‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিকের ‘মৌমিতা’ অভিনেত্রী মানসী সেনগুপ্তকে (Manasi Sengupta) বর্তমানে সকলেই বেশ ভালো ভাবে চেনেন। সদ্য ঈশা-কৃষ্ণার সাথে করা কুকীর্তির ফল পেয়েছে সে। তবে তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দর্শকেরা। এর আগেও ‘পিলু’ সিরিয়ালে মানসীর অভিনয় প্রশংসিত হয়েছিল। মানসীকে চিনলেও, জানেন কি অভিনেত্রীর এক জমজ বোন রয়েছে।
বর্তমানে নিম ফুলের মধু এর দৌলতে পপুলার হলেও ‘কি করে বলবো’ এর সময়েই নজর কেড়েছিলেন তিনি। এরপর মুম্বাইতে যান কাজের সূত্রে। ইতিমধ্যেই বেশ কিছু ওয়েব সিরিজেও কাজ মানসী সেনগুপ্ত। মুম্বাই থেকে ফেরার পর অভিনেত্রীকে দেখা গিয়েছিল ‘পিলু’তে। গল্পে রঞ্জার সতীনের চরিত্রে অভিনয় করেই আদায় করে নিয়েছিলেন দর্শকদের ভালোবাসা। এখনও সৃজন-পর্ণার গল্পে খলচরিত্রেই দেখা যাচ্ছে মানসীকে।
অনেকেই জানেন না, মানসী সেনগুপ্ত বাস্তবে তিন বোন। তিন জনের মধ্যে ছোটবোন রাইমা সেনগুপ্ত (Raiman Sengupta) এর সাথে চেহারার দিক থেকে মানসীর প্রচুর মিল রয়েছে। দুজন পাশে দাঁড়িয়ে থাকলে কে মানসী আর কে রাইমা বলতে পারা মুশকিল। রাইমাও টেলি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। এর জন্য দিদিকেই পথপ্রদর্শক বলে মানেন তিনি। ভাবছেন কোন সিরিয়ালে কাজ করেছেন রাইমা?
আরও পড়ুনঃ ছেলে নামের কলঙ্ক! রাগে দুঃখে নিজেকেই জুতো মারল ‘ধ্যাষ্টামো’ জ্যেঠু, ফাঁস চোখে জল আনা পর্ব
‘জয় জগন্নাথ’ সিরিয়ালে সুভদ্রার চরিত্রে দেখা গিয়েছিল রাইমাকে। তবে অনেকেই তাকে মানসীর সাথে গুলিয়ে ফেলেছেন। তবে কিছুদিন আগে দিদি নং ১ এর মঞ্চে রচনা ব্যানার্জীর সামনেই দুজনের যমজ বোন হওয়ার খোসলা করেন। যেটা জানার পর নেটিজেনদের অবাক হয়ে গিয়েছিলেন।
আরও পড়ুনঃ মৃত্যুর মুখে সন্তান, ‘ইচ্ছে পুতুল’এ মেঘের বাবা-মায়ের অভিনয় সত্যি অনবদ্য বলে প্রশংসা দর্শকদের
এদিন দিদি নং ওয়ানের মঞ্চে মানসী ও রাইমা জানান, দুজনে যেমন সারাক্ষণ ঝগড়া করে চলেন তেমনি ভালো বন্ধুত্বও রয়েছে। একেঅপরকে ছেড়ে খুব বেশি সময় থাকতেই পারেন না কেউ। মানসীর মতে রাইমা তার সন্তানের মত। এখন অপেক্ষা মানসীর মত রাইমাও টেলি দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন কি না দেখার।