বিনোদনসিরিয়াল

রূপ নয় মেঘের জীবন তছনছ করতে ভিলেন হবে নীল! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আসন্ন ট্র্যাক

‘ইচ্ছে পুতুল’র ভিলেন আমি, রূপকে সরিয়ে এবার খলনায়ক হয়ে যাচ্ছে নীল! আসছে ধামাকা টুইস্ট

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকটি (Bengali Serial) এখন একেবারে জমে উঠেছে। একদিকে নীল, মেঘের জীবনের টানাপোড়েন চরমে উঠেছে। ইতিমধ্যেই মেঘকে ছেড়ে ময়ূরীকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে নীল। অন্যদিকে দুশ্চরিত্র রূপের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছে গিনি। হাজার চেষ্টা করেও ননদের জীবন নষ্ট হওয়া থেকে আটকাতে পারেনি মেঘ।

সম্প্রতি রূপ (Rup)-গিনির (Gini) বিয়ের শ্যুটিংয়ের মাঝেই জনপ্রিয় এক ইউটিউব চ্যানেলের সঙ্গে আলাপচারিতায় বসেছিলেন ‘ইচ্ছে পুতুল’র কলাকুশলীরা। সেখানে সিরিয়ালের ট্র্যাক থেকে শুরু করে রিয়েল লাইফ, সব কিছু নিয়েই কথা বলতে শোনা যায় তাঁদের। নীল (Neel), মেঘ (Megh), ময়ূরী (Mayuri), রূপ এবং গিনির সেই ভিডিও ইতিমধ্যেই ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Icche Putul, Icche Putul Rup Gini marriage

গিনি অভিনেত্রী ঐশী নিজেই জানিয়ে দেন, তার সঙ্গে রূপের বিয়েটা হয়ে যাবে। অনেক চেষ্টা করেও তা আটকানো যায়নি। যদিও এখনও সে বুঝছে না, কত বড় ভুল করে ফেলেছে। তবে বিয়ের পরেই যে আস্তে আস্তে রূপের মুখোশ খুলতে শুরু করবে তা জানিয়ে দিয়েছে গিনি।

আরও পড়ুনঃ পরকীয়া-কুটকচালি দেখানোই কাল হচ্ছে! বাংলা সিরিয়ালের দুর্দশা নিয়ে মুখ খুললেন লীনা-জগদ্ধাত্রী

এসবের মাঝেই ‘ইচ্ছে পুতুল’র নায়ক তথা অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায় (Mainak Banerjee) আবার নিজেকে ‘ভিলেন’ তকমা দিয়ে বসেন। অভিনেতা বলেন, ‘এখন রূপের নেগেটিভিটি আর কেউ দেখবে না। কারণ এখন সিরিয়ালের আসল ভিলেন আমি। রূপ আমার কাছে কিছুই না। আমার সামনে রূপের সকল নেগেটিভিটি ফিকে। দর্শকরা আমায় সামনে পেলে যে কী করবে সেটাই আমি ভাবছি’।

আরও পড়ুনঃ ‘বাবার নাম দিয়ে বেশি দিন নয়, নিজেকে প্রমাণ করতে হয়’, মেয়ে কোয়েলকে নিয়ে অকপট রঞ্জিত মল্লিক

Icche Putul, Icche Putul Megh and Neel

রূপ-গিনির বিয়ে তো নাহয় হয়ে গেল। তাহলে কি শেষ পর্যন্ত নীল-ময়ূরীর বিয়েটাও হয়েই যাবে? এই প্রসঙ্গে অবশ্য কিছু খোলসা করে বলেনি ‘ইচ্ছে পুতুল’ টিম। সিরিয়ালে এরপর কোন নতুন টুইস্ট আসতে চলেছে তা লুকিয়েই রেখেছেন নীল, ময়ূরী, মেঘরা। আর তাতেই চড়চড় করে বাড়ছে দর্শকদের উত্তেজনার পারদ। এবার দেখা যাক, শেষ পর্যন্ত, কোন দিকে মোড় নেয় মেঘ, নীল, ময়ূরীর জীবন।

Back to top button