• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘শিবের মত স্বামী হব’, শিবরাত্রির দিনেই হবু স্ত্রীর উদ্দেশ্যে অকপট পর্দার ‘সূর্য’ দিব্যজ্যোতি

Published on:

Dibyojyoti Dutta,Anurager Chhowa,Surya,অনুরাগের ছোঁয়া,দিব্যজ্যোতি দত্ত,বাংলা সিরিয়াল,শিবরাত্রি,Shivratri,Star Jalsha,ষ্টার জলসা

ষ্টার জলসার (Star Jalsha) অন্যতম একটি পপুলার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। সেই ধারাবাহিকের দীপার স্বামী সূর্যর চরিত্রে অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)। যেমন সুন্দর অভিনয় তেমনি তাঁর লুকস। এই কারণেই তাঁর মহিলা ফ্যান ফলোইং বেশ বড়। সম্প্রতি শিবরাত্রি উপলক্ষে নিজের হবু স্ত্রীর উদ্দেশ্যে কিছু কথা বললেন দিব্যজ্যোতি।

টেলি পাড়ার হ্যান্ডসাম অভিনেতা একদিকেজমিন জিম ফ্রিক, তেমনি ঈশ্বর ভক্ত। নিউট্রিশন নিয়ে পড়াশোনা করেছেন তিনি। তবে বর্তমানে আছেন অভিনয়ের জগতে। জানা যাচ্ছে আজ শিবরাত্রি উপলক্ষে সমস্ত নিয়ম মেনে নির্জলা উপোস করেছেন তিনি। শিবের মাথায় জল ঢেলেই সেই উপোষ ভাঙবেন।

Anurager Chhowa Story Might Take 10 Years Leap rumours in Social Media

প্রথা অনুযায়ী শিবরাত্রির দিন মেয়েরা ভালো স্বামী পাওয়ার জন্য শিবের মাথায় জল ঢালেন। এতেই নাকি ফল মেলে হাতেনাতে, তবে মহিলারা করলেও পুরুষদের সেভাবে এখনও শিবরাত্রি পালন করতে দেখা যায় না। তবে কিছুজন ব্যতিক্রম থাকেন, আমাদের হিরো দিব্যজ্যোতিও এমন একজন ব্যতিক্রমী।

আরও পড়ুনঃ রুপার মুখ চেয়ে অর্জুনকে বিয়ে করবে দীপা? ফাঁস তোলপাড় করা ‘অনুরাগের ছোঁয়া’র আগাম পর্ব

সম্প্রতি এক সংবাদ মাধ্যমের তরফে তাকে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি প্রতিবারেই শিবরাত্রির দিনে শিবের মাথায় জল ঢালি। আমি ভগবানকে খুব বিশ্বাস করি, শুধু শিব না হনুমানজিরও পুজো করি। আজ শিবের দিনে আমি সারাদিন জলও খাব না, রাতে শুটিং শেষ হতে হতে ৯টা বাড়ি পৌছাবো ১০টা। তারপর বাড়ির কাছেই নাকতলায় একটা জাগ্রত শিব মন্দির রয়েছে এখানে পুজো দিতে যাব। প্রতিবছর ওখানেই যাই শিবের মাথায় জল ঢালতে।

Dibyojyoti Dutta interview

আরও পড়ুনঃ ‘পরিচালকরা সব আঁতেল, দেব-জিৎ দুটোই হারামজাদা!’ কেন এমন বিস্ফোরক সুমিত গাঙ্গুলী? দেখুন ভিডিও

এরপর দিব্যজ্যোতি আরও জানান, বিগত ৪-৫ বছর ধরেই তিনি শিবরাত্রি পালন করেন। তবে কি পার্বতীর মত স্ত্রী চান তিনি? উত্তরে অভিনেতা জানান, ‘এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি জানি যার স্বামীই হই না কেন শিবের মতোই হব। তবে মহাদেব হলেন এমন এক ঈশ্বর যাঁর থেকেই সব শুরু ও শেষ হয়েছে। তাই শুধুমাত্র মহিলারাই শিবরাত্রি করবে এমন কোনো বিষয় নেই’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥