• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৯ বছর পর ফিরছে ইশা-আদি জুটির লাভস্টোরি! বাংলা মিডিয়ামে এন্ট্রি নিল বিক্রমের প্রথম প্রেমিকা

Updated on:

Neel Bhattcharya and Sairity Banerjee comeback again after 9 year

বছর বছর কত সিরিয়াল যায় আর আসে। কিন্তু এমন কিছু সিরিয়াল থাকে যা শেষ হয়ে যাওয়ার পরেও তার ছাপ থেকে যায় দর্শকমহলে। বাংলা টেলিভিশনের জগতে অত্যন্ত জনপ্রিয় এমনই একটি বাংলা সিরিয়াল ছিল স্টার জলসার (Star Jalsha) ‘ঠিক যেন লাভ স্টোরি’ (Thik Jeno Lovestory)। এই ধারাবাহিকের ইশা-আদির জুটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল দর্শকমহলে। জনপ্রিয় এই মেগা সিরিয়ালে আদির চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেতা নীল ভট্টাচার্য এবং ইশার চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়কে (Sairity Banerjee)

দীর্ঘ ৯ বছর বাদে আবার একসাথে জুটি বাঁধতে  চলেছেন পর্দার ইশা আদি জুটি। সৌজন্যে বাংলা মিডিয়াম। এই ধারাবাহিকে নতুন রূপে এন্ট্রি নিতে চলেছেন সৈরিতি। ধারাবাহিকে বিক্রমের প্রথম প্রেমিকা চরিত্রে দেখা যাবে তাঁকে।  বর্তমানে সিরিয়ালে ভিকর ইন্দিরার সাথে বিয়ে হলেও আচমকাই তাঁদের জীবনে ঝড় তুলতে হাজির হতে চলেছেন এই নতুন নায়িকা।প্রসঙ্গত ঠিক যেন লাভ স্টোরি শেষ হওয়ার পর থেকে অনুরাগীরা বহুবার পর্দার ইশার-আদি জুটিকে একসাথে দেখার জন্য অনুরোধ করেছিলেন নীল এবং সৈরিতির কাছে।

Neel Bhattcharya and Sairity Banerjee comeback again after 9 year 

অবশেষে বহুদিনের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ন’বছর পর অবশেষে দর্শকদের সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চেয়ে এদিন হিন্দুস্তান টাইমস বাংলার তরফ থেকে সৈরিতির সাথে যোগাযোগ করা হলে দারুন উত্তেজিত শোনাল অভিনেত্রীকে। উচ্ছাসিত অভিনেত্রী এদিন বলেছেন ‘দারুণ খুশি, প্রচণ্ড উত্তেজিত নীলের সঙ্গে আবার কাজ করতে পেরে।’

আরও পড়ুনঃ লোকে ভাবে আমি অহংকারী! পর্দায় দজ্জাল হলেও বাস্তবে কেমন ‘রূপের মা’? নিজেই জানালেন মালবিকা

অনুরাগীদের উদ্দেশ্যে অভিনেত্রী এদিন বলেছেন ‘এতদিন অনেক মেসেজ পেয়েছি, লোকে ফোন করে বলেছে আদি আর ইশাকে কবে একসাথে দেখব? ফাইনালি আদি আর ইশা ইজ ব্যাক’। ‘বাংলা মিডিয়াম’-এ বিক্রমের প্রাক্তন প্রেমিকা অমৃতার চরিত্রে দেখা যাবে সৈরিতিকে। সে আবার বিক্রমের সন্তানের মা-ও!’সিরিয়ালের অম্রিত চরিত্র প্রসঙ্গে সৈরিতি এদিন বলেছেন ‘দশ বছর আগে বিক্রম আর অমৃতার সম্পর্ক ছিল। কিন্তু ওদের পথ আলাদা হয়ে যায়।

আরও পড়ুনঃ দেবশ্রীর জন্য কাজ হারালেন স্বস্তিকা! ‘কেমিস্ট্রি মাসি’ নিয়ে বিতর্কের জেরে তোলপাড় টলিউড

Neel Bhattcharya and Sairity Banerjee comeback again after 9 year 

সেইসময় অমৃতা ভিকির সন্তানের জন্ম দিয়েছিল, তবে ভিকিকে জানায়নি। কিন্তু এখন অমৃতা ব্লাড ক্যানসারের রোগী। ওর কিছু হয়ে গেলে ছেলেকে কে দেখবে, সেই চিন্তা থেকেই ও ভিকির কাছে ফিরে এসেছে। নিজের সন্তানকে তাঁর বাবার হাতে তুলে দেওয়ার জন্য।’

পর্দার আদি আর ইশার রসায়ন  এতদিনেও ফিকে না হওয়ার সিক্রেট টা কি? এপ্রসঙ্গে অভিনেত্রী বলেছেন , ‘নিঃস্বার্থ বন্ধুত্ব। আমরা দুজনেই একসঙ্গে কেরিয়ার শুরু করেছিলাম। সেই সময়টা মানে ২৩ ঘন্টা শ্যুট, একে অপরের উপর নির্ভরশীল থাকাটা এখন রয়েছে। আজও কোনও দরকার পড়লে আমরা সবসময় একে অপরের পাশে আছি। নীল আমার সত্যি খুব ভালো বন্ধু, আমরা খুব খুশি আছি,সর্টেড আছি দুজনে।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥