• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লোকে ভাবে আমি অহংকারী! পর্দায় দজ্জাল হলেও বাস্তবে কেমন ‘রূপের মা’? নিজেই জানালেন মালবিকা

Updated on:

All you need to know about iccheputul serial Rup's mother sahlini actress Malabika Sen

বাংলা সিরিয়ালের জগতে এই মুহূর্তে অত্যন্ত জনপ্রিয় একজন খলনায়ক হয়ে উঠেছেন জী বাংলা (Zee Bangla) ‘ইচ্ছেপুতুল’ (Icche Putul) সিরিয়ালের রূপ (Rup) অভিনেতা ফাহিম মির্জা। ধারাবাহিকে তাঁরই মা শালিনীর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী মালবিকা সেনকে (Malabika Sen)। ধারাবাহিকের এই শালিনী একেবারে চোখে পট্টি বাঁধা গান্ধারির মত।  রূপের সমস্ত অন্যায় চোখের সামনে দেখেও সে বাড়ির নতুন বউ গিনির থেকে ছেলে সম্পর্কে একটাও নালিশ শুনতে নারাজ।

বিয়ের পর থেকেই রূপ গিনির সাথে যে ধরনের অসভ্যতা এবং খারাপ আচরণ করছে তা একেবারেই মানতে
নারাজ শালিনী। রূপের আচরণ তিনি নিজেও পছন্দ না করলেও সেকথা তিনি গিনির সামনে স্বীকার করছেন না কিছুতেই।  উল্টে সারাক্ষণ ছেলে রূপের সমস্ত দোষ ঢেকে চলেছে শালিনী। বাংলা সিরিয়ালে ইতিপূর্বে মালবিকাকে বহুবার খলনায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।

Icche Putul Serial Viewers think rup is spoiled because of her mother

সেদিক দিয়ে দেখতে গেলে শালিনী চরিত্রটিতেও নেগেটিভ শেড  থাকলেও তা বেশ অন্যরকম। তবে এই মুহূর্তে তিনি চুটিয়ে  উপভোগ করছেন শালিনীর চরিত্রটিকে।  প্রসঙ্গত অভিনয়ের পাশাপাশি মালবিকা দুর্দান্ত একজন নৃত্যশিল্পী। তাঁর নিজস্ব  নাচের স্কুলও রয়েছে।  প্রসঙ্গত এদিন টলিউড ফোকাস  কলকাতার সাথে খোলামেলা সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন তিনি মানুষের সাথে খুব একটা কথা বলেন না।

আরও পড়ুনঃ সন্ধ্যে নামলেই টিভিতে চলছে অ্যাডাল্ট সিন! ৩ সিরিয়াল বয়কটের দাবিতে সরব বাংলার দর্শকেরা

সেটা তার দুর্বলতা কিন্তু তাঁর এই মুখচোরা স্বভাব দেখে তাকে অনেকেই অহংকারী ভেবে বসেন। সিরিয়ালে তিনি যেভাবে ঠান্ডা মাথায় গিনিকে সারাক্ষন মিষ্টি মিষ্টি সুরে ধমক দিয়ে দাবিয়ে রেখেছেন তা দেখে বেশ রাগও হয় দর্শকদের। অভিনেত্রী অনুরাগীরাও নাকি সোশ্যাল মিডিয়ায় তাঁকে  মেসেজ করে জানান এই ধরনের চরিত্র তিনি যেন না করেন।

আরও পড়ুনঃ মা ছেলে দুটোই দুশ্চরিত্র! ইচ্ছে পুতুলে গিনির শ্বাশুড়ীর নোংরামি দেখে ক্ষোভে ফুঁসছেন দর্শক

তবে সিরিয়ালে তিনি অন্যায় কে প্রশ্রয় দিলেও বাস্তবে তিনি কখনও চোখের সামনে অন্যায় দেখতে পারেন না। বাস্তবে নিজেকে ভীষণ প্রতিবাদী স্বভাবের বলে দাবি করেছেন মালবিকা। এছাড়া অভিনেত্রী এদিন নিজেকে ভালো রাখার সিক্রেট শেয়ার করে বলেছেন ‘নিজে ভালো থাকার জন্য নিজেকে চেনাটা খুব দরকার।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥