• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দায় একেবারে সাপে-নেউলে, বাস্তবেও কি তাই? মিশকাকে নিয়ে প্রশ্নের জবাবে চমকে দিলেন ‘দীপা’

Published on:

Anurager Chhowa Deepa AKA Swastika Ghosh on her bonding with Mishka actress Ahona Dutta

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। দিব্যজ্যোতি দত্ত, স্বস্তিকা ঘোষ, অহনা দত্ত অভিনীত এই মেগা (Bengali Serial) সপ্তাহের পর সপ্তাহ ধরে বেঙ্গল টপার হচ্ছে। টানটান গল্প এবং তুখোড় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছে স্টার জলসার (Star Jalsha) এই সিরিয়াল।

‘অনুরাগের ছোঁয়া’র মূল আকর্ষণই হল সূর্য, দীপা, মিশকা। নায়ক-নায়িকার পাশাপাশি খলনায়িকা মিশকাকেও ভীষণ পছন্দ করেন দর্শকরা। কয়েকদিন তাকে না দেখলে মিস করেন প্রত্যেকে। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)অহনা দত্ত (Ahona Dutta) এখন দীপা-মিশকা নামেই পরিচিত। পর্দায় সূর্যকে নিয়ে তাদের দড়ি টানাটানি দেখতে ভীষণ উপভোগ করেন সকলে।

Anurager Chhowa Deepa and Mishka, Swastika Ghosh and Ahona Dutta

সিরিয়ালে দীপা-মিশকার একেবারে সাপে-নেউলে সম্পর্ক। দীপাকে (Deepa) একাধিকবার প্রাণে মারার চেষ্টাও করেছে মিশকা। যদিও প্রত্যেকবার মিশকার (Mishka) প্ল্যান ভেস্তে দিয়ে তাকে শায়েস্তা করেছে দীপা। তবে এ তো নাহয় গেল পর্দার কথা। বাস্তবে কেমন সম্পর্ক দীপা-মিশকার? সম্প্রতি তা নিয়ে মুখ খুলেছিলেন ‘অনুরাগের ছোঁয়া’ নায়িকা স্বস্তিকা নিজে।

আরও পড়ুনঃ সত্যি মাটির মানুষ! স্কুটিতে চেপে স্ত্রীকে নিয়ে ঠাকুর দেখলেন সবার প্রিয় অরিজিৎ, রইল সেই ভিডিও

সিরিয়াল হোক বা সিনেমা- দুই নায়িকার মধ্যেকার রেষারেষি নতুন কোনও ব্যাপার নয়। টলিপাড়াতেও এমন উদাহরণ রয়েছে ভুরি ভুরি। স্বস্তিকা-অহনার মধ্যেকার সম্পর্কও কি তেমনই? উত্তরে পর্দার দীপা যা বললেন তা শুনে অবাক হয়ে যেতে হয় বৈকি!

আরও পড়ুনঃ মিশকার সন্তানকে স্বীকার করে নিল লাবণ্য! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র তুলকালাম পর্ব

Anurager Chhowa Deepa and Mishka, Swastika Ghosh and Ahona Dutta

সম্প্রতি স্বস্তিকা জানান, পর্দায় চরম শত্রু হলেও বাস্তবে অহনা তাঁর ভীষণ ভালো বন্ধু। শ্যুটিং শেষ হওয়ার পর তাঁদের মধ্যে হাসি, ঠাট্টা, আড্ডা সব চলতে থাকে। আর যখন শ্যুটিং থাকে না তখন সেটের এই আড্ডাটাকে ভীষণ মিস করেন তাঁরা। অর্থাৎ পর্দায় সূর্যকে নিয়ে দীপা-মিশকার মধ্যে যতই রেষারেষি চলুক না কেন বাস্তবে যে স্বস্তিকা এবং অহনা খুব ভালো বান্ধবী তা অভিনেত্রীর কথা থেকেই পরিষ্কার।

Anurager Chhowa Deepa and Mishka, Swastika Ghosh and Ahona Dutta

যদিও শুধু স্বস্তিকার সাক্ষাৎকার নয়, ‘অনুরাগের ছোঁয়া’ তারকাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে উঁকি দিলেও একথা বেশ বোঝা যায়। মাঝেমধ্যেই হাসি মুখে ক্যামেরাবন্দি হতে দেখা যায় সূর্য, জয়, দীপা, মিশকাদের। তাঁদের বন্ধুত্ব এমনই অটুট থাকুক এই কামনাই করি আমরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥