• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের আড়াই বছরের মাথায় ‘সুখবর’ দিলেন নীল-তৃণা! শুভেচ্ছায় ভরাল অনুরাগীরা

Published on:

Neel Bhattacharya,Trina Saha,Business,Clothing business,Kloth By Trineel,Tollywood,Couple,Entertainment,Entertainment news,Tollywood news,Bangla khobor,নীল ভট্টাচার্য,তৃণা সাহা,ব্যবসা,পোশাকের ব্যবসা,ক্লদ বাই তৃণীল,টলিউড,জুটি,টলিউডের খবর,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর,Neel Bhattacharya Trina Saha,Neel Trina clothing business,নীল ভট্টাচার্য তৃণা সাহা,নীল তৃণার পোশাকের ব্যবসা

Neel Trina gives Good News : বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় জুটি হল নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তৃণা সাহার (Trina Saha)। অনস্ক্রিন এখনও পর্যন্ত তাঁদের একসঙ্গে দেখা না গেলেও, অফস্ক্রিন তাঁদের রসায়ন ব্যাপক হিট। বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর ২০২০ সালে ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়েন এই দুই টেলি তারকা। তাঁদের আশীর্বাদ করতে গিয়েছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে বিয়ের আড়াই বছরের মাথায় ‘সুখবর’ (Good News) দিলেন ‘তৃণীল’।

বিচ্ছেদের গুঞ্জনে জল ঢাললেন নীল-তৃণা

কয়েক মাস আগেই রটে গিয়েছিল বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন নীল-তৃণা। অভিনেত্রীর জন্মদিনের পর থেকে এই খবর রটতে শুরু করেছিল। যা শোনার পর ‘তৃণীল’ অনুরাগীদের মন একেভারে ভেঙে গিয়েছিল। আসলে সেই সময় সোশ্যাল মিডিয়ায় (Social Media) একসঙ্গে কোনও ছবি কিংবা ভিডিও শেয়ার করছিলেন না এই তারকাজুটি। সেখান থেকেই রটতে শুরু করে তাঁদের ডিভোর্সের গুঞ্জন।

Bengali serial couple Neel Bhattacharya opens up about Trina Saha

পুজোর আগেই ‘সুখবর’ দিলেন ‘তৃণীল’

বিচ্ছেদের জল্পনা যে সম্পূর্ণ ভুয়ো তা একাধিকবার বলেছেন নীল-তৃণা। তবুও কিছু মানুষের মনে অল্প সংশয় ছিলই। অবশেষে এবার ‘সুখবর’ দিয়ে ডিভোর্সের সকল জল্পনা নস্যাৎ করে দিলেন তারকাজুটি। সম্প্রতি নীল-তৃণা নিজস্ব ক্লোদিং লাইন (Clothing Business) লঞ্চ করলেন। সেই ব্র্যান্ডের নাম রেখেছেন, ‘ক্লদ বাই তৃণীল’ (Kloth By Trineel)। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে সেকথা জানিয়েছেন তাঁরা নিজে।

আরও পড়ুনঃ পর্দার মত বাস্তবেও সম্পর্ক তলানিতে! একেঅপরের থেকে মুখ ফেরালেন দিব্যজ্যোতি-স্বস্তিকা, চিন্তায় ভক্তরা

Neel Bhattacharya and Trina Saha, Neel Bhattacharya and Trina Saha clothing business, Kloth By Trineel

‘সুখবর’ জানিয়ে কী লিখলেন নীল?

জানা গিয়েছে, গড়িয়াহাটের যশোদা ভবনে নিজস্ব স্টোর খুলেছেন নীল-তৃণা। ইতিমধ্যেই লক্ষ্মী-গণেশ পুজো করে দোকানের উদ্বোধনও করে ফেলেছেন। অনুরাগীদের এই ‘সুখবর’ জানিয়ে ‘বাংলা মিডিয়াম’ অভিনেতা লেখেন, ‘নতুন শুরু। আমরা শুধু আপনাদের ভালোবাসা চাই’। অনেকেই হয়তো জানেন না, মিস্টার অ্যান্ড মিসেস ভট্টাচার্যের শহরে নিজস্ব একটা স্টুডিও-ও আছে। অভিনয়ের পাশাপাশি তাঁরা যে ব্যবসাটাও মন দিয়ে করছেন তা কিন্তু বেশ পরিষ্কার।

আরও পড়ুনঃ বোনের জন্য স্বামীকে ছেড়ে দেবে সন্ধ্যা, তারাকেই বিয়ে করবে নীল! দুর্দান্ত মোড় আসছে ‘সন্ধ্যাতারা’য়


অভিনয় কেরিয়ারের নিরিখে বিপাকে নীল-তৃণা!

অভিনয় কেরিয়ারের দিক থেকে বলা হলে, ‘তৃণীল’ জুটির সময়টা বিশেষ ভালো যাচ্ছে না। চলতি মাসেই ‘মাতঙ্গী’ সিরিজের শ্যুটিং টলি অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে বিবাদে জড়ান তৃণা। পরবর্তীকালে সিরিজ থেকে তাঁকে বাদ দিয়ে দেওয়া হয়। অপরদিকে নীল এই মুহূর্তে স্টার জলসার ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে কাজ করলেও, শোনা যাচ্ছে শীঘ্রই এই সিরিয়াল বন্ধ হয়ে যাবে। টিআরপি তালিকায় আশানুরূপ ফল না করতে পারায় নীলের ধারাবাহিক বন্ধ করে দেবে চ্যানেল কর্তৃপক্ষ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥