• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ক্ষমতার অপব্যবহার! মেঘের ওপর প্রতিশোধ নিতে পরীক্ষার নম্বর কমিয়ে দিল নীল, ফাঁস আগাম পর্ব

Published on:

Neel plan something new to take revenge from megh Iccheputul serial upcoming episode

এই মুহূর্তে জি বাংলার ‘ইচ্ছেপুতুল’ সিরিয়ালের  প্রতিটা পর্বে চলছে টানটান উত্তেজনার পর্ব। একদিকে ময়ূরী চক্রান্তে বারবার মেঘকে ভুল বুঝলেও নীলের মনে কাজ করছে অনুশোচনা। কিন্তু মেঘের প্রতি অতিরিক্ত পজেসিভনেস থেকেই গুরুজীর ছাত্র জিষ্ণুর সাথে মেঘের সম্পর্ক নিয়ে মনের থাকা সন্দেহটা কিছুতেই দূর করতে পারছে না। তাই ওদের দুজনকে একসাথে দেখলেই উন্মাদের  মত আচরণ করছে নীল।

অন্যদিকে এখনও পর্যন্ত লম্পট রূপের আসল চেহারা সামনে আসেনি গিনির। তবে ইতিমধ্যেই রূপের আচরণে সন্দেহ তৈরি হয়েছে মিনি আর লালের মনে। শ্বশুরবাড়িতে আসার পর থেকে গিনিও বেশ অবাক হয়েছে তার শ্বাশুড়ি আর রূপের ব্যবহার দেখে। আগামী পর্বে দেখা যাবে অনেক রাত হয়ে যাওয়ায় গিনি বারবার রূপের ফোনে ফোন করলেও রূপ তার ফোন ধরবে না।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,মেঘ,Megh,সৌরনীল,Souraneel,ময়ূরী,Mayuri,জিষ্ণু,Jishnu,আসন্ন পর্ব,Upcoming Episode

তখন রূপের মা এসে গিনির  ঘরে খাবার দিয়ে বলবে সে যেন খেয়ে নেয়, রূপের যখন সময় হবে তখনই  সে বাড়ি ফিরবে। এছাড়া তিনি গিনির ঘরে দোষ চাপিয়ে বলেন তার জন্যই নাকি রূপের মুড অফ। কিন্তু গিনি বুঝতে পারেন না তার দোষটা কি? এমন সময় গিনির ফোনে তার বাড়ি থেকে ফোন আসে।

আরও পড়ুন: সূর্যের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে বেহায়া মিশকা! সত্যি জানতেই ফুঁসে উঠল দীপা, ফাঁস আগাম পর্ব

তখন পাশে দাঁড়িয়ে গিনির  শ্বাশুড়ি বলবে ফোনটা লাউড স্পিকারে  দিয়ে কথা বলতে। অন্য দিকে গিনির বাড়ির লোকজন গিনির গলা শুনেই বুঝে যাবে ওর মন ভালো নেই।  অন্যদিকে মেঘের সাথে আগের দিন নীল যে ব্যবহারটা করেছে তার জন্য কাকাই নীল কে একবার ঠান্ডা মাথায় ভেবে দেখতে বলে সে ঠিক কাজ করছে কিনা।

আরও পড়ুন: হাউমাউ করে কাঁদছেন অরিজিৎ সিং, কিছুতেই বাঁধ মানছে না চোখের জল! হঠাৎ কি হল গায়কের?

Neel plan something new to take revenge from megh Iccheputul serial upcoming episode

এরপর পরীক্ষার খাতা দেখতে বসলে নীলের হাতে এসে পড়ে মেঘের খাতা। তখন মেঘের হাতের লেখা দেখে নীল পুরনো দিনের কথা ভাবতে শুরু করে।অন্যদিকে গুরুজী না থাকায় জিষ্ণু এসেছে মেঘের বাড়ি গান প্র্যাকটিস করতে। সেই কথাটাই ইনিয়ে বিনিয়ে ময়ূরী গিয়ে বলে দেয় নীলকে।

নীলের কানে এই কথা তোলার পর ময়ূরী ভাবতে শুরু করে এবার মেঘের ফার্স্ট হওয়া আর হলো না। জিষ্ণু বাড়িতে গিয়েছে শুনে নীল নাকি এমনিই তার পরীক্ষার নম্বর কেটে নেবে। এখন দেখার প্রতিশোধ নেওয়ার জন্য নীল কি সত্যিই মেঘের পরীক্ষার নম্বর কেটে নেবে? নাকি সমস্ত ঘটনাটা ভালো করে ভেবে নিজের বুদ্ধি দিয়ে বিচার করে মেঘের কাছে নিজের ভুল স্বীকার করবে নীল?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥