• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পরেই ভিখারী! একি হাল উদয় প্রতাপ সিংয়ের? ভিডিও দেখেই চিন্তায় ভক্তরা

Published on:

Uday Pratap Singh's Beggar look goes viral

Uday Pratap Singh : বিনোদন জগৎ কিংবা বাস্তব জীবন এখনকার দিনে যে কোনো সম্পর্কই বড় ক্ষণস্থায়ী। বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছেও ভেঙে  যাচ্ছে বহু জনপ্রিয় দম্পতিদের সংসার। কেউ আবার বিয়ের পর নিজের বিবাহিত জীবন নিয়ে সুখী নন একেবারেই।  সম্প্রতি এমনই অবস্থা  হয়েছে বাংলা সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয় অভিনেতা উদয় প্রতাপ সিং এর (Uday Pratap Singh)।

বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘নীল ফুলের মধু’তে (Neem Phooler Madhu)।  ট্রাফিক সার্জেন্ট চয়নের (Chayon) চরিত্রে অভিনয় করছেন তিনি। কিছুদিন আগে প্রেমিকা অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর  (Anamika Chakraborty) সাথে খুবই সাদামাটা ভাবে ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন এবং বন্ধুবান্ধবদের উপস্থিতিতে বিয়ে করেছিলেন উদয়।  বিয়ের পর সেরেছিলেন মধুচন্দ্রিমাও।

বাংলা সিরিয়াল,Bengali Serial,উদয় প্রতাপ সিং,Uday Pratap Singh,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,চয়ন,Chayon,অনামিকা চক্রবর্তী,Anamika Chakraborty,ভাইরাল ভিডিও,Viral Video,ভিখারি,Beggar

জীবনের সেই রঙিন মুহূর্তের বয়স মাত্র দু মাস। এরই মধ্যে হঠাৎ করেই কি পাল্টে গেল উদয় অনামিকার সম্পর্কে সমীকরণ? আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে উদয়ের একটি করুন অবস্থার ভিডিও। সেখানে দেখা যাচ্ছে এলোথেলো চুলে,নোংরা জামা কাপড় পরে রাস্তায় বাঁকাচোরা থালা নিয়ে ভিখারীর বেশে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন অসহায় উদয়। এই ভিডিওতে এক ঝলক দেখে তাঁকে  চেনার উপায় নেই কারও।

আরও পড়ুনঃ যেমন গুণী তেমনি সুন্দরী! টলিউড কাঁপানোর জন্য তৈরির অষ্টাদশী যীশু সেনগুপ্তর মেয়ে, রইল ছবি

ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার ওপর শুয়ে থাকা করুণ মুখের উদয়কে দেখে কেউ কেউ আবার দয়াবশত খুচরো টাকাও দিয়ে যাচ্ছেন। তবে চিন্তার কারণ অভিনেতার এই লুক আসলে সিরিয়ালে তাঁর চরিত্রেরই একটি অংশ মাত্র। এমন ভিখারীর বেশে রীল ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন উদয়।

আরও পড়ুনঃ তীর্থে যেতে চাওয়ায় মাকে চরম অপমান পরাগের! শাশুড়ির পাশে দাঁড়িয়ে স্বামীর মুখে ঝামা ঘষে দিল শিমুল

 

View this post on Instagram

 

A post shared by Uday Pratap Singh (@pratapud)

যার ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় বাংলা সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’ এর জনপ্রিয় গান ‘প্রিয়া রে’। এই ভিডিওর ক্যাপশনেই রসিকতা করে উদয় লিখেছেন ‘বিয়ের দু’মাস বাদেই পথে বসলেন অভিনেতা উদয়।’ ভিডিওটি ক্যামেরাবন্দি করার জন্য অভিনেতা নীল চ্যাটার্জী এবং তাঁকে সাজানোর জন্য মেকআপ আর্টিস্ট কৌশিককে ধন্যবাদ জানিয়েছেন উদয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥