• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কালো,বেঁটে তাই সাইড রোল দিয়েই শুরু! অভিনয়ের দক্ষতায় পরে নিজের জাত চিনিয়েছেন নওয়াজ

“আগে দর্শনধারী, পরে গুণবিচারী” – গ্ল্যামদুনিয়ায় প্রতিমুহূর্তে সত্য বলে প্রমাণিত হয় এই প্রবাদ বাক্য। অভিনয়ের মাপকাঠিতে বেশ উপরের দিকে থাকলেও শুধুমাত্র সুদর্শন না হওয়ার দরুণ অনেক অভিনেতাই ‘নায়ক’ হওয়ার দৌড়ে পিছিয়ে পড়েন। পাশাপাশি স্বজনপ্রীতির (Nepotism) মত ফ্যাক্টর যে বলিউডে (Bollywood) বেশ প্রকট, তা আর আলাদা করে উল্লেখ করার দরকার পড়ে না। যদিও এরই মধ্যে বেশ কিছু অভিনেতা-অভিনেত্রী উঠে আসেন ধূমকেতুর মত। ‘দর্শনধারী’ না হওয়া সত্ত্বেও শুধুমাত্র অভিনয় দক্ষতা বা তাকলাগানো ব্যক্তিত্বের জোরে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui)। এই অসাধারণ অভিনেতার জন্মদিন আজ। ৪৭-এ পা দিলেন নওয়াজ!

আজ থেকে প্রায় ১৯ বছর আগে আমির খান (Aamir Khan) অভিনীত ‘সরফরোজ’ (Sarfarosh) ছবিতে একটি ছোট্ট ভূমিকায় অভিনয় করেন নওয়াজ। সেই শুরু নওয়াজের পথ চলা। এরপরে নওয়াজ পরিচিতি পান অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ (Gangs of Wasseypur) ছবিতে অভিনয় করে। তারপর থেকে সলমন খানের (Salman Khan) সঙ্গে ‘কিক’ (Kick) ছবি হোক বা নেটফ্লিকসের (Netflix) ওয়েব সিরিজ (Web-series) ‘স্যাকরেড গেমস’ (Sacred Games), সবেতেই দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন নওয়াজ।

   

entertainment,বিনোদন,bollywood,বলিউড,nawazuddin siddiqui,নওয়াজউদ্দিন সিদ্দিকী,gangs of wasseypur,গ্যাংস অফ ওয়াসেপুর

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুজ্জাফরনগরের বুধানাতে বাড়ি নওয়াজউদ্দিন সিদ্দিকীর। কৃষক পরিবারে বেড়ে ওঠা নওয়াজের জীবনে সিনেমা নামক কোনকিছুর অস্তিত্ব ছিল না। পাশের গ্রামের অঞ্জলির সাথে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হন নওয়াজ, ক্রমশ সেই সম্পর্ক পরিণতি পায় বিবাহবন্ধনে। এরপর প্রায় ৪৫ কিলোমিটার অতিক্রম করে চলচ্চিত্র দেখতে যেতেন নওয়াজ! সেই শুরু। বলিউডে আসার আগে মাত্র পাঁচটি ছবি দেখেছিলেন নওয়াজ। সেই ছবির সারাংশই আয়নার সামনে দাঁড়িয়ে একমনে আউড়ে যেতেন এই অভূতপূর্ব অভিনেতা।

entertainment,বিনোদন,bollywood,বলিউড,nawazuddin siddiqui,নওয়াজউদ্দিন সিদ্দিকী,gangs of wasseypur,গ্যাংস অফ ওয়াসেপুর

বলিউডে পা রাখার পরেই পেপসির (Pepsi) বিজ্ঞাপনী ক্যাম্পেন ‘শচীন আলা রে’-তে (Sachin Ala Re) দেখা যায় নওয়াজকে। এই কাজের জন্য মাত্র ৫০০ টাকা পেয়েছিলেন অভিনেতা। বলিগলিতে প্রায় ১২ বছর কঠোর পরিশ্রম করেছেন নওয়াজ। পরিচালক কবির বেদীর ‘নিউ ইয়র্ক’ ছবিতে নওয়াজের অভিনয় মনে ধরে অনেকেরই। নওয়াজের অভিনয়ে মুগ্ধ কবির সঙ্গে সঙ্গে নওয়াজকে তাঁর পরবর্তী ছবি ‘বজরঙ্গি ভাইজান’-র (Bajrangi Bhaijaan) জন্য বেছে নেন।

entertainment,বিনোদন,bollywood,বলিউড,nawazuddin siddiqui,নওয়াজউদ্দিন সিদ্দিকী,gangs of wasseypur,গ্যাংস অফ ওয়াসেপুর

‘সরফরোজ’-র পরে ‘জংলী’ (Junglee), ‘শূল’ (Shul) ও ‘দিল পে মত লে ইয়ার’ (Dil Pe Mat Le Yaar) ছবিতে অভিনয় করলেও এই কাজগুলির জন্য খুব একটা মনে রাখা হয়নি নওয়াজকে। অবশেষে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ ফ্রাঞ্চাইজির ‘ফয়জল’ (Faizal) চরিত্রে অভিনয়ের সুবাদে সকলের মনে গেঁথে জয় নওয়াজের নাম।

entertainment,বিনোদন,bollywood,বলিউড,nawazuddin siddiqui,নওয়াজউদ্দিন সিদ্দিকী,gangs of wasseypur,গ্যাংস অফ ওয়াসেপুর

এরপরে আর পিছন ফিরে তাকাতে হয়নি নওয়াজকে। ‘বদলাপুর’ (Badlapur), ‘মানঝি দ্য মাউন্টেন ম্যান’ (Manjhi The Mountain), ‘দ্য লাঞ্চ বক্স’ (The Lunch Box), ‘রমন রাঘব ২’ (Raman Raghav 2), ‘রইস’ (Raees), ‘মান্টো’ (Manto) এবং ‘ঠ্যাকারে’-র (Thackeray) মত উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করে সকলের নজর কেড়েছেন নওয়াজ। ইতিমধ্যে একটি জাতীয় পুরস্কারও চলে এসেছে এই অভিনেতার ঝুলিতে!