• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্যের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে বেহায়া মিশকা! সত্যি জানতেই ফুঁসে উঠল দীপা, ফাঁস আগাম পর্ব 

Published on:

Deepa supports Surjo after Mishka's false allegation Anurager Chhowa New updates

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) সিরিয়ালে সবেমাত্র সূর্যকে (Surjo) ক্ষমা করে দিয়েছে দীপা (Deepa)। ভালোবেসে দুজন-দুজনকে কাছে টেনে নিয়েছে তারা। সকলের সামনেই মিল হয়েছে সূর্য দীপার। তাই খুশীতে ঝলমল করছে গোটা সেনগুপ্ত বাড়ি। এমন সুন্দর পরিবেশে আচমকা ধুমকেতুর মতো এসে উদয় হয় মিশকা সেন (Mishka)। এতকিছুর পরেও ভালো মানুষ সাজার নাটক করে মিশকা বলে সে সবাইকে খুশির খবর দিতে এসেছে। সূর্য যে বাবা হতে পারবে তার প্রমাণ সে নিজে।

এতদিন যে মেডিক্যাল রিপোর্ট গুলো সামনে এসেছিল সেগুলো সব মিথ্যে ছিল। নিজেকে সূর্যের সন্তানের মা বলে দাবি করে এদিন কার্যত বোমা ফাটায় সূর্যের বেস্ট ফ্রেন্ড মিশকা। বাড়ি ভর্তি লোকের সামনে সূর্যের চরিত্র নিয়ে এমন নোংরা কথা বলায় সকলেই অপ্রস্তুত হয়ে পড়েন কিছুক্ষণের জন্য। কিন্তু সূর্য সেই মুহূর্তে কিছুই বুঝতে পারছিল না। তবে দেরিতে হলেও সূর্য এদিন খুব ভালো করে বুঝে গিয়েছে মিশকা আসলে কত বড় মিথ্যেবাদী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo Deepa,মিশকা,Mishka,তবলা,Tabla,অন্তঃসত্বা,Pregnant,আসন্ন পর্ব,Upcoming Episode

তাই সূর্য সমস্ত অভিযোগ অস্বীকার করলেও মিশকা জানিয়ে দেয় সে এতদিন দীপাকে ভুল বুঝে তার সাথে যে অন্যায় করেছে সেটা সে নিজের সাথে কিছুতেই হতে দেবে না। এরপরেই অসহায় সাজার ভান করে কান্নাকাটি শুরু করে দেয়  মিশকা। আর জানায় সূর্য অনেকবার ড্রিংক করে তার কাছে আশ্রয় নিতে এসেছিল।তখনই তারা ঘনিষ্ট হয়েছিল। যদিও সূর্য জানিয়ে দেয় সে কোনোদিন মিশকাকে ছুঁয়েও দেখেনি।

আরও পড়ুন: পর্দায় অত্যাচারী হলেও বাস্তবে পুরো ফ্যামিলি ম্যান, রইল পরাগ অভিনেতার স্ত্রী সহ ছোট্ট মেয়ের ছবিসহ পরিচয়

তবে নিজের দাবিতে অনড় থেকে মিশকা বলে সে কখনও সূর্য আর দীপার মাঝে আসবে না। কিন্তু দুনিয়াতে যে আসছে  সে যেন সূর্যের পিতৃ পরিচয়টুকু পায়। মিশকার কথা শুনে তখন সেখানে উপস্থিত অতিথিরাও নিজেদের মধ্যে বলাবলি করতে থাকেন ‘উনি মনে হয় ঠিকই বলছেন। ওনাকে ডক্টর সেনগুপ্তর সাথে বহুবার স্কুলে দেখা গিয়েছে। ওনাদের মধ্যে ভালোই ভাব রয়েছে’।

আরও পড়ুন: পিরিয়ড কোনো লজ্জার বিষয় নয়! ‘হরগৌরী পাইস হোটেল’ দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শক

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo Deepa,মিশকা,Mishka,তবলা,Tabla,অন্তঃসত্বা,Pregnant,আসন্ন পর্ব,Upcoming Episode

অন্যদিকে এই সুযোগে রত্না দেবীও কিছুটা সিন ক্রিয়েট করতে শুরু করেন। যদিও লাবণ্য তাকে  ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। তবে এত কিছু খারাপের মধ্যেও ভালো জিনিস একটাই। তা হল দীপা যেহেতু জানে মিশকার আসল চেহারাটা কতটা ভয়ানক তাই সে সূর্যকে অবিশ্বাস না করে এই পরিস্থিতিতেও সূর্যের পাশে গিয়ে দাঁড়ায়।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo Deepa,মিশকা,Mishka,তবলা,Tabla,অন্তঃসত্বা,Pregnant,আসন্ন পর্ব,Upcoming Episode

আর জোর দিয়ে বলে সে জানে তার ডাক্তারবাবু কোন ভুল করেনি। তখন সূর্য দীপার দিকে তাকিয়ে অতীতে তার সাথে করা অন্যায় গুলোর কথা ভাবতে থাকে।  অন্যদিকে এই অবস্থাতেও দীপার মনের জোর দেখে অবাক হয়ে যায় মিশকা। এখন দেখার মিশকা যে অবৈধভাবে সূর্যের সন্তানের মা হচ্ছে তা কিভাবে সকলের সামনে আনে দীপা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥