• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দায় দুচোখের বিষ ছেলের বউ! বাবুউউর মা হয়ে অভিশাপ পর্যন্ত শুনেছি জানালেন ‘কৃষ্ণা’ অরিজিতা

টিআরপি তালিকায় প্রথম পাঁচের মধ্যে নিজের স্থান ধরে রেখেছে ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। সৃজন-পর্ণার জীবনের ওঠাপড়া দেখতে ভীষণ পছন্দ করেন দর্শকরা। জি বাংলার এই চর্চিত সিরিয়ালের (Bengali Serial) অন্যতম জনপ্রিয় একটি চরিত্র হল বাবুউউর মা ওরফে কৃষ্ণা। যে চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অরিজিতা মুখোপাধ্যায়কে (Arijita Mukhopadhyay)

‘নিম ফুলের মধু’র গল্প অনুযায়ী, বাবুউউর মা (Babur Maa) নিজের ছেলের বউকে একেবারে সহ্য করতে পারে না। বিয়ের পর থেকে নানান উপায়ে শাশুড়ির মন জয় করার চেষ্টা করেছে পর্ণা। তবে প্রত্যেকবারই ব্যর্থ হয়েছে। উল্টে সুযোগ পেলেই সৃজন-পর্ণার সংসার ভাঙার চেষ্টা করে কৃষ্ণা (Krishna)। এক কথায়, পর্ণার জীবন একেবারে অতিষ্ট করে তুলেছে তার শাশুড়ি। আর এই বিষয়টাই একেবারে অপছন্দ দর্শকদের।

   

Neem Phooler Madhu Krishna actress Arijita Mukhopadhyay about trolling

সোশ্যাল মিডিয়া খুললেই কৃষ্ণা ওরফে অরিজিতাকে নানান মিম চোখে পড়ে। অনেক সময় আবার তা গড়ায় ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে। সম্প্রতি জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় অরিজিতা বলেন, ‘আমাদের একটা গ্রুপ আছে সেখানে যাকে নিয়ে যা মিম বানানো হয়, তা পোস্ট করা হয়। সেগুলো এলেই আমাদের গুলতানি বসে যায়। একে অন্যকে আমরা শেয়ার করি, মজা লাগে। অনেক সময় তো এই পোস্টগুলো দেখেই পেট ভরে যায়’।

আরও পড়ুনঃ গোলাপী বেনারসীতে মোহময়ী সুন্দরী, রইল সন্দীপ্তা-সৌম্যর সিঁদুর দানের ভিডিও থেকে বিয়ের অ্যালবাম

অরিজিতা বলেন, ‘চাকরি ছেড়ে যখন এই পেশায় আসি তখন জানতাম ভালো-খারাপ দু’টোই শুনতে হবে। অমিতাভ বচ্চনকেও সবাই পছন্দ করেন না। তাই এমন মিম দেখলে আমার মজাই লাগে। একবার তো আমার মানে কৃষ্ণার ছবি দিয়ে কে যেন একজন পেত্নী সাজিয়ে দিয়েছিল। তবে এগুলো ভালো লাগলেও ব্যক্তিগত আক্রমণ ভালোলাগে না’।

Neem Phooler Madhu Krishna actress Arijita Mukhopadhyay about trolling

আরও পড়ুনঃ ‘বিপদে কাঞ্চনদার হাতটা আমিই ধরেছিলাম’, সহবাস করছেন? জবাবে চমকে দিলেন শ্রীময়ী

পর্দার বাবুউউর মা বলেন, ‘সবাই জানেন, আমরা চরিত্রের খাতিরে এমন করছি। পর্দায় যা করি, তার সঙ্গে ব্যক্তিগত জীবনের কোনও যোগ নেই। আর ভালো থাকলে খারাপও থাকবে, তাহলেই না গল্প এগোবে। তবু অনেক সময় অনেকে আক্রমণ করে ফেলেন, সেগুলো খারাপ লাগে। আমার মা এগুলো মানতে পারেন না। একবার তো একজন বলেছিলেন, আমার যেন কোনও কঠিন রোগ হয় আর আমি যেন মরে যাই। এগুলোই খারাপ লাগে আর কী!’