• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাউমাউ করে কাঁদছেন অরিজিৎ সিং, কিছুতেই বাঁধ মানছে না চোখের জল! হঠাৎ কি হল গায়কের?

Published on:

Arijit Singh is crying continuously an old fame Gurukul video goes viral

আমাদের দেশে টপ সিঙ্গারদের মধ্যে প্রথমেই আসে অরিজিৎ সিং (Arijit Singh) এর নাম। বাংলার জিয়াগঞ্জের এই ভূমিপুত্রের গানের (Music) জাদুতে বুঁদ আসমুদ্র হিমাচল গোটা দেশবাসী। বিভিন্ন মিউজিক কনসার্টে তাঁর গান শোনার জন্য লাখ লাখ টাকা খরচ করতেও দুবার ভাবেন না ভক্তরা। তবে গায়ক গায়ক অরিজিৎ শুধু নয়, মানুষ হিসাবেও অরিজিৎ বারবার মন ছুঁয়েছেন তাঁর  অনুরাগীদের। এত বড় মাপের একজন সেলিব্রিটি হয়েও তার সাধারণ জীবন বারবার মুগ্ধ করেছে সব্বাইকে।

সবসময় ইতিবাচক মনোভাবের অধিকারী অরিজিতের মুখে সারাক্ষণ একটা হাসি লেগে থাকে। তাঁর সেই ভুবন ভোলানো হাসি আর প্রাণ জুড়ানো গানের গলা নিমেষে ম্যাজিক তৈরি করে গানের মঞ্চে। এহেন গয়য়কই একবার হাউ মাউ করে কেঁদে উঠেছিলেন। ২০০৫ সালে খুব অল্প বয়সেই ‘ফেম গুরুকুল’ (Fame Gurukul) নামে একটি রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছিলেন গায়ক। সেখানেই একবার আবেগপ্রবণ হয়ে হাউমাউ করে কেঁদে (Crying) উঠেছিলেন তিনি। সম্প্রতি তাঁর সেই পুরনো ভিডিও (Old Video) ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Arijit Singh, Arijit Singh educational qualification

ওই গানের অনুষ্ঠানে প্রধান শিক্ষিকা ছিলেন ইলা অরুণ (Ila Arun)। ভিডিওতে দেখা যাচ্ছে তাঁর ঘরে প্রবেশ করে অরিজিৎ তাঁর পা ছোয়ার অনুমতি চাইছেন। কিন্তু ইলা অরুণ সেই সময় অরিজিতকে স্পষ্ট জানিয়ে দেন তিনি অরিজিতের সাথে কথা বলতে চান না। সেই সাথে তিনি অরিজিৎকে বলেন ‘মানুষ তাঁর পা ছুঁতে চায় যাঁকে সে সম্মান করে।’  কিন্তু অরিজিৎ কিছুতেই বুঝতে পারছে না তার সাথে কেন এভাবে কথা বলছেন মাতৃসম ইলাজি।

আরও পড়ুন: সূর্যের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে বেহায়া মিশকা! সত্যি জানতেই ফুঁসে উঠল দীপা, ফাঁস আগাম পর্ব

তারপরেই আবেগপ্রবণ অরিজিতের চোখে জল চলে আসে। তখন গায়িকা অরিজিতকে প্রশ্ন করেন ‘তোমার কাছে সম্পর্কের কি কোন গুরুত্ব আছে? সুরেলা অরিজিৎ যদি ব্যক্তিগত জীবনে বেসুরো  হয় তাহলে আমার খুব খারাপ লাগবে।’ সেই সাথে তিনি অরিজিতকে বলেন ‘তুমি যত ভালো গায়কই  হও না কেন,ভালো মানুষ না হলে তুমি নীচে পড়ে যাবে’।

আরও পড়ুন: বিয়ের পরে খসে পড়েছে রুপের মুখোশ, শেষে ঠাম্মির কাছে গিনি, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র দুর্ধর্ষ পর্ব

Arijit Singh is crying continuously an old fame Gurukul video goes viral

তখন অরিজিৎ বলেন তিনি তাঁকে মায়ের আসনে বসিয়েছেন এবং তাঁর কাছে সম্পর্ক অত্যন্ত মূল্যবান।পরে এক সাক্ষাৎকারে ইলা অরুণ জানিয়েছিলেন অরিজিৎ সিং এর ওপর তাঁর কোন অভিমান নেই। তিনি গায়কের প্রসঙ্গে বলেন ‘নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি অরিজিৎকে। আগে কত ছোট এবং ভালো ছিল। এখন কত বড় হয়ে গিয়েছে। আমি ওর জন্য গর্বিত’।

কিন্তু সেদিন এমন কি হয়েছিল যার জন্য তিনি নিজের শিষ্য অরিজিৎ সিংকে ওইভাবে কড়া শাসন করেছিলেন? আসলে সেসময় শমিত নামক এক প্রতিযোগীর বিরুদ্ধে ভোট করেছিলেন অরিজিৎ। সেই জন্যই নাকিকিশোর অরিজিতের ওপর অভিমান হয়েছিল গায়িকার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥