• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নতুন বউকে ভুলে অন্য মেয়ের সাথে! রাতের কলকাতায় কার সাথে রূপ? ফাঁস হতেই ভাইরাল ভিডিও

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) সিরিয়ালের রূপ সান্যালের মত জঘন্য লম্পট ছেলে দুটো নেই বাংলা টেলিভিশনে। ধারাবাহিকে এই রূপের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা ফাহিম মির্জা (Fahim Mirza)। যাকে ইতিপূর্বে জি বাংলার মিঠাই সিরিয়ালে মিঠাইয়ের পুলিশ দাদা অর্থাৎ রুদ্র’র চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। আগের সিরিয়ালে ফাহিম অভিনীত চরিত্রটি যতটা ভদ্র-সভ্য ছিল এই সিরিয়ালে তার চরিত্রটি ঠিক ততটাই অভদ্র আর অসভ্য।

সিরিয়ালের প্লট অনুযায়ী পর্দায় এই রূপ হল এক কথায় বড়লোক বাবার বখে যাওয়া ছেলে। যখন খুশি নতুন মেয়েদের সাথে সময় কাটায় সে। আর ইচ্ছা মতো  বাবার রক্ত জল করা পরিশ্রমের টাকা ওড়ায় নির্দ্বিধায়। সদ্য এই ধারাবাহিকে দেখা গিয়েছে অনিচ্ছা সত্ত্বেও গাঙ্গুলী বাড়ির মেয়ে গিনির (Gini) সাথে বিয়ে করেছে। যদিও সেটা ড্যাডের ভয়েই। ড্যাড টাকা দেবে না বলে একপ্রকার বাধ্য হয়েই গিনিকে বিয়ে করেছে রূপ।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,ফাহিম মির্জা,Fahim Mirza,প্রেমিকা,Girlfriend

যদিও বিয়ের আগে মেঘ নীল সহ গাঙ্গুলী বাড়ির প্রত্যেক সদস্যকেই বারবার সাবধান করেছিল রূপ সম্পর্কে। কিন্তু ময়ূরীর কথায় বিশ্বাস করে রূপের কোন খোঁজ খবর না নিয়েই গিনির সাথে রূপের বিয়ে দিয়ে দিয়েছে গাঙ্গুলী বাড়ির লোকজন। গত পর্বে দেখা গেছে বিয়ের পরের দিনই বাড়িতে নতুন বউ রেখে বেরিয়ে গিয়েছে রূপ।

আরও পড়ুনঃ দেখলেই শিউড়ে উঠতো গা! কোথায় হারিয়ে গেলেন টলিউডের ‘কুখ্যাত’ ভিলেন সুমিত গাঙ্গুলী? রইল খোঁজ

আজকের পর্বে দেখা যাবে গিনিকে রেখে রিনা নামের বান্ধবীর সাথে এক বিছানায় রাত কাটাচ্ছে রূপ। গিনি  ফোন করলেও ধরছে না সে। এ তো গেল সিরিয়ালের কথা, কিন্তু বাস্তবেও কি নতুন সম্পর্কে বাঁধা পড়েছেন পর্দার রূপ অভিনেতা ফাহিম?  আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক সুন্দরীর সাথে ফাহিমের কফি ডেটে যাওয়ার ছবি প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুনঃ তুমি খুব ভালো মেয়ে বৌমা! ছেলেদের বিরুদ্ধে গিয়েই কি শিমুলকে আপন করে নেবে মধুবালা?

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,ফাহিম মির্জা,Fahim Mirza,প্রেমিকা,Girlfriend

যা দেখে দর্শকরাও বলাবলি করছেন সিরিয়ালে রূপ যেমন নতুন বউ ছেড়ে প্রেমিকার সাথে রাত কাটাচ্ছেন বাস্তবেও তেমনি মনের মানুষের সাথে চুটিয়ে প্রেম করছেন ফাহিম। যদিও ছবিতে থাকা সুন্দরী মেয়েটি আদতে অভিনেতার প্রেমিকা কিনা তা কিন্তু নিচিত নয়।