• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সলমনের বাড়িতে বিয়ের সানাই! ৫৬ পেরিয়ে ঘুচবে আইবুড়ো তকমা, সুখবর ফাঁস হতেই তোলপাড় নেটপাড়া

Published on:

Salman Khan brother Arbaaz Khan might get married soon

বলিউডে মোস্ট এলিজেবল ব্যাচেলর সলমন খান (Salman Khan)। তাঁর প্রেমে পাগল বহু কন্যে। কিন্তু অভিনেতা বিয়ের পথে পা বাড়াতে নারাজ। এখনও ব্যাচেলর লাইফ এনজয় করছেন তিনি। সলমনের মতো তাঁর দুই ভাই আরবাজ খান (Arbaaz Khan) এবং সোহেলেও এখনও সিঙ্গেল। দু’জনেরই বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। একাকী জীবন উপভোগ করছেন তাঁরা। তবে এখন শোনা যাচ্ছে, এই খান পরিবারেই বাজতে চলেছে বিয়ের সানাই!

সলমনের বাড়িতে বিয়ে শুনে অনেকেই প্রথমে ভাবছেন হয়তো ভাইজান গাঁটছড়া বাঁধছেন। কিন্তু না। শোনা যাচ্ছে, সলমনের ভাই আরবাজ খান ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে বিচ্ছেদের পর ফের নতুন ভালোবাসা খুঁজে পেয়েছেন তিনি। তাঁর হাত ধরেই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন বলে খবর।

Arbaaz Khan might get married post break up with Giorgia Andriani

১৯৯৮ সালে অভিনেত্রী মালাইকা অরোরাকে বিয়ে করেছিলেন আরবাজ। ১৯ বছর সংসার করার পর ২০১৭ সালে ডিভোর্সের সিদ্ধান্ত নেন দু’জনে। এরপর থেকে জর্জিয়ার সঙ্গেই সম্পর্কে ছিলেন অভিনেতা। তবে সম্প্রতি শোনা যায়, ব্রেক আপ হয়ে গিয়েছে তাঁদের। জর্জিয়া নিজে সেই খবরে শিলমোহর দিয়েছেন।

আরও পড়ুনঃ আবারও শাহরুখময় গোটা দেশ, রিলিজের আগেই রেকর্ড ভাঙা শুরু করল ‘ডানকি’

তবে সূত্র বলছে, বিদেশি প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ হতেই নতুন প্রেমে মজেছেন সলমনের ভাই। শোনা যাচ্ছে, বলিউডের জনপ্রিয় রূপটান শিল্পী সুরা খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা। শীঘ্রই তাঁরা গাঁটছড়া বাঁধতে চলেছেন বলে খবর।

Arbaaz Khan getting married

একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, আরবাজ এবং সুরা নিজেদের সম্পর্ক নিয়ে ভীষণ সিরিয়াস। নিছক প্রেম নয়, বিয়ে করার প্ল্যান আছে তাঁদের। শীঘ্রই তাঁরা গাঁটছড়া বাঁধবেন বলেও শোনা যাচ্ছে। তবে খুব ধুমধাম করে নয়, পরিবার-পরিজন এবং কাছের মানুষদের সাক্ষী রেখে জীবনের এই নতুন ইনিংস শুরু করবেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ টাকার বন্যা বয়ে যাবে! বক্স অফিস কাঁপাতে একসাথে সানি-সালমান, সুখবর পেতেই উচ্ছসিত ভক্তরা

জানা গিয়েছে, সিনেমার সেটে সুরার সঙ্গে প্রথম পরিচয় আরবাজের। সুরার ইনস্টাগ্রাম থেকে জানা গিয়েছে, রবীনা ট্যান্ডন এবং তাঁর মেয়ে রাশা থাডানির রূপটান শিল্পী হিসেবে কাজ করেন তিনি। এবার দেখা যাক, সলমনের নতুন বৌদি হিসেবে তাঁকে দেখা যায় কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥