• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হুবহু জেরক্স কপি! বাংলা সিরিয়ালের এই দুই অভিনেত্রী বাস্তবেই জমজ বোন

Published on:

Neem Phooler Madhu,Manasi Sentupta,Raima Sengupta,Twin Sister Serial Actress,Bengali Serial,বাংলা সিরিয়াল,মানসী সেনগুপ্ত,রাইমা সেনগুপ্ত,নিম ফুলের মধু,বাঙালি অভিনেত্রী

‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিকের ‘মৌমিতা’ অভিনেত্রী মানসী সেনগুপ্তকে (Manasi Sengupta) বর্তমানে সকলেই বেশ ভালো ভাবে চেনেন। সদ্য ঈশা-কৃষ্ণার সাথে করা কুকীর্তির ফল পেয়েছে সে। তবে তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দর্শকেরা। এর আগেও ‘পিলু’ সিরিয়ালে মানসীর অভিনয় প্রশংসিত হয়েছিল। মানসীকে চিনলেও, জানেন কি অভিনেত্রীর এক জমজ বোন রয়েছে।

বর্তমানে নিম ফুলের মধু এর দৌলতে পপুলার হলেও ‘কি করে বলবো’ এর সময়েই নজর কেড়েছিলেন তিনি। এরপর মুম্বাইতে যান কাজের সূত্রে। ইতিমধ্যেই বেশ কিছু ওয়েব সিরিজেও কাজ মানসী সেনগুপ্ত। মুম্বাই থেকে ফেরার পর অভিনেত্রীকে দেখা গিয়েছিল ‘পিলু’তে। গল্পে রঞ্জার সতীনের চরিত্রে অভিনয় করেই আদায় করে নিয়েছিলেন দর্শকদের ভালোবাসা। এখনও সৃজন-পর্ণার গল্পে খলচরিত্রেই দেখা যাচ্ছে মানসীকে।

মানসী সেনগুপ্ত ও রাইমা সেনগুপ্ত : Manasi Sentupta Raima Sengupta Two Sisters of Telly World

অনেকেই জানেন না, মানসী সেনগুপ্ত বাস্তবে তিন বোন। তিন জনের মধ্যে ছোটবোন রাইমা সেনগুপ্ত (Raiman Sengupta) এর সাথে চেহারার দিক থেকে মানসীর প্রচুর মিল রয়েছে। দুজন পাশে দাঁড়িয়ে থাকলে কে মানসী আর কে রাইমা বলতে পারা মুশকিল। রাইমাও টেলি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। এর জন্য দিদিকেই পথপ্রদর্শক বলে মানেন তিনি। ভাবছেন কোন সিরিয়ালে কাজ করেছেন রাইমা?

আরও পড়ুনঃ ছেলে নামের কলঙ্ক! রাগে দুঃখে নিজেকেই জুতো মারল ‘ধ্যাষ্টামো’ জ্যেঠু, ফাঁস চোখে জল আনা পর্ব

Neem Phooler Madhu Moumita Actress Manasi Sengupta Sister Raima Sengupta

‘জয় জগন্নাথ’ সিরিয়ালে সুভদ্রার চরিত্রে দেখা গিয়েছিল রাইমাকে। তবে অনেকেই তাকে মানসীর সাথে গুলিয়ে ফেলেছেন। তবে কিছুদিন আগে দিদি নং ১ এর মঞ্চে রচনা ব্যানার্জীর সামনেই দুজনের যমজ বোন হওয়ার খোসলা করেন। যেটা জানার পর নেটিজেনদের অবাক হয়ে গিয়েছিলেন।

আরও পড়ুনঃ মৃত্যুর মুখে সন্তান, ‘ইচ্ছে পুতুল’এ মেঘের বাবা-মায়ের অভিনয় সত্যি অনবদ্য বলে প্রশংসা দর্শকদের

Manasi Sentupta and Raima Sentupta Looks like twin sisters

এদিন দিদি নং ওয়ানের মঞ্চে মানসী ও রাইমা জানান, দুজনে যেমন সারাক্ষণ ঝগড়া করে চলেন তেমনি ভালো বন্ধুত্বও রয়েছে। একেঅপরকে ছেড়ে খুব বেশি সময় থাকতেই পারেন না কেউ। মানসীর মতে রাইমা তার সন্তানের মত। এখন অপেক্ষা মানসীর মত রাইমাও টেলি দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন কি না দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥