্মা পরিবার। অভিনেত্রীর মা, বাবা, দিদি (Sister) প্রত্যেক মুহূর্তে মিস করেন তাঁকে। বুধবার যেমন রাখি বন্ধন (Rakhi Bandhan) উপলক্ষ্যে বোন ঐন্দ্রিলার না থাকার যন্ত্রণা আরও বেশি করে অনুভব করছেন ঐশ্বর্য (Aishwarya Sharma)

কয়েকদিন আগেই রাজ্য সরকারের তরফ থেকে ঐন্দ্রিলাকে মরণোত্তর সম্মান দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে সেই পুরস্কার নেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রীর মা শিখা শর্মা। আজ ফের ঐন্দ্রিলার স্মৃতি উস্কে দিল দিদি ঐশ্বর্যর পোস্ট। অভিনেত্রীকে হারানোর যন্ত্রণা যে গত ৯ মাসে একটুও কমেনি তা তাঁর পোস্ট দেখেই পরিষ্কার।

Aindrila Sharma Aishwarya Sharma, Aindrila Sharma sister

আজ এবং আগামীকাল এই দুই দিন ধরে রাখি বন্ধন উৎসব পালন করবে সবাই। এই প্রথম এই দিনে পাশে নেই ‘মিষ্টি’। স্বাভাবিকভাবেই তাঁর কথা আজ আরও বেশি করে মনে পড়ছে ঐশ্বর্যর। সেই জন্য রাখির দিন ইনস্টাগ্রামে (Instagram) বোনের একটি অদেখা ভিডিও (Video) শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘প্রত্যেকটা দিন আরও বেশি কঠিন হয়ে পড়ছে। রাখির শুভেচ্ছা জানাই বোনু’।

আরও পড়ুনঃ প্রেম না থাকলে এক বিছানায় নয়! ওম-শ্রাবণের ‘লাভ বিয়ে আজকাল’র নতুন প্রোমো দেখে ‘থ’ নেটপাড়া

Aindrila Sharma Aishwarya Sharma, Aindrila Sharma sister

ঐন্দ্রিলার দিদি পেশায় একজন চিকিৎসক। এই মুহূর্তে বাঙুর হাসপাতালে কর্মরত তিনি। কাজের ব্যস্ততা থাকলেও বোনকে প্রত্যেক মুহূর্তে মিস করেন ঐশ্বর্য। ঐন্দ্রিলার মৃত্যুর পর পর একটি পোস্ট করে তিনি নিজেই লিখেছিলেন, বোনকে ছাড়া রীতিমতো পঙ্গু তিনি। কয়েকদিন আগে অভিনেত্রীর মা-ও একই কথা বলেছিলেন।

আরও পড়ুনঃ চরিত্রটাই আসল, নায়ক হওয়ার বাসনাই হয়নি! রইল ‘গাঁটছড়া’র শুভ্রজিৎ দত্ত’র অজানা কাহিনী


জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে আক্ষেপের সুরে শিখাদেবী বলেন, ‘খুব কষ্ট হচ্ছে। ওকে ছাড়া থাকতে পারছি না’। প্রসঙ্গত, ঐন্দ্রিলার মা-ও ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছেন। শিখাদেবীর চিকিৎসা চলছে। স্বামী, বড় মেয়েকে পাশে নিয়ে এবং প্রিয় মিষ্টির স্মৃতি আঁকড়ে এখন প্রতিটা দিন কাটাচ্ছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥