• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খলনায়িকা হয়েই জিতেছেন দর্শকের মন! নাচের স্কুল খুললেন ‘মিশকা’ অহনা, ভর্তি হওয়ার খরচ জানেন?

ষ্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) সিরিয়ালের দৌলতে অহনা দত্তকে (Ahona Dutta) বর্তমানে সকলেই চেনেন। খলচরিত্রে অভিনয় করলেও ‘মিশকা’র জনপ্ৰিয়তা রয়েছে বেশ। শুরু থেকেই মিশকার উদ্দেশ্য ছিল সূর্যকে পাওয়া, তার জন্য সব করতে রাজি ছিল সে। কিন্তু তাতেও কিছুই হয়নি, শেষমেশ জেলের ঘানি টানছে শয়তান মিশকা।

তবে সিরিয়ালের আসার আগেই টিভির পর্দায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে। মা চাঁদনী গঙ্গোপাধ্যায়ের সাথে ‘ডান্স বাংলা ডান্স’ এর মঞ্চে এসেছিলেন অহনা। বর্তমানে অভিনয়ে এলেও নাচের সঙ্গ ছাড়েননি অভিনেত্রী। নিজের একটি নাচের স্কুলও রয়েছে অহনার। যেখানে তিনি নিজেই নাচ সেখান।

   

Anurager Chhowa Mishka Ahana Dutta started own Youtube Channel

সম্প্রতি নাচের স্কুল সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল অহনাকে। তখন তিনি জানান, ‘ডান্স বাংলা ডান্সের সময় চূড়ান্ত অধ্যাবসায় ছিল। তখন তো নাচ ছাড়া অন্য কিছু ভাবতেই পারতাম না। আসলে নাচ আমার ছোটবেলার ভালোবাসা। নাচের সময়েই বুঝলাম, মুখের অঙ্গ-ভঙ্গিমাও খুব গুরুত্বপূর্ণ। এক্সপ্রেশন ঠিক না থাকলে নাচটাও জিরো। আর এক্সপ্রেশন মানে তো অভিনয়। সেই থেকেই অভিনয়ে বা সিরিয়ালে আসা’।

আরও পড়ুনঃ রুপার মুখ চেয়ে অর্জুনকে বিয়ে করবে দীপা? ফাঁস তোলপাড় করা ‘অনুরাগের ছোঁয়া’র আগাম পর্ব

এরই সাথেই অভিনেত্রী আরও জানান, ‘মেগা সিরিয়ালের কাজের চেইপ রোজকার অভ্যাস বন্ধ হয়ে গিয়েছিল। তাই এখন কাজের থেকে গপ্ পেলে ফাঁকা লাগে, নাচটাকে খুব মিস করি। তাই এই ডান্স ক্লাস শুরুর উদ্যোগ নিয়েছি, এটা আমার প্রথম নাচের ক্লাস।

Ahana Dutta talking

অহনার মতে, বর্তমানে ভাড়া বাড়িতেই নাচের ক্লাস শুরু করছেন তিনি। বাঘাযতীনের কাছে রংটং স্টুডিওতে শেখাবেন তিনি। আর অভিনেত্রী নিজেই নাচ শেখাবেন কোনো অ্যাসিস্ট্যান্ট বা সহায়ক নয়। এই ব্যাপারে আসলে তিনি অন্য কারোর উপরেই ভরসা করতে চান না।

আরও পড়ুনঃ ‘পরিচালকরা সব আঁতেল, দেব-জিৎ দুটোই হারামজাদা!’ কেন এমন বিস্ফোরক সুমিত গাঙ্গুলী? দেখুন ভিডিও

অভিনেত্রীর জানান, আমি বিশ্বাস করি না যে  লোকে আমার মুখে দেখে এসে অন্য কারোর থেকে নাচ শিখবে। আমাকে অনেকেই বলেছিল সেলিব্রিটি স্ট্যাটাসটা মাতার করে, কিন্তু আমার তেমনটা মনে হয় না। পোস্টারে আমি আছি মানে আমিই শেখাবো। কখনো যদি গ্যাপ হয়ে যায় তাহলে আমিই সেটা ম্যানেজ করে দেব।

আপনি যদি অহনার কাছে নাচ শিখতে চান তাহলে কখন সময় পাবেন? এর উত্তর হল বাচ্চাদের জন্য শনিবার তিনটে থেকে চারটে। আর ১৪ বছর থেকে যে কোনো বয়সের ছাত্রছাত্রীদের জন্য শনিবার ৪টে থেকে ৬টা পর্যন্ত। এর জন্য খুব সামান্য চার্জ নেবেন বলেই জানালেন তিনি। এমনকি এও বললেন যে অন্য নাচের প্রতিষ্ঠান যা নেবে তার থেকে কমেই শেখাবেন তিনি।