• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দার মত বাস্তবেও সম্পর্ক তলানিতে! একেঅপরের থেকে মুখ ফেরালেন দিব্যজ্যোতি-স্বস্তিকা, চিন্তায় ভক্তরা

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa fame Dibyojyoti Dutta and Swastika Ghosh unfollow each other

Anurager Chhowa Dibyojyoti Swastika unfollowed eachother : স্টার জলসার টপার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa) অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) এবং অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে তাঁদের পরিচিতি ‘সূর্য’, ‘দীপা’ নামেই বেশি। তাঁদের রোম্যান্স, খুনসুটি ভীষণ পছন্দ দর্শকদের। তবে গত কয়েক মাস ধরে সিরিয়ালে শুধু তাঁদের ভুল বোঝাবুঝির ট্র্যাকই দেখানো হচ্ছে। যে কারণে বেজায় মন খারাপ দর্শকদের। কিন্তু এবার শোনা গেল, বাস্তবেও নাকি ঝগড়া হয়েছে দুই তারকার!

দিব্যজ্যোরি-স্বস্তিকার বন্ধুত্বে ফাটল!

অতীতে একাধিকবার পর্দার সূর্য (Surjya)-দীপার (Deepa) সম্পর্কের রসায়ন নিয়ে নানান গুঞ্জন শোনা গিয়েছে। কখনও শোনা গিয়েছে, তাঁরা প্রেম করছেন, কখনও আবার শোনা গিয়েছে, তাঁদের বন্ধুত্বে চিড় ধরেছে। তবে এবার যা হল, তা দিব্যজ্যোতি-স্বস্তিকার বন্ধুত্ব ভাঙার খবরে একপ্রকার শিলমোহর দিয়ে দিয়েছে। যা দেখার পর বেজায় মন খারাপ হয়ে গিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’র ভক্তদের।

Is everything alright between Dibyojyoti Dutta and Swastika Ghosh fans are worried

একে অপরকে আনফলো করে দিলেন দিব্যজ্যোতি-স্বস্তিকা

পর্দার সূর্য-দীপা দু’জনেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভীষণ সক্রিয় থাকেন। কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন সম্বন্ধিত একাধিক পোস্ট শেয়ার করেন দু’জনেই। অতীতে একসঙ্গে বহু ছবি, ভিডিও-ও শেয়ার করেছেন দিব্যজ্যোতি-স্বস্তিকা। তবে সম্প্রতি ইনস্টাগ্রামে (Instagram) একে অপরকে আনফলো (Unfollow) করে দেন ‘অনুরাগের ছোঁয়া’র নায়ক-নায়িকা। যা দেখার পর রীতিমতো মাথায় বাজ পড়েছে নেটিজেনদের।

আরও পড়ুনঃ দীপার কুকর্মের ফল, এবার সোনার ভয়ঙ্কর ক্ষতি করবে সূর্য! প্রকাশ্যে ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকা প্রোমো

কী নিয়ে ঝগড়া হয়েছে দিব্যজ্যোতি-স্বস্তিকার?

গত এক মাস ধরেই দিব্যজ্যোতি-স্বস্তিকার বন্ধুত্ব ভাঙার গুঞ্জন শোনা যাচ্ছে। মাসখানেক আগে শহর কলকাতায় আয়োজিত একটি অ্যাওয়ার্ড ফাংশান থেকেই যাবতীয় গুঞ্জনের সূত্রপাত হয়। সেখানে দিব্যজ্যোতি-স্বস্তিকা দু’জনেই উপস্থিত ছিলেন। তবে একসঙ্গে কোনও ছবিতে দেখা যায়নি তাঁদের। এও ফিসফাস শোনা গিয়েছিল, গোটা অনুষ্ঠানেই নাকি একে অপরকে এড়িয়ে চলছিলেন তাঁরা। তবে ঠিক কোন কারণে দিব্যজ্যোতি-স্বস্তিকার ঝগড়া হয়েছে, বা আদৌ হয়েছে কিনা, বা কেন তাঁরা একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করলেন তা জানা যায়নি এখনও।

আরও পড়ুনঃ সাউথকে টেক্কা দিতে এবার টলিউডে ‘বাহুবলী’! দেবসেনা-বাহুবলীর চরিত্রে কারা? প্রকাশ্যে ফার্স্ট লুক

 

Dibyojyoti Dutta and Swastika Ghosh unfollowed each other on Instagram

অতীতেও টেলি দুনিয়ায় কো-স্টারদের ঝামেলার সাক্ষী থেকেছে দর্শকরা

যদিও এই প্রথম নয়, অতীতেও বহু সিরিয়ালের নায়ক-নায়িকার ঝগড়ার খবর সামনে এসেছে। একসময় ‘মিঠাই’ সিরিয়ালের নায়ক-নায়িকা আদৃত রায় এবং সৌমিতৃষা কুণ্ডুর ঝগড়ার খবরে সরগরম থাকতো সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যম। যদিও সিরিয়াল শেষ হওয়ার আগে হাসিমুখে এক ফ্রেমে ধরা দিয়ে যাবতীয় গুঞ্জনে জল ঢেলে দিয়েছিলেন দর্শকদের প্রিয় ‘সিধাই’। এবার দেখা যাক, দিব্যজ্যোতি-স্বস্তিকার সম্পর্ক কোন দিকে মোড় নেয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥