• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিচ্ছেদ অতীত, স্কুটিতে কলকাতা দর্শন জীতু-নবনীতার! ভিডিও ফাঁস হতেই শুভেচ্ছা ভক্তদের

Updated on:

Nabanita Das shares throwback video with husband Jeetu Kamal

গত কয়েক মাস ধরেই সংবাদমাধ্যমের শিরোনামে রয়েছেন জিতু কমল (Jeetu Kamal) এবং নবনীতা দাস (Nabanita Das)টলিপাড়ার (Tollywood) এই ‘পাওয়ার কাপল’র বিচ্ছেদ নিয়ে নানান জল্পনা-কল্পনা চলছে নেটপাড়ায়। বিচ্ছেদের পর এটা প্রথম পুজো (Durga Puja) ছিল জিতু-নবনীতার। দুই তরফ থেকেই উদযাপনের কোনও ছবি আসেনি। তবে পুজোর একেবারে শেষ লগ্নে এসে নবনীতা একটি ভিডিও শেয়ার করেন, যা শোরগোল ফেলে দেয় সোশ্যাল মিডিয়ায়।

দশমীর রাতে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও (Video) শেয়ার করেন নবনীতা। সেখানে দেখা যাচ্ছে, জিতুর স্কুটারে (Scooter) চেপে আলো ঝলমলে কলকাতায় ঘুরছেন তিনি। সম্ভবত মাঝরাতে বেরিয়েছিলেন দু’জনে, সেই জন্য রাস্তাঘাট খানিক সুনসান। তবে পুজোর আমেজ ছিল সর্বত্র।

Jeetu Kamal and Nabanita Das, Jeetu Kamal and Nabanita Das divorce, Jeetu Kamal and Nabanita Das divorce reason

নবনীতা এই ভিডিও শেয়ার করা মাত্রই অনেকে ধরে নেন সব কিছু বোধহয় ঠিক হয়ে গিয়েছে। দূরত্ব ঘুচিয়ে পুজোর আবহে ফের কাছাকাছি এসেছেন জিতু-নবনীতা। তবে ভুল ভাঙে ক্যাপশন দেখার পর। সেখানে স্পষ্ট লেখা, ‘গত বছর…’। নিমেষের মধ্যে খুশি বদলে যায় বিষাদে।

আরও পড়ুনঃ নতুন ধ্যাষ্টামো, সপ্তমীতে বাইজি নাচ নিয়ে তুলকালাম দত্তবাড়ি! টিভির আগেই ফাঁস ধুন্ধুমার পর্ব

পুজোর আবহে জিতুর সঙ্গে নবনীতার এই ভিডিও শেয়ার করা যে মন খারাপের লক্ষণ তা বুঝতে অসুবিধা হয়নি কারোর। কেউ লিখেছেন, ‘শুভ বিজয়ায় এই কামনা রইল যে এই ছবি প্রত্যেক বছর আসুক, শুধু গত বছর নয়। ভালো থেকো, একসঙ্গে থেকো তোমরা’। দ্বিতীয়জনের মন্তব্য, ‘তোমার দু’জন চেষ্টা করলেই আবার সব আগের মতো ঠিক হয়ে যাবে’।

আরও পড়ুনঃ স্ত্রী না থাকলে বাঁচতাম না! অতীতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করলেন কুশল চক্রবর্তী

Jeetu Kamal and Nabanita Das

পুজোর কয়েক সপ্তাহ আগেও জিতু এবং শ্বশুর-শাশুড়ির সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন নবনীতা। সেবারও খানিক আক্ষেপের সুরে অভিনেত্রী লিখেছিলেন, ‘এবার পুজোটা তোমাদের সঙ্গে কাটানো হবে না’।

 

View this post on Instagram

 

A post shared by Nabanita❤ (@nabanita.das)

নবনীতা নিজেই জানিয়েছেন, এই বছর পুজোয় দু-একটা পুজো পরিক্রমার কাজ ছাড়া আর কোথাও যাননি তিনি। মা দুর্গাক বরণ অবধি করেননি। জিতুর সঙ্গে বিচ্ছেদের পর সম্পূর্ণ পাল্টে গিয়েছে অভিনেত্রীর জীবন। তবে এখনও কাটিয়ে উঠতে পারেননি অতীতের পিছুটান। পুরনো স্মৃতিগুলিকে আঁকড়েই তাই এখন দিন কাটাছে তাঁর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥