• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেমিকের অসুস্থতার মাঝেই ‘সুখবর’, বড়সড় সাফল্য এল শ্বেতার জীবনে!

Published on:

Jamuna Dhaki actress Sweta Bhattacharya's upcoming web series update

বর্তমানে বাংলা বিনোদন জগতের (Tollywood) দারুন সফল একজন অভিনেত্রী হলেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattcharya)। বাংলা সিরিয়াল, সিনেমার পাশাপাশি এবার ওয়েব সিরিজের (Web Series) জগতেও পা রাখছেন তিনি। এখন অভিনেত্রী হিসেবে দারুণ জনপ্রিয়তা পেলেও একসময় কিন্তু শ্বেতার কেরিয়ার শুরু হয়েছিল জি বাংলার জনপ্রিয় নাচের রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর প্রতিযোগী হয়ে।

পরবর্তীতে শ্বেতা অভিনয় করেছেন ‘জড়োয়ার ঝুমকো’, ‘যমুনা ঢাকি’র মত একের পর এক হিট মেগা সিরিয়ালে। ব্যক্তিগত জীবনে প্রেমিক তথা রুবেল দাসকে (Rubel Das) এখন বেশ দুশ্চিন্তার মধ্যেই রয়েছেন নায়িকা।অন্যদিকে শ্বেতার অভিনয় জীবনে আসছে একের পর এক সাফল্য। কিছুদিন আগেই টেলিভিশনের পর্দায় শেষ হয়েছে শ্বেতা অভিনীত জনপ্রিয় সিরিয়াল ‘সোহাগ জল’।

Tv actress Sweta Bhattacharya worried about her boyfriend Rubel Das

অন্যদিকে যমুনা নাকি শেষ হওয়ার পরেই তিনি সুযোগ পেয়েছিলেন বাংলা সিনেমার নায়িকা হওয়ার। সেই সুবাদে ইতিমধ্যেই  টলিউড সুপারস্টার দেব-এর সাথে ‘প্রজাপতি’ সিনেমায় অভিনয় করে ফেলেছেন শ্বেতা। সিনেমা,সিরিয়ালের পাশাপাশি বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় মাধ্যম ওয়েব সিরিজেও এবার পা রাখতে চলেছেন অভিনেত্রী।

ইতিমধ্যেই জানা গিয়েছে ঋতাভরী চক্রবর্তীর আসন্ন ওয়েব সিরিজে একজন সাংবাদিক আলোর চরিত্রে অভিনয় করছেন শ্বেতা। সায়ন্তনী পূততুণ্ডুর ‘নন্দিনী’ উপন্যাস অবলম্বনে তৈরি ‘নন্দিনী’ সিরিজে অভিনয় করবেন শ্বেতা। এই সিরিজে থাকছে ৪ কন্যার গল্প। মূলত কন্যা ভ্রূণ হত্যার ওপরে তৈরি হতে চলেছে নবাগত পরিচালক মীর ফালাকের এই নতুন ওয়েব সিরিজ।

আরও পড়ুনঃ কান ধরে ক্ষমা চাইল সূর্য! মান-অভিমান মিটিয়ে ‘সুদীপা’র রোম্যান্স দেখে চোখ জুড়োলো দর্শকদের

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,ওয়েব সিরিজ,Web Series,বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,যমুনা ঢাকি,Jamuna Dhaki,শ্বেতা ভট্টাচার্য,Sweta Bhattacharya,রুবেল দাস,Rubel Das

এসবের মধ্যেই জানা যাচ্ছে তাঁর হাতে রয়েছে আরও একটি ওয়েব সিরিজের কাজ। আর সেই ওয়েব সিরিজের নাকি কোন পার্শ্ব  চরিত্র নয়, একেবারে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করবেন ছোট পর্দার যমুনা ঢাকি। টেলিপাড়া সূত্রে খবর আসন্ন দুর্গাপুজোয় ‘ক্যামেলিয়া প্রোডাকশন’ আনতে চলেছে ‘ফ্রাইডে’ নামক একটি নতুন ওটিটি প্ল্যাটফর্ম।

আরও পড়ুনঃ সকলকে তাক লাগিয়ে নতুন রূপে ফিরছেন মিঠাই সিরিয়ালের ‘ধারা’, প্রকাশ্যে এল ফার্স্ট লুক

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,ওয়েব সিরিজ,Web Series,বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,যমুনা ঢাকি,Jamuna Dhaki,শ্বেতা ভট্টাচার্য,Sweta Bhattacharya,রুবেল দাস,Rubel Das

এই প্ল্যাটফর্মেই  ‘লেডি চ্যাটার্জি’ নামের একটি ওয়েব সিরিজ দেখা যাবে। অন্দরের খবর ক্যামেলিয়া প্রযোজিত এই আসন্ন ওয়েব সিরিজ়েই নাকি নায়িকা হচ্ছেন শ্বেতা। যদিও এখনও অফিশিয়ালি কোনো কিছুই জানা যায়নি। তবে জানা যাচ্ছে পরিচালনার দায়িত্বে থাকতে পারেন অরিন্দম চক্রবর্তী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥