• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ, ক্যান্সেল হল শো! অসুস্থতা নিয়ে প্রথমবার মুখ খুললেন নচিকেতা

Published on:

Nachiketa Chakraborty opens up about his health condition

বাংলা গানের (Bengali Song) জগতে আগুন পাখি হলেন নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। তাঁর গাওয়া ‘লাল ফিতে সাদা মোজা’ গান শুনে সদ্য যৌবনে পা দেওয়া ছেলেমেয়েদের মনে একসময় ফুটেছিল প্রথম প্রেমের কুঁড়ি। তবে নচিকেতা মানেই কিন্তু শুধু প্রেমের গান নয়। চাঁচা-ছোলা ভাষায় গান বেঁধে সমাজের অন্যায়ের বিরুদ্ধেও গর্জে উঠেছেন তিনি।

এইভাবেই তিনি গানের জগতে পার করে ফেলেছেন ৩০ টা বছর। বাংলা গানে আর ভাষায় তাঁর মতো দখল আর কারও নেই। এ কথা তিনি নিজেও স্বীকার করেছেন নির্দ্বিধায়। এরই মধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়া খবর ছড়িয়েছে একাধিক কালজয়ী গান গানের স্রষ্ঠা এই নচিকেতা নাকি মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত। তাই নাকি একের পর এক শো বাতিল করতে শুরু করেছেন নচিকেতা।

Nachiketa Chakraborty Shares Photo saying Sab Jhooth Hain

যা শোনার পর থেকেই কার্যত মাথায় হাত নচিকেতা ভক্তদের। তবে সমস্ত জল্পনা উড়িয়ে এদিন শিল্পী বলেছেন, ‘দাপিয়ে শো করে বেড়াচ্ছি, তার মধ্যেই কারা রটিয়ে  বেড়াচ্ছে আমার নাকি ক্যান্সার হয়েছে। কিছু হয়নি আমার, বলে বলে অসুস্থ করে দেবেন না’। পাশাপাশি ভক্তদের উদ্দেশ্যে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই এদিন নচিকেতার বার্তা ‘হৃদয়ে রাখিস, আমার কোনও লোভ নেই রে পাগলা’।

আরও পড়ুনঃ ক্রিকেটের পর ব্যবসাতেও দাদাগিরি! কোথায় তৃতীয় কারখানা খুললেন সৌরভ গাঙ্গুলি জানেন?

প্রসঙ্গত নচিকেতা হলেন বাংলা গানের জগতের সেই সমস্ত গুটি কয়েক শিল্পীদের মধ্যে একজন যিনি নিজেকে নিয়ে সগর্বে বলতে পারেন ‘আমি ম্যাজিক জানি না। স্রেফ সৎভাবে গান গাওয়ার চেষ্টা করি। সবটাই ঈশ্বরের আর্শীবাদ। নচিকেতা হওয়া যায় না, নচিকেতার জন্ম হয়’।

আরও পড়ুনঃ উঠতে দেখলেই লোকে টেনে নামায়! সকলের সামনেই চোখে জল, বন্ধ হচ্ছে স্মার্ট নন্দিনী দিদির ভাতের হোটেল?

Nachiketa Chakraborty

সেইসাথে গায়কের সংযোজন, ‘অস্থির সময়ের প্রোডাক্ট আমি। ওই সময়টা যদি না তৈরি হয়, তাহলে নচিকেতা হওয়া অসম্ভব। আগামী ৫০ বছরেও আরেকটা নচিকেতা আসবে না, এইটুকু বলতে পারি’। নচিকেতা এমনই।  সোজাসাপ্টা,স্পষ্টবাদী। তাই তাঁর মনের আয়না, তাঁর গাওয়া গান। তাই তো তিনি জোর গলায় গাইতে পারেন ‘মন্ত্রীরা সব আস্ত বদের ধারী।’

যদিও অনেকের দাবি রাজ্যের শাসকদলে যোগ দেওয়ার পর নচিকেতার প্রতিবাদি সুর দমে গেছে।তবে আজ অবধি কারও কটাক্ষকেই তোয়াক্কা করেননি নচিকেতা। তাই তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বলেছেন, ‘আমাকে ডি গ্ল্যামারাইজ কতগুলো পাঁঠা করতে পারবে না। আমি বাংলা ভাষার উপর যে দাগটা রেখে গিয়েছি আমার সম্পর্কে দু-পাঁচটা বাজে কথা বলে তারা আমাকে ম্লান করতে পারবে না।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥