• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের আগেই শিমুলকে তাড়াতে প্রিয়াঙ্কার সাথে চক্রান্ত প্রতীক্ষার! আদৌ পারবে? ফাঁস আগাম পর্ব

নিত্যনতুন চমক দেওয়ায় জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকটির জুড়ি মেলা ভার। এমনিতেই পরাগকে বিয়ে করার পর থেকে কষ্ট পেতে হচ্ছে শিমুলকে। এখন তার সেই কষ্ট দ্বিগুণ করতে এন্ট্রি নিয়েছে পরাগের ছাত্রী প্রিয়াঙ্কা। ইতিমধ্যেই দেখানো হয়েছে, শিমুলের বাড়িতে দাঁড়িয়ে তাকে অপমান করেছে সে। এবার প্রতীক্ষার সঙ্গে হাত মিলিয়ে আরও বড় চক্রান্ত করতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে!

ধারাবাহিকে (Bengali Serial) বর্তমানে পলাশ-প্রতীক্ষার বিয়ের ট্র্যাক দেখানো হচ্ছে। বহুদিন ধরেই তাদের বিয়ের কথা চলছিল। অবশেষে পাকা কথা বলতে শিমুলের শ্বশুরবাড়িতে আসে প্রতীক্ষার বাবা-মা। আর আসার পর থেকেই নিজের মেয়ের প্রশংসা এবং শিমুলের নানান দোষ ধরতে থাকেন তারা।

   

Kar Kache Koi Moner Kotha Pratiksha mother

শুধু এটুকুই নয়, শিমুল-পরাগের মধ্যেকার সম্পর্ক, পুতুলের কথা বলার ধরণ- সব কিছু নিয়ে খুঁত ধরতে থাকে প্রতীক্ষার মা। এসব দেখে বেজায় রেগে যায় শিমুল (Shimul)। অনেকক্ষণ চুপ থাকার পর শেষ পর্যন্ত মুখ খোলে সে। প্রতীক্ষার মা শ্যামলীদেবী যখন বারবার বলতে থাকেন, এই বাড়িতে মেয়ের বিয়ের দেওয়ার তার কোনও ইচ্ছা ছিল না। তখন রুখে দাঁড়ায় শিমুল।

আরও পড়ুনঃ আমার থেকেও বড় বেইমান! সোনা-রূপার কাস্টডি চাইতেই সূর্যর মুখে ঝামা ঘষল রত্না, ফাঁস ধামাকা পর্ব

বাবা-মায়ের সামনে ‘ভালো মেয়ে’ প্রতীক্ষার (Pratiksha) কাণ্ডকারখানার কথা ফাঁস করে দেয় শিমুল। শ্যামলীদেবীকে সে মুখের ওপর বলে, তার মেয়ে যে অপরাধ করেছে, সেটার কথা যদি শিমুল থানায় গিয়ে বলতো, তাহলে আজ তার চাকরি তো যেতই, সেই সঙ্গে ঠাঁই হতো লক আপে। এই শুনে রীতিমত ফ্যাকাশে হয়ে যায় প্রতীক্ষার মুখ।

Kar Kache Koi Moner Kotha Shimul

এদিকে শিমুলের পর মুখ খোলে মধুবালাও। তিনি প্রতীক্ষার মা-কে স্পষ্ট বলে দেন, তার মেয়ে চাকরি করুক বা না করুক ঘরের সকল কাজকর্মে বড় বউয়ের সাহায্য করতে হবে। তা না হলে মেয়েকে বুঝিয়ে অনত্র বিয়ের ব্যবস্থা করতে পারেন তারা। এবার এই সব কিছুর শোধ তুলতে পরাগের ছাত্রী প্রিয়াঙ্কার (Priyanka) সঙ্গে হাত মেলাবে প্রতীক্ষা!

আরও পড়ুনঃ বাস্তবেই ছাদনাতলায় ‘লক্ষ্মী কাকিমা’র ছেলে-বউমা! রইল স্বর্ণদীপ্ত-অর্পিতার বিয়ের অ্যালবাম

আগামী পর্বে দেখতে পাবেন, তুতুল শিমুলের কাছে এসে বলছে, পরাগের ছাত্রী তার নামে সব জায়গায় উল্টো পাল্টা কথা বলে বেরাচ্ছে। প্রিয়াঙ্কা সবাইকে বলছে, খুব তাড়াতাড়ি সে বন্দ্যোপাধ্যায় বাড়িতে ঢুকবে আর শিমুলের বিদায় হবে। শিমুল আগেই বুঝেছিল প্রিয়াঙ্কা কিছু একটা গোলমাল পাকাচ্ছে। এবার সে কী করে সেটাই দেখার।