• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চয়নকে ভুলে কার হাত ধরল রুচিরা? অভিনেত্রী সৌমির বাস্তবের প্রেমিককে চেনেন? রইল ছবি সহ পরিচয়

Published on:

Neem Phooler Madhu serial Ruchira actress Soumi Chakraborty's real life boyfriend

নিত্য নতুন বাংলা সিরিয়ালের ভিড়ে ইদানিং দর্শকদের অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল হয়ে উঠেছে জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। এখন এই ধারাবাহিকের এখন মেইন ফোকাস গিয়ে পড়েছে দত্ত বাড়ির ছোট ছেলে চয়ন এবং পর্ণার বান্ধবী রুচিরার (Chayan-Ruchira) ওপর। অনেকদিন ধরেই তাদের মধ্যেকার বন্ধুত্ব যে  ক্রমশ ভালোবাসার সম্পর্কে পরিণত হচ্ছে তা আগেই বুঝেছিল সৃজন।

চয়ন যে রুচিরাকে ভালোবাসে এখন তা জেনে গিয়েছে গোটা দত্তবাড়িও। কিন্তু তাদের সম্পর্ক একেবারেই মানতে নারাজ চয়নের বাবা অর্থাৎ ‘ধ্যাষ্টামো জেঠু’ অখিলেশ দত্ত। কারণ তাদের দত্ত বাড়িতে প্রেম করা নাকি অপরাধের সমান। অন্যদিকে চয়ন রুচিরার এই সম্পর্ককে হাতিয়ার করে পর্নাকে দত্ত বাড়ি থেকে বের করার জন্য উঠে পড়ে লেগেছে ইশা এবং কৃষ্ণা। এ তো গেল সিরিয়ালের গল্প।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,চয়ন,Chayan,রুচিরা,Ruchira,সৌমি চক্রবর্তী,Soumi Chakraborty,পৃথ্বীশ বন্দোপাধ্যায়

কিন্তু শুধু সিরিয়ালই নয় পর্ণার বান্ধবী রুচিরা অভিনেত্রী সৌমি চক্রবর্তী (Soumi Chakraborty) প্রেম করছেন বাস্তবেও।বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটার পৃথ্বীশ ব্যানার্জির (Prithwish Banerjee) সাথে সৌমির সম্পর্কের গুঞ্জন। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাবে দুজনের প্রোফাইলে ভর্তি একে ওপরের সাথে তৈরী করা এক গুচ্ছ রোমান্টিক রিল। সদ্য গিয়েছে পৃথ্বীশের জন্মদিন।

আরও পড়ুনঃ দর্শকদের ভালোবাসায় ৪০০ পর্ব পার! রইল টিম ‘জগদ্ধাত্রী’ সেলিব্রেশনের অদেখা ছবি ও ভিডিও

তাই প্রেমিকের জন্মদিনেই সমস্ত আড়াল তুলে নিলেন খোদ অভিনেত্রী। প্রেমিককে শুভেচ্ছা জানাতে গিয়েই এদিন হুড়মুড়িয়ে বেরিয়ে পরে এতদিন ধরে সৌমির মনের মধ্যে লুকিয়ে রাখা কথাগুলো। দুজনের একসাথে কাটানো বেশ কয়েকটি মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করে এদিন সোশ্যাল মিডিয়ায় সৌমি লিখেছেন ‘কিছু ছবি যেগুলো কোনদিন পোস্ট করার সুযোগ হয়নি। যাই হোক আজ সুযোগ পেলাম।’

আরও পড়ুনঃ ‘দেব ছাড়া ইন্ডাস্ট্রিকে কেউ ব্যবসা দিচ্ছে না’, ‘বাঘা যতীন’ রিলিজের আগে কি বললেন অভিনেতা?

Neem Phooler Madhu serial Ruchira actress Soumi Chakraborty's real life boyfriend

সেইসাথে আদুরে এই পোস্টে অভিনেত্রী লিখেছিলেন ‘আজ তোমার জন্মদিন এরকম দিন বারবার ফিরে আসুক। খুব উপভোগ করো ভগবান তোমার সহায় হোক অনেক খুশি থেকো থাকো আর জীবনে ভালো মানুষ হও ক্যারিয়ারে ভালো করে প্রতিষ্ঠিত হও সব সময় আমি পাশে ছিলাম আছি আর থাকবো অনেক ভালোবাসা।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥