• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিদ্যাসাগরের নাতনি! ‘নিম ফুলের মধু’তে কাজের বহর দেখে কটাক্ষ নেটিজেনদের

Published on:

Neem Phooler Madhu serial Parna brutally trolled on social media

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। এই ধারাবাহিকের নায়ক-নায়িকা সৃজন-পর্ণার (Srijan-Parna) জুটি দর্শকমহলে কিন্তু দারুণ জনপ্রিয়। এই মুহূর্তে সিরিয়ালটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চার শেষ নেই। সদ্য সিরিয়ালের শুটিং করতে গিয়ে পায়ে চোট পেয়েছেন এই সিরিয়ালের নায়ক সৃজন অভিনেতা রুবেল দাস (Rubel Das)।

চিকিৎসকের পরামর্শ মেনে আগামী দেড় মাস টানা বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে। যার ফলে এতদিন নায়ক ছাড়া সিরিয়াল দেখার কথা ভেবে মন খারাপ হয়ে গিয়েছে দর্শকদের। প্রসঙ্গত শুরু থেকেই এই সিরিয়ালের বিভিন্ন দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় হামেশাই চলতে থাকে তুমুল ট্রোলিং। এমনিতে সিরিয়ালে বেশি টিআরপি টানতে মাঝেমধ্যেই আজগুবি সব ঘটনা দেখা যায়।

বাংলা সিরিয়াল,Bangla Serial,জি বাংলা,Zee Bangla,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,সৃজন,Srijan,বিদ্যাসাগর,Vidyasagar,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

আর এইসব দৃশ্য দেখিয়েই সিরিয়ালের নির্মাতারা বোধ হয় যেচে পড়ে ট্রোলড হন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এবার এমনই একটা ঘটনা ঘটালেন এই সিরিয়ালের নায়িকা তথা দত্ত বাড়ির জিনিয়াস বৌমা পর্ণা দত্ত।  সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন সৃজনের চাকরি চলে যাওয়ার পর নিজের ব্যাগ ভর্তি সোনার গয়না বন্ধক রেখে সৃজনের গুজরাট যাওয়া আটকাতে নতুন একটা কোম্পানি খুলে শাড়ির ব্যবসা করছে পর্ণা।

নিজে ছদ্মবেশ নিয়ে সেই কোম্পানিরই কলকাতার হেড করেছে সৃজনকে। যদিও সত্যিটা এখনও সৃজন  জানে না। অন্যদিকে এই সবের চক্করে দিনে দিনে অফিসের বসের চোখে খারাপ হয়ে যাচ্ছে রোজ খবরের দুঁদে সাংবাদিক পর্ণা দত্ত। কাজে অমনোযোগী হওয়ার পাশাপাশি নিজের কাজটাও সম্পূর্ণ করতে না পারার জন্য বস দারুন রেগে রয়েছে পর্ণার ওপর।

আরও পড়ুনঃ প্রেমিকের অসুস্থতার মাঝেই ‘সুখবর’, বড়সড় সাফল্য এল শ্বেতার জীবনে!

বাংলা সিরিয়াল,Bangla Serial,জি বাংলা,Zee Bangla,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,সৃজন,Srijan,বিদ্যাসাগর,Vidyasagar,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

তাই গত পর্বেই দর্শক দেখেছেন অফিসের পেন্ডিং কপি লিখতে রাত জগতে বসেছিল পর্ণা। কিন্তু রাতে ল্যাপটপ নিয়ে লিখতে বসলেও ঘুমে চোখ বন্ধ আসছিল তার। তাই বারবার ঘুমে ঢুলতে থাকায় শেষমেষ বিদ্যাসাগরের সেই পুরনো বুদ্ধিটাকেই কাজে লাগিয়ে জানলায় ফিতের সাথে নিজের বিনুনি বেঁধে নেয় পর্ণা।

আরও পড়ুনঃ সকলকে তাক লাগিয়ে নতুন রূপে ফিরছেন মিঠাই সিরিয়ালের ‘ধারা’, প্রকাশ্যে এল ফার্স্ট লুক

আর এই দৃশ্য সোশ্যাল মিডিয়ার ভাইরাল হতেই শুরু হয়েছে তুমুল ট্রোলিং।  কেউ লিখেছেন ‘বিদ্যাসাগরের নাতনি’, তো কারও কটাক্ষ ‘এসব যদি বিদ্যাসাগর মহাশয় দেখতেন তাহলে তিনি সব কিছু ভুলে যেতেন।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥