• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তীর্থে যেতে চাওয়ায় মাকে চরম অপমান পরাগের! শাশুড়ির পাশে দাঁড়িয়ে স্বামীর মুখে ঝামা ঘষে দিল শিমুল

Published on:

Zee Bangla,Bengali serial,Kar Kache Koi Moner Kotha,Insult,Shimul,Parag,Parag mother,Television,Serial,TV serial,Entertainment,Entertainment news,Bangla khobor,জি বাংলা,বাংলা সিরিয়াল,কার কাছে কই মনের কথা,অপমান,শিমুল,পরাগ,পরাগের মা,টেলিভিশন,সিরিয়াল,টিভি সিরিয়াল,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর

জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকে (Bengali Serial) অভিনয় করে দর্শকদের দু’চোখের বিষ হয়ে উঠেছেন পরাগ অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায়। মা-স্ত্রীয়ের সঙ্গে সে যেমন ব্যবহার করে তা অনেকেই পছন্দ করেন না। যদিও তার সেই ব্যবহার মুখ বুজে সহ্য করে না শিমুল (Shimul)। বরং স্বামীর অসভ্যতা মাত্র ছাড়ালেই সে ফুঁসে ওঠে। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে যেমন দেখানো হবে, শাশুড়ির প্রতি অবিচার দেখে যেমন স্বামীর বিরুদ্ধে মুখ খুলবে সে।

‘কার কাছে কই মনের কথা’র নিয়মিত দর্শকরা জানেন, ইতিমধ্যেই বান্ধবীদের সঙ্গে সমুদ্র থেকে ঘুরে এসেছে শিমুল। পরাগ (Parag) বিরোধিতা করলেও বৌমা এবং মেয়েকে ঘুরে আসার অনুমতি দেয় শিমুলের শাশুড়ি (Parag Mother)। এবার শিমুল ঘুরে আসার পর পরাগের মায়ের ইচ্ছা হয়েছে তীর্থে যাওয়ার। দুই ছেলেকে সেকথা বলতেই মায়ের মুখের ওপর ‘না’ বলে দেয় তারা।

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Parag and Parag mother

ধারাবাহিকের আসন্ন পর্বে দেখতে পাবেন, শিমুলের শাশুড়ি এসে বলছে তার বোস দিদির ছেলেরা তাকে তীর্থে পাঠাচ্ছে। সেই সঙ্গে হাত খরচও দিচ্ছে। সেটা দেখে তারও তীর্থে যাওয়ার শখ হয়েছে। মায়ের মুখে ঘুরতে যাওয়ার কথা শোনামাত্রই একেবারে ‘রে রে’ করে ওঠে পরাগ-পলাশ। পরাগ বলে, স্কুল থেকে সে যে টাকা পেয়েছে সেটা সে ফিক্সড করে রেখে দিয়েছে। তাই সে টাকা দিতে পারবে না। অপরদিকে পলাশও বলে, সে এখন নিজের বিয়ের জন্য টাকা জমাচ্ছে। তাই তার থেকেও যেন টাকার আশা না করা হয়।

দুই ছেলেই টাকা দেবে না শুনে ভীষণ কষ্ট পায় পরাগের মা। সে বলে, সারা জীবন সে কোথাও যায়নি। বাড়িতে থেকেই সংসারের কাজ করেছে। তাই এখন একটু ঘুরতে যেতে চায়। কিন্তু তা সত্ত্বেও পরাগ-পলাশ জানিয়ে দেয় তারা টাকা দেবে না। তখন শিমুল এসে বলে, তার শাশুড়ি ঘুরতে যাবে। তার কাছে ৫০০০ টাকা আছে, সেটা সে শাশুড়িকে হাতখরচ হিসেবে দেবে। আর ঘুরতে যাওয়ার টাকা ছেলেদের দিতে হবে। বৌয়ের মুখে একথা শুনে ধমক দেয় পরাগ। শিমুলকে সাফ বলে দেয়, সে টাকা দিতে পারবে না। ছেলের এমন ব্যবহারে অভিমান হয় পরাগের মায়ের।

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul and Parag mother

তিনি সাফ বলেন, শিমুল একা ঘুরে এসে বেশ করেছে। বৌমার টাকার জোর আছে তাই সে করতে পেরেছে। তার নেই তাই সে যেতে পারবে না। একথা বলে কিছু না খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে পরাগের মা। বেগতিক দেখে কাকি শাশুড়িকে ডেকে পাঠায় শিমুল। তিনি এসে পরাগের মাকে বোঝাতে থাকেন। কিন্তু পরাগের মা আবার উল্টে শিমুলকেই মুখ করেন। তা দেখে পরাগের কাকিমা বলেন, শিমুলই তার তীর্থে যাওয়ার ব্যবস্থা করতে পারবে। পরাগকে বুঝিয়ে সে ঠিক টাকার ব্যবস্থাও করে দেবে। এবার দেখা যাক, শেষ পর্যন্ত সত্যি সত্যিই শিমুল শাশুড়ির তীর্থে যাওয়ার শখ পূরণ করতে পারে কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥