জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘মন দিতে চাই’-এর (Mon Dite Chai) সেট থেকেই বেশ কিছুদিন ধরেই লাগাতার চর্চায় রয়েছেন এই সিরিয়ালের নায়ক সোমরাজ এবং তাঁর অনস্ক্রিন শালী দোয়েল। ধারাবাহিকে সোমরাজ চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ঋত্বিক মুখার্জি (Writwik Mukherjee) এবং দোয়েল চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রীতমা মিত্র (Shritama Mitra)।
কিছুদিন ধরেই টেলিপাড়ার জোর গুঞ্জন পর্দার এই শালী জামাইবাবু নাকি প্রেম করছেন। কিন্তু সম্পর্কের সিলমোহর পড়ার আগেই পুজোর মুখেই ঘটে গেল অঘটন। আচমকাই সোশ্যাল মিডিয়ায় শ্রীতমাকে আনফলো করলেন ঋত্বিক। সেই সাথে তার সাথে শেয়ার করা বিভিন্ন মিষ্টি মুহূর্তের ছবিও মুছে দিলেন অভিনেতা। যা নিয়ে বিগত কদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় চলছে জোর জল্পনা।

কিন্তু ঋত্বিকের শ্রীতমাকে আনফলো করা এবং তার সাথে শেয়ার করা সব ছবি ডিলিট করার পিছনে আসল কারণ কি? তা জানতেই সম্প্রতি অভিনেতার সাথে যোগাযোগ করেছিল নিউজ ১৮ বাংলা। এ প্রসঙ্গে পর্দার সোমরাজ অর্থাৎ অভিনেতা ঋত্বিক মুখার্জির স্পষ্ট জবাব ‘যার কোনও শুরুই ছিল না, তার আবার শেষ কোথায়? আমি আর শ্রীতমা খুব ভাল বন্ধু হয়ে উঠেছিলাম, এখনও আছি। এবং সেই বন্ধুত্বকেই নানা ধরনের নাম দিতে শুরু করেছিল অনেকে।’
আরও পড়ুনঃ চয়নকে ভুলে কার হাত ধরল রুচিরা? অভিনেত্রী সৌমির বাস্তবের প্রেমিককে চেনেন? রইল ছবি সহ পরিচয়
সেই সাথে শ্রীতমার সাথে নিজের সম্পর্ক স্পষ্ট করে দিয়ে ঋত্বিকের আরো সংযোজন ‘আমরা দু’জন কিন্তু সেই সম্পর্কের কোনও বিশেষ নাম দিইনি কখনওই। তাই অনেকের মনে হচ্ছে, কিছু একটা শেষ হল। তবে হ্যাঁ, সেই সমস্ত কথাবার্তাকে আর নিজের জীবনে জায়গা দেব না বলেই ছবিগুলো উড়িয়ে দিয়েছি। ঘটনার সূত্রপাত যেখান থেকে, সেখানেই শেষ করাটা দরকার বলে মনে হয়েছিল।’

তবে এই সিদ্ধান্ত নাকি তারা দুজনে মিলেই নিয়েছেন বলে জানিয়েছেন ঋত্বিক। পাশাপাশি একে অপরকে আনফলো করার কারণ কি? যদি বন্ধুত্বে ভাঙন না ধরে তাহলে এই পদক্ষেপ কেন নিয়েছেন তারা? এ প্রসঙ্গে ঋত্বিকের উত্তর ‘ফলো করে রাখলে বেশি সমস্যা হচ্ছিল। তাই আনফলো করলাম। আমাদের তো অনেককে নিয়ে চলতে হয়। আমাদেরও পরিবার রয়েছে, তাদেরকেও নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। ব্যক্তিজীবন, সমাজ, সবার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ’।
বাস্তবে সদা সিঙ্গেল ঋত্বিকের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। তবে অভিনেতা বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই ভালোবাসেন এ প্রসঙ্গে অভিনেতা বলেছেন ‘আমাকে নিয়ে অনেক ধারণা তৈরি হয়েছে জানি। সেগুলি সত্য না মিথ্যা, সেসব নিয়ে বিশেষ কিছু বলতে চাই না। তখন আমি যা করেছি, তার ভিত্তিতে ধারণা তৈরি হয়েছে। এখন আমি যা করছি, তা নিয়ে আবার ধারণাটা পাল্টে যাবে।’














