• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মদ খাইয়ে সৃজনকে কাছে টানবে ঈশা, ভুল বুঝবে পর্ণা! টিভির আগেই ফাঁস ‘নিম ফুলের মধু’র চরম টুইস্ট

Published on:

Neem Phooler Madhu Isha makes Srijan Drunk in absence of Parna

বিয়ের এক বছর পর অবশেষে মিঠের হদিশ পেয়েছে ‘নিম ফুলের মধু’র (Neem Phooler Madhu) পর্ণা। এতদিন পর সৃজনকে নিজের মনের কথা জানিয়েছে সে। ঈশার প্ল্যান ভেস্তে বাবুউউকে ‘আই লাভ ইউ’ বলেছে তার বউ। কিন্তু ঈশাও তো এত সহজে হাল ছাড়তে নারাজ। তাই কাজের সূত্রে পর্ণা বাড়ির বাইরে যেতেই সৃজনকে কাছে পাওয়ার চক্রান্ত কষেছে সে।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের (Bengali Serial) গত পর্বে দেখানো হয়, পর্ণা একটা অ্যাসাইনমেন্ট পেয়েছে। যে কারণে তাকে এবং রুচিরাকে একটা রাত বাড়ির বাইরে থাকতে হবে। কাজ মিটিয়ে পরের দিন ফিরে আসবে তারা। এদিকে পর্ণা একদিন বাড়ি থাকবে না শোনা মাত্রই ভীষণ খুশি হয়ে যায় ঈশা। সে মৌমিতাকে বলে, এবার পর্ণা (Parna) মজা দেখবে।

Neem Phooler Madhu Parna and Isha

আজকের পর্বে দেখতে পাবেন, পর্ণার বাড়ি না থাকার সুযোগটাকে কাজে লাগায় অয়ন, মৌমিতা এবং ঈশা। অয়ন ইচ্ছা করে সৃজনকে (Srijan) বাড়ির ছাদে নিয়ে গিয়ে মদ খাওয়ায়। সৃজনের এত নেশা হয়ে যায়, সে ঠিক মতো দাঁড়াতে অবধি পারছিল না। অবস্থা বেগতিক দেখে বাবুউউ বলে, সে নিজের ঘরে শুতে যাচ্ছে।

আরও পড়ুনঃ মেঘ-জিষ্ণুকে ফাঁদে ফেলতে গিয়ে নিজেই গাড্ডায় ময়ূরী! আগাম পর্ব ফাঁস হতেই বেশ হয়েছে বলছে নেটপাড়া

অয়ন তখন সৃজনকে ধরে ধরে ঘরে নিয়ে যায়। এদিকে বাবুউউর নেশা হয়ে গিয়েছে দেখে বেজায় খুশি হয়ে যায় ঈশা। সে বলে, এবার শুরু হবে আসল খেলা। ঈশার মুখ দেখেই বোঝা যাচ্ছিল, সৃজন-পর্ণাকে আলাদা করতে বিরাট বড় কোনও ষড়যন্ত্র করেছে সে।

Neem Phooler Madhu Srijan and Isha

অন্যদিকে ছাদে গিয়ে অয়ন, মৌমিতা, ঈশা এবং সৃজনকে দেখে নিয়েছিল বর্ষা এবং পিকলু। অয়ন-সৃজনরা ওখানে যা করছিল তা দেখে সন্দেহ হয় বর্ষার। সে ফোন করে পর্ণাকে সবটা জানাতে চাইলেও পিকলু তাকে বাধা দেয়। পিকলু বলে, এখন পর্ণাকে কিছু জানালে সে বেকার বেকার চিন্তা করবে। তাই তাকে এখন ফোন করার কোনও মানে নেই।

আরও পড়ুনঃ বাংলায় আসছে ‘অ্যানিমাল’! কোন চরিত্রে অভিনয় করবেন কে? রইল টলিউডের Animal-র কাস্টিং

 

তবে দর্শকদের অনুমান, নেশার ঘোরে থাকা সৃজনের কোনও না কোনও ফায়দা নেবে ঈশা। যে কারণে ফের হয়তো ভাঙনের মুখে এসে দাঁড়াবে সৃজন-পর্ণার সম্পর্ক। এবার দেখা যাক, দর্শকদের এই অনুমানের সঙ্গে সিরিয়ালের আসন্ন ট্র্যাক মেলে কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥