• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পোয়াতি হতেই পর্ণার যত্নে ব্যতিব্যস্ত বাবুউউ’র মা! ফাঁস ‘নিম ফুলের মধু’র চোখ জোড়ানো পর্ব

Published on:

Neem Phooler Madhu Babuuur Maa taking Care of Parna as she is pregnent

এসপ্তাহে সবাইকে চমকে বেঙ্গল টপার হয়েছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। প্রথম দিন থেকেই সৃজন-পর্ণা (Srijan Parna) আর বাবুউউ’র মাকে নিয়ে জমজমাট প্রতিটা পর্ব। জয়েন্ট ফ্যামিলি বনেদি আদবকায়দা থাকলেও বড্ড সেকেলে মানসিকতা রয়েছে শ্বাশুড়ি কৃষ্ণার। তবে পর্ণাও কোনো অংশে কম নয়, বুদ্ধির জোরে সর্বদাই বাজিমাত করেছে সে। আর এবার ধারাবাহিকে এসেছে মা হওয়ার স্পেশ্যাল পর্ব।

হ্যাঁ বাবা হতে চলেছে কৃষ্ণার আদরের ছেলে বাবুউউ। গোটা দত্ত পরিবারে খুশির হাওয়া চলছে এমন একটা খুশির খবর আসতেই। এমনকি দর্শকদের জন্যও রয়েছে বেশ কিছু চমক। শুরুতে যখন পর্ণার মা হওয়ার খবর জানতে পারে কৃষ্ণা তখন সে বিশ্বাসই করতে পারেনি। মনে মনে বলে ওঠে, ‘আমার বাবুউউ বাবা হবে? কত বড় হয়ে গেল বাবুউউউ’। এই ডায়লগ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বেশ চর্চা হয়েছে।

Neem Phooler Madhu Parna brings Good News

সম্প্রতি দেখা যাচ্ছে পর্ণার প্রেগনেন্সির খবর পাওয়ার পর থেকেই ভোল পাল্টে গিয়েছে কৃষ্ণার। এখন আগের মত কথায় কথায় রাগ না দেখিয়ে বৌমার যত্ন করতে শুরু করেছে সে। যা দেখে বাড়ির বাকিরাও বেশ কিছুটা অবাক হয়ে গিয়েছে। তবে আসলে যে মনে মনে অন্য প্ল্যান চলছে। কৃষ্ণা মনে মনে ভেবেই নিয়েছে যে ছেলে হবে আর তাকে সে নিজের মত করে মানুষ করবে।

আরও পড়ুনঃ খলনায়িকা হয়েই জিতেছেন দর্শকের মন! নাচের স্কুল খুললেন ‘মিশকা’ অহনা, ভর্তি হওয়ার খরচ জানেন?

আজকের পর্বেই দেখা যাবে সৃজন পর্ণাকে নিয়ে ডাক্তার দেখতে যাওয়ার জন্য তৈরী হচ্ছিল। বেরোনোর আগেই কৃষ্ণা জিজ্ঞাসা করে কোন ডাক্তারের কাছে যাচ্ছে? উত্তরে চেনা ডাক্তারের নাম শুনেই কৃষ্ণা বলে ওঠে যে সে ডাক্তার নয় বালো গাইনোকোলজিস্ট দেখতে হবে। এরপর সৃজনও রাজি হয় সেই প্রস্তাবে।

Neem Phooler Madhu Krishna brings milk for Parna

আরও পড়ুনঃ ‘শিবের মত স্বামী হব’, শিবরাত্রির দিনেই হবু স্ত্রীর উদ্দেশ্যে অকপট পর্দার ‘সূর্য’ দিব্যজ্যোতি

এমনকি নিজের হাতে পর্ণার জন্য দুধ পর্যন্ত এনেছিল শ্বাশুড়ি। এদিকে পর্ণা না করতেই বাবুউউ অর্থাৎ সৃজন ঢকঢক করে দুধের গ্লাস সবার করে দিয়ে চলে যায়। এখানেই শেষ নয়, বৌয়ের পাশে সর্বক্ষণ ছায়াসঙ্গীর মত লেগে রয়েছে সৃজনও। মাকে পর্ণার অফিস যাওয়ার জন্য রাজি করিয়ে নিজেই গাড়ি করে ছাড়তে যাবে বলে তৈরী। সব মিলিয়ে দত্ত বাড়িতে বেশ খুশির হাওয়াই চলছে। তবে এই সুখ কতদিনের সেটাই এখন দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥