• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তুমিও কি মায়ের বাবু? ‘দাদাগিরি’র মঞ্চে সৌরভকে গুগলি বাবুউউর মায়ের, কী উত্তর দিলেন দাদা?

Updated on:

Neem Phooler Madhu Babuur Maa actress Arijita Mukherjee on Dadagiri Set questions Sourav Ganguly

দীর্ঘ এক বছরের অপেক্ষা শেষে শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘দাদাগিরি’র (Dadagiri 10) নতুন সিজন। একগুচ্ছ চমক নিয়ে ফের জি বাংলার পর্দায় হাজির সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। সিরিয়ালপ্রেমী মানুষরাও এই সময়টা পছন্দের ধারাবাহিক ছেড়ে ‘দাদাগিরি’ দেখতে বসে পড়েন। আজ এই শোয়ের গ্র্যান্ড ওপেনিং। শীঘ্রই ‘মহারাজ’র দরবারে আসবে ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) পরিবার।

ইতিমধ্যেই জি বাংলার (Zee Bangla) তরফ থেকে ‘দত্ত পরিবার’ স্পেশ্যাল সেই প্রোমো শেয়ার করা হয়ে গিয়েছে। সেখানে দেখা মিলেছে, সৃজন-পর্ণাদের। তবে সবার মাঝে ফের নজর কেড়ে নিয়েছেন বাবুউউর মা তথা কৃষ্ণা (Krisha)। শুধু তাই নয়, সৌরভের শোয়ে এসে তাঁকেই নিজের প্রশ্নের মাধ্যমে ক্লিন বোল্ড করে দেন পর্ণার শাশুড়ি।

Dadagiri 10 Neem Phooler Madhu, Sourav Ganguly and Babur Maa

কৃষ্ণার ‘বাবুউউ’ ডাক এখন যেন জগৎবিখ্যাত হয়ে গিয়েছে। সৌরভের কানেও এসেছে সেকথা। ‘দাদাগিরি’র মঞ্চে দাঁড়িয়ে তাই ‘দাদা’ বলেন, ‘বিখ্যাত বাবুউউর মায়ের ডাক তো এখন সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে’। সেকথা শুনে লজ্জায় মুখ ঢাকে পর্ণা। ওদিকে হেসে খুন হওয়ার জোগাড় সৃজনের।

আরও পড়ুনঃ মিশকার খেল খতম, সূর্যকে বাঁচাতে পুলিশ রূপে হাজির দীপা! তুলকালাম পর্ব আসছে ‘অনুরাগের ছোঁয়া’য়

এরপর দর্শকাসনে বসে থাকা একজন বয়স্কা মহিলাকে ‘দাদা’ প্রশ্ন করেন, ‘আপনিও কি বাবুউউর মা?’ উত্তরে সেই মহিলা বলেন, ‘একেবারেই না। ওনাকে দেখলেই তো রাগ হয়ে যাচ্ছে’। দর্শকের মুখ থেকে এমন প্রতিক্রিয়া শুনে খানিক অপ্রস্তুত হয়ে পড়ে পর্ণার শাশুড়ি। পরমুহূর্তেই অবশ্য নিজেকে সামলে সৌরভকে গুগলি করেন তিনি।

আরও পড়ুনঃ বৈবাহিক ধর্ষণের অভিযোগে জেল খাটবে পরাগ, পুলিশের কাছে শিমুল! ফাঁস আজকের ধুন্ধুমার পর্ব

Neem Phooler Madhu team in Dadagiri 10

কৃষ্ণা সরাসরি ‘মহারাজ’কে জিজ্ঞেস করেন, ‘তুমি কতটা মায়ের বাবুউউ’? খোদ বাবুউউর মায়ের থেকে এই প্রশ্ন পেয়ে মুচকি হাসতে দেখা যায় ‘দাদাগিরি’ সঞ্চালককে। সৌরভ কি উত্তর দিয়েছেন তা অবশ্য দেখা যায়নি সেই প্রোমোয়। তবে তাঁর উত্তর জানার জন্য মুখিয়ে রয়েছে বঙ্গবাসী।

প্রসঙ্গত, ‘নিম ফুলের মধু’র নিয়মিত দর্শকরা জানেন, নায়ক সৃজনকে তার মা আদর করে ‘বাবু’ বলে ডাকে। অপরদিকে ছেলে বিয়ের পরেও মায়ের আঁচল ছেড়ে বেরিয়ে আসতে পারেনি। মায়ের কথাতেই ওঠে বসে পর্ণার স্বামী। ‘বাবুউউর মা’য়ের চরিত্রে অভিনয় করে অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায় যেমন জনপ্রিয়তা পেয়েছেন তেমনই তাঁকে শুনতে হয় প্রচুর কটাক্ষও। ‘দাদাগিরি’র মঞ্চে কৃষ্ণা নতুন কী ‘খেল’ দেখায় সেটাই এবার দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥