• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জাতীয় মঞ্চে আবারও বাংলার জয়গান! পদ্মসম্মানে সম্মানিত মিঠুন চক্রবর্তী সহ বহু বাঙালি, রইল তালিকা

Published on:

Mithun Chakraborty,Padma Bhushan,Padmashree,মিঠুন চক্রবর্তী,পদ্মশ্রী,পদ্মভূষণ,পদ্মবিভূষণ

মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), নামটাই যথেষ্ট মানুষটাকে চেনার জন্য। বাংলা সিনেমা তো বটেই বলিউডেও নিজের দাপট দেখিয়েছেন মিঠুন চক্রবর্তী। এবছর ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পদ্মভূষণ (Padma Bhusan) সন্মান ২০২৪ পাওয়া ব্যক্তিত্বদের নাম ঘোষণা করা হয়েছে। সেখানেই রয়েছে বাংলার মহাগুরুর নাম।

পদ্মভূষণ হল ভারতবর্ষের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের মধ্যে অন্যতম। ১৯৭৬ সালে মৃগয়া ছবি দিয়ে বাংলা সিনেমার জগতে আত্মপ্রকাশ করেন মিঠুন চক্রবর্তী। তারপর একেরপর এক সুপারহিট ছবিতে দেখা গিয়েছে তাকে। বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও দুর্দান্ত জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি। বর্তমানে ৭৩ বছর বয়সেই অপ্রতিরোদ্ধ দিনই।

MIthun Chakraborty, MIthun Chakraborty birthday, why MIthun Chakraborty does not celebrate his birthday

শেষবার মিঠুন চক্রবর্তীকে দেখা গিয়েছে ‘কাবুলিওয়ালা’ ছবিতে। গতবছর ডিসেম্বরে রিলিজ হওয়া ছবিটি বাংলা বক্স অফিসে ব্যাপক ভালো ফল করেছে। এছাড়াও জনপ্রিয় রিয়েলিটি শো ‘ড্যান্স বাংলা ড্যান্স’ এর বিচারকের আসনেও দেখা যায় তাঁকে। অভিনয়ের দৌলতে প্রচুর পুরস্কার রয়েছে অভিনেতার ঝুলিতে। তবে এবার পদ্মভূষণ সম্মানে ভূষিত হলেন মিঠুন চক্রবর্তী।

আরও পড়ুনঃ হবিষ্যি খেয়ে রামকৃষ্ণের চরিত্র অভিনয়! এই ছবিই জাতীয় পুরস্কার এনে দেয় মিঠুনের ঝুলিতে

এদিন মিঠুন চক্রবর্তী ছাড়াও আরও ১৬ জনকে পদ্মভূষণ দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে বিশিষ্ঠ সংগীত শিল্পী উষা উত্থুপের নামও। এবছর পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হচ্ছেন ‘বড়লোকের বিটি লো’ গায়ক রতন কাহার। পুরুলিয়ার ‘গাছ দাদু’ দুখু মাঝি, প্রখ্যাত মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল, নারায়ণ চক্রবর্তী, গীতা রায় বর্মন, তাগদীরা বেগম।

Mithun Chakraborty and Usha Uthup awarded Padma Bhushan

আরও পড়ুনঃ জিষ্ণুর সাথে বিয়ের পিঁড়িতে গিনি, শুনেই নতুন প্ল্যান কষছে রূপ! ফাঁস ইচ্ছে পুতুলের ধুন্ধুমার আগাম পর্ব

এছাড়াও এবছর পাঁচ জনকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। যাদের মধ্যে রয়েছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির নায়ক চিরঞ্জীবী। প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু তামিলনাড়ুর পদ্ম সুব্রহ্মনিয়ম ও বৈজয়ন্তীমালা বালি। এরপর বিহারের সমাজকর্মী বিন্দেশ্বর পাঠককে মরণোত্তর সন্মান দেওয়া হবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥