• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত গানের গলা! খালি গলায় ‘বাবুউউর মা’ অরিজিতার গান শুনে মুগ্ধ নেটপাড়া

Updated on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,বাবুউউর মা,Babur Ma,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,কৃষ্ণা,Krishna,অরিজিতা মুখোপাধ্যায়,Arijita Mukhopadhyay

‘বাবুউউর মা’ (Babur Ma) বলতেই তাঁকে এক ডাকে চেনেন বাংলা সিরিয়ালের দর্শকরা। হ্যাঁ ঠিকই ধরেছেন কথা হচ্ছে জি বাংলার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘নিম ফুলের মধু’র (Neem Phooler Madhu) কৃষ্ণা (Krishna) অর্থাৎ অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়কে (Arijita Mukhopadhyay) নিয়ে। পর্দায় নায়িকা পর্ণার কুচুটে শ্বাশুড়ীর চরিত্রে অভিনয় করে দর্শকদের গায়ে রীতিমতো জ্বালা ধরিয়ে দিয়েছেন তিনি।

সিরিয়ালে তাঁর ‘বাবুউউউ’ ডাক ইতিমধ্যেই ফেমাস সোশ্যাল মিডিয়ায়। তবে সিরিয়ালের প্লট অনুযায়ী ছেলের বউ পর্ণা তাঁর একেবারে দু চোখের বিষ। সব মিলিয়ে পর্দায় পর্ণার কুচুটে শ্বাশুড়ীর চরিত্রে অভিনয় করার জন্য দিনরাত দর্শকদের কাছে গালাগালি শুনতে হয় এই অভিনেত্রীকে। যদিও একজন অভিনেত্রী হিসাবে এটাই অরিজিতার কাছে অনেক বড় প্রাপ্তি।

Neem Phooler Madhu, Arijita Mukherjee, Arijita Mukherjee singing

তাই পর্দায় জাঁদরেল শ্বাশুড়ীর চরিত্রটি সুনিপুণ দক্ষতায় ফুটিয়ে তোলার জন্য তুমুল কটাক্ষের পাশাপাশি প্রশংসাও পান অরিজিতা। তাই তিনি যে তুখোড় অভিনেত্রী সেকথা প্রমাণিত হয়েছে আগেই। কিন্তু অনেকেই হয়তো জানেন না অভিনয়ের পাশাপাশি এক বিশেষ প্রতিভার অধিকারী পর্দার পর্ণার এই কুচুটে শ্বাশুড়ী। একটা সময় মোটা চেহারার জন্য লাগাতার ‘বডি শেমিং’-এর মুখেও পড়েছিলেন অভিনেত্রী। তবে নিন্দুকদের সমস্ত সমালোচনার জবাব অরিজিতা দিয়েছেন তাঁর অভিনয় দিয়ে।

আরও পড়ুনঃ পর্দায় একেবারে সাপে-নেউলে, বাস্তবেও কি তাই? মিশকাকে নিয়ে প্রশ্নের জবাবে চমকে দিলেন ‘দীপা’

পর্দায় ছেলে বউমার ডিভোর্স করানোর জন্য উঠে পড়ে লাগলেও বাস্তবে তাঁর রয়েছে দারুন গানের গলা। সদ্য পুজো উপলক্ষে ভাইরাল হয়েছে জনপ্রিয় টলিউড অভিনেত্রী মনামী ঘোষের মিউজিক ভিডিওর জনপ্রিয় গান ‘আইলো উমা বাড়িতে’। পুজোর এই ট্রেন্ডিং সং দিয়ে ইতিমধ্যেই গুচ্ছের রীল ভিডিও বানিয়ে ফেলেছেন আম জনতা থেকে সেলিব্রেটি সকলেই।

আরও পড়ুনঃ আর সহ্য নয়, গিনির বাড়ি গিয়ে রূপ-শালিনীর পর্দাফাঁস করল কাজের মেয়ে সুমিত্রা! ফাঁস ধুন্ধুমার পর্ব

এবার খালি গলাতেই পুজোর এই ট্রেন্ডিং গান গেয়ে সবাইকে চমকে দিয়েছেন পর্দার বাবুউর মা অভিনেত্রী অরিজিতা। অভিনেত্রী গনের গলা দর্শকদের তো বটেই মন ছুঁয়েছে খোদ অভিনেত্রী মনামী ঘোষেরও। অরিজিতার গান শুনে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মনামীও। অভিনেত্রীর গান শুনে এক অনুরাগী তাঁর সিরিয়ালের নাম নিয়ে লিখেছেন ‘অসাধারণ কৃষ্ণা, তোমার গানের গলা খুব মিষ্টি লাগলো।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥