• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছেলে নামের কলঙ্ক! রাগে দুঃখে নিজেকেই জুতো মারল ‘ধ্যাষ্টামো’ জ্যেঠু, ফাঁস চোখে জল আনা পর্ব

Published on:

Neem Phooler Madhu Dhyastamo Jethu beats Ayan with Shoe for trying to defame Srijan

‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) সিরিয়ালে প্রতিদিনই ধামাকা পর্ব দেখিয়ে চলেছে। টিআরপি (TRP) তালিকাতেও সেটার প্রভাব স্পষ্ট। সৃজন-পর্ণাকে আলাদা করার জন্য শুধু বাবুউউর মা নয়, সাথে ঈশা থেকেই বাড়ির আরও কয়েকজন কোমর বেঁধেছিল। কিন্তু সেই সব প্ল্যান বিফলে গেছে। চাপে পড়ে ডিভোর্স দিলেও পর্ণার সিঁথিতেই সিঁদুর দিয়েছে সৃজন।

কৃষ্ণা আর ঈশা দুজনে মিলে মিথ্যে নাটক করে সৃজনের থেকে ডিভোর্স পেপারে সই আদায় করেছিল। শাশুড়ির ফন্দি ধরে ফেলেছিল পর্ণা। এই বাড়ির বাকিরা যারা পর্ণার দলে ছিল তাদের সাথে নিয়ে পাল্টা চাল দিয়েছে। শুধু তাই নয়, ঈশা ও কৃষ্ণাকে হাতেনাতে ধরেছে। জগু দাদার দেওয়া বুদ্ধিতে ল্যাপটপেই চক্রান্তের ভিডিও দেখিয়ে দিয়েছে সবাইকে। বেগতিক দেখে পালিয়ে বাঁচতে চাইছিল ঈশা। কিন্তু পর্ণা তাকে ধরে ফেলে।

Neem Phooler Madhu Dhyastamo Jethu beats Ayan for Conspiracy against Srijan Parna

এরপর সব অন্যায়ের শাস্তি স্বরূপ সবার সামনেই একেরপর এক ঠাসিয়ে চড় মারে। এখানেই শেষ নয়, অলক্ষী বিদায়ের মত ঝাঁটা কুল পিটিয়ে দত্তবাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়ানো হয়েছে ইশাকে। এসবের পর নিজের দাদার মুখে কলঙ্ক দেওয়ার জন্য অয়নকে পর্যন্ত টানতে টানতে শাস্তি দিতে নিয়ে এসেছে মা।

আরও পড়ুনঃ দু’নৌকায় পা দিয়ে চলা হবে না! শিমুলের ব্যবহার দেখে বোমা ফাটালো শতদ্রু, ফাঁস পুরো ধামাকা পর্ব

ছেলের এমন কুকীর্তি দেখে ধ্যাষ্টামো জ্যেঠু পর্যন্ত চুপ থাকতে পারেনি। অয়নের বৌ মৌমিতাকে চড় মারতেই চিৎকার করতে যায় অয়ন। সেই সময় জেঠু এসে পায়ের জুতো খুলে জুতো পেটা করতে শুরু করে তাকে। এদিন কুলাঙ্গার ছেলের জন্য শেষমেশ নিজের গায়ে পর্যন্ত জুতো মারবে জ্যেঠু।

এ যেন চেনা ধ্যাষ্টামো জ্যেঠুর অন্যরূপ দেখছে দর্শকেরা। ছেলের চরম অন্যায়ের পর তাঁকে উচিত শিক্ষা দেওয়াতে জ্যেঠুর প্রশংসায় পঞ্চমুখ হয়েছে দর্শকেরা।

আরও পড়ুনঃ মৃত্যুর মুখে সন্তান, ‘ইচ্ছে পুতুল’এ মেঘের বাবা-মায়ের অভিনয় সত্যি অনবদ্য বলে প্রশংসা দর্শকদের

প্রসঙ্গত, পর্ণাকে আলাদা করে দেওয়ার চক্রান্ত করে ছেলের কাছে নিজের মান হারিয়েছে কৃষ্ণা। সৃজন মুখের ওপরেই জানিয়ে দিয়েছে, ‘পর্ণা আমাকে তোমার থেকে অনেক বেশি ভালোবাসে’। বাবুউউর মুখে একথা শুনে চোখে জল চলে এসেছে কৃষ্ণারও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥