• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বোনের জন্য স্বামীকে ছেড়ে দেবে সন্ধ্যা, তারাকেই বিয়ে করবে নীল! দুর্দান্ত মোড় আসছে ‘সন্ধ্যাতারা’য়

Published on:

Star Jalsha Bengali serial Sandhyatara serial upcoming twist revealed

এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara)। খুব কম সময়ের মধ্যেই বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছে এই সিরিয়াল (Bengali Serial)। ভিন্ন স্বাদের গল্প দেখিয়ে আদায় করে নিয়েছে দর্শকদের ভালোবাসা। বিশেষত, নায়ক-নায়িকা নীল এবং সন্ধ্যার দুষ্টুমিষ্টি খুনসুটি ব্যাপক পছন্দ দর্শকদের।

সন্ধ্যাকে একেবারেই পছন্দ নয় নীলের!

‘সন্ধ্যাতারা’র নিয়মিত দর্শকরা জানেন, মায়ের পছন্দ করা মেয়ে সন্ধ্যার (Sandhya) সঙ্গে বিয়ে হলেও নীল (Akashneel) এখনও সন্ধ্যার বোন তারাকেই ভালোবাসে। আসলে নীল বরাবর একজন নরমসরম মেয়েকে নিজের স্ত্রী হিসেবে চেয়েছে। সেখানে সন্ধ্যা সম্পূর্ণ বিপরীত। সেই জন্য কিছুতেই সন্ধ্যাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারছে না নীল।

Sandhyatara, Sandhyatara promo, Sandhya and Akashneel

নীলের মন জয় করতে মরিয়া সন্ধ্যা

নীল বিয়ের পরেই সন্ধ্যাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে সে অন্য একজনকে ভালোবাসে। আর সেই মানুষ যদি কখনও আবার তার জীবনে ফিরে আসতে চায় সে তাকে মেনে নেবে। স্বামীর মুখে অন্য মেয়ের কথা শুনে সন্ধ্যাও চ্যালেঞ্জ নিয়ে বলে, সে নীলের ভালোবাসা আদায় করে দেখাবে। যদিও সে এখনও জানে না, নীল যে মেয়েকে ভালোবাসে সে আর কেউ নয়, বরং তার নিজের বোন তারা (Tara)।

Star Jalsha new serial Sandhyatara new promo on air

কনের বেশে হাজির তারা!

একদিকে সন্ধ্যা-নীলের সম্পর্ক কোন দিকে মোড় নেবে সেই নিয়ে দর্শকদের উৎকণ্ঠা চরমে। অপরদিকে এসবের মাঝেই কনের বেশে হাজির হয়েছে তারা! না সিরিয়ালে নয়, সম্প্রতি তারা অভিনেত্রী অমৃতা দেবনাথ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বিয়ের সাজে একটি ভিডিও শেয়ার করেছেন। আর তা দেখেই চিন্তায় পড়েছেন ‘সন্ধ্যাতারা’র দর্শকরা।

 

View this post on Instagram

 

A post shared by Amrita debnath (@amrita24__)


সন্ধ্যাকে ছেড়ে তারাকেই বিয়ে করবে নীল?

পর্দার তারার শেয়ার করা ভিডিও দেখে অনেকের মনেই একটি প্রশ্ন উঁকি দিয়েছে। তাহলে কি সন্ধ্যাকে ছেড়ে তারাকেই বিয়ে করবে নীল? স্বামীর ভালোবাসার মানুষের আসল পরিচয় জানার পর কি তাহলে বিয়ের ভাঙার চরম সিদ্ধান্ত নেবে সন্ধ্যা? হাজার প্রশ্ন থাকলেও, উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥