• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হবিষ্যি খেয়ে রামকৃষ্ণের চরিত্র অভিনয়! এই ছবিই জাতীয় পুরস্কার এনে দেয় মিঠুনের ঝুলিতে

Published on:

Mithun Chakraborty won third National Award for acting as Ramakrishna in this movie

বলিউড হোক কিংবা টলিউড (Bollywood & Tollywood) উভয় ইন্ডাস্ট্রিতেই এখনও এই বয়সেই দাপটের সাথে অভিনয় করে চলেছেন একজন জনপ্রিয় বাঙালি সুপারস্টার। তিনি আর কেউ নন, তিনি হলেন ৭৪ বছর বয়সী মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত মৃণাল সেন পরিচালিত ‘মৃগয়া’ সিনেমা ছিল মিঠুনের ক্যারিয়ারের প্রথম সিনেমা। আর এই প্রথম সিনেমায় ছিল সুপারহিট।

এই সিনেমার জন্য ক্যারিয়ারের শুরুতেই জাতীয় পুরস্কার (National Award) পেয়েছিলেন মিঠুন। এরপর অভিনেতার ঝুলিতে দ্বিতীয় জাতীয় পুরস্কার ওঠে ‘তাহাদের কথা’ সিনেমার জন্য। যা থেকে প্রমাণিত হয় শুরু থেকেই মিঠুন একজন জাত অভিনেতা। তাই একদিকে তিনি যেমন সাবলীলভাবে অভিনয় করেছেন “ডি ডিস্কো ড্যান্সার” এর মত সিনেমায়।

MIthun Chakraborty, MIthun Chakraborty birthday, why MIthun Chakraborty does not celebrate his birthday

তেমনি পরবর্তীতে ‘বিবেকানন্দ’ সিনেমায় রামকৃষ্ণ (Ramkrishna) চরিত্রে অভিনয় করেও সবাইকে অবাক করে দিয়েছিলেন মিঠুন।  প্রসঙ্গত এই সিনেমা করার আগেই মিঠুন অভিনয় করে ফেলেছিলেন ডিসকো ড্যান্সার সিনেমায়। তাই মিঠুন রামকৃষ্ণ চরিত্রে অভিনয় করবেন শুনেই  প্রথমে তুমুল সমালোচনা শুরু হয়েছিল সারা দেশে। কিন্তু সবাইকে ভুল প্রমাণিত করে নিজের সাবলীল অভিনয় দিয়ে তিনি খুব সুন্দর ভাবে বড়পর্দায় ফুটিয়ে তুলেছিলেন মিঠুন।

যার জন্য সেইসময় পার্শ্ব চরিত্রের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। দীর্ঘদিনের অভিনয় জীবনে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে মিঠুন হয়ে উঠেছেন একজন চরিত্রাভিনেতা। তাই যে কোনো চরিত্রই তিনি নিখুঁত ভাবে ফুটিয়ে তুলতে পারেন বড় পর্দায়। তাই যে কোনো চরিত্রে অভিনয় করার আগে সেই চরিত্রটিকে ভিতর থেকে উপলব্ধি করার চেষ্টা করেন মিঠুন। প্রকৃতপক্ষে সেই চরিত্রটির মধ্যেই বাঁচতে শুরু করেন তিনি।

বলিউড,Bollywood,মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,রামকৃষ্ণ,Ramkrishna,অজানা কথা,Unknown Facts

তেমনি এই রামকৃষ্ণের চরিত্রে অভিনয় করার সময় মিঠুন নাকি হবিষ্যি খেয়েই কাটিয়েছিলেন। জানা যায় এই সিনেমাটি সম্প্রচারিত হয়েছিল দূরদর্শনে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের হেমা মালিনী, তনুজা এবং জয়াপ্রদার মতো অভিনেত্রীরা। সদ্য ৭৪-এ পা দিয়েছেন এই জনপ্রিয় মেগাস্টার।

বলিউড,Bollywood,মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,রামকৃষ্ণ,Ramkrishna,অজানা কথা,Unknown Facts

দেশজুড়ে অসংখ্য অনুরাগী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সহ অভিনেতা অভিনেত্রী সকলের কাছ থেকেই একরাশ শুভেচ্ছা পেয়েছেন তিনি। সম্প্রতি জি বাংলার ডান্স বাংলা ডান্সের মঞ্চে খুব ঘটা করে পালন করা হয়েছিল মহাগুরু মিঠুন চক্রবর্তীর জন্মদিন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥