• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘দেব ছাড়া ইন্ডাস্ট্রিকে কেউ ব্যবসা দিচ্ছে না’, ‘বাঘা যতীন’ রিলিজের আগে কি বললেন অভিনেতা?

Published on:

Dev reacts on question he is the only one giving business in bengali film industry

টলিউডের (Tollywood) সুপারস্টারদের মধ্যে অন্যতম দেব (Dev)। বাংলা ছবির বাজার যেখানে পড়তে শুরু করেছিল সেই সময় গত বছর রিলিজ করে প্রজাপতি। মহাগুরু মিঠুনের সাথে দেবের যুগলবন্ধী, যেমন অভিনয় তেমনি ভালো কাহিনী মন জিতে নিয়েছিল দর্শকদের। এরপরেও বেশ কিছু ছবি রিলিজ হয়েছে, যা সাফল্যও পেয়েছে ভালো। এবার পুজোয় আসতে চলেছে ‘বাঘা যতীন’।

স্বাভাবিকভাবেই রিলিজের আগে প্রচারের কাজে জোরকদমে নেমে পড়েছেন অভিনেতা। একাধিক ইন্টারভিউ থেকে ইভেন্টে দেখা যাচ্ছে দেবকে। এরই মাঝে নেটপাড়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে দেবকে বলা হচ্ছে, দেব নাকি একাই ব্যবসা দিচ্ছে বাংলা ছবিতে। পোস্টটি ভাইরাল হতেই নানাজনের নানা মত প্রকাশ্যে এসেছে। এক নেটিজেন পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন, ‘তোতলা ছেলেটিই আজ ইন্ডাস্ট্রির ভরসা’।

Bagha Jatin, Dev Bagha Jatin, Bagha Jatin pre teaser

আসলে আগামী ১৯শে অক্টোবর রিলিজ হতে চলেছে ‘বাঘা যতীন’। যেটা শুরু মাত্র, কারণ এরপর ছবি রিলিজ করতে চলেছে দেবের। তাই জোরকদমে প্রচারের উদ্দেশ্যে স্কুল কলেজ থেকে রেডিও স্টুডিওতে হাজির দেব। সেখানেই তাকে প্রশ্ন করা হয়। মোট তিনটি প্রশ্ন করা হয়, যার মধ্যে একটি ছিল বাংলা ছবি ইন্ডাস্ট্রিতে নাকি দেব একাই ব্যবসা দিচ্ছে এই প্রসঙ্গে কি বলতে চান তিনি? উত্তরে কোনো কথা নয় নমস্কার করেছেন অভিনেতা। যার অর্থ দর্শকদের প্রতি কৃতজ্ঞ তিনি।

আরও পড়ুনঃ মিশকার খেলা শেষ! দীপার বুদ্ধিতে সূর্য ছদ্মবেশ নিতেই মিলল প্রমাণ, টিভির আগে ফাঁস ধুন্ধুমার পর্ব

আরও পড়ুনঃ দর্শকদের ভালোবাসায় ৪০০ পর্ব পার! রইল টিম ‘জগদ্ধাত্রী’ সেলিব্রেশনের অদেখা ছবি ও ভিডিও

তবে কি সত্যিই দেবের ছবিই শুধু ব্যবসা দিচ্ছে? এর পিছনে যুক্তি কি? চলুন এক নজরে দেখে নেওয়া যাক দেব অভিনীত কয়েকটি ছবির বক্স অফিস কালেকশন কি বলছে। টলিউডে সর্বোচ্চ যায় করেছে যে সিনেমা তার মধ্যে মোট ৫টি দেবের। পরাণ যায় জ্বলিয়া রে (৯.৫ কোটি), পাগলু (১০ কোটি), প্রজাপতি (১৪ কোটি), চাঁদের পাহাড় (২১ কোটি), আমাজন অভিযান (৫০ কোটি)।

তবে এই সাফল্যের সবটাই দর্শকদের ভালোবাসার জন্য। তাই প্রশ্নের উত্তরে মাথানত করে নমস্কার করে কৃতজ্ঞতা জানিয়েছেন দর্শকদের উদ্দেশ্যে। উল্লেখযোগ্য সম্প্রতি শপিং মলে প্রচারে গিয়েছিলেন দেব। সেখানে এক খুদের সাথে তাঁর ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥