• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই সিরিয়ালে নতুন চমক! সামনে এল আসল দোষী, ফাঁস হল সিদ্ধার্থের মৃত্যু রহস্য

মিঠাই (Mithai) সিরিয়ালে বর্তমানে চলছে একেবারে টানটান উত্তেজনায় ভরা পর্ব। একসময় গাঁটছড়ার কাছে পিছিয়ে পড়েছিল মিঠাইরানী। তবে আর নয়, ব্যাক টু ব্যাক দুর্দান্ত সমস্ত চমক নিয়ে হাজির হয়ে টিআরপি তালিকায় (TRP List) আবারো প্রথম হয়ে গেছে মিঠাই। হেলদি হেঁশেল থেকে শুরু করে এখন নকল রং দিয়ে মোদক গ্রূপের বদনামের চেষ্টা আর সাথে নতুন প্রোমোতে সিদ্ধার্থের গাড়ির অ্যাক্সিডেন্ট (Sidharth Car Accident) সব মিলিয়ে আবারও দর্শককের চোখ আটকে গিয়েছে মিঠাই সিরিয়ালে।

কিছুদিন আগেই মিঠাইয়ের নতুন প্রোমোতে দেখানো হয়েছে সিদ্ধার্থর গাড়িকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে জলে। এরপর সেখানে পুলিশ সহ পরিবারের সকলে উপস্থিত হয়েছে। গাড়ি জল থেকে উদ্ধার করলেও তাতে সিদ্ধার্থ নেই। একপ্রকার সকলেই ভাবছে যে সিদ্ধার্থ হয়তো আর বেঁচে নেই। এরপরেই দিনের বেলা থেকে সন্ধ্যের দৃশ্যে দেখা যাচ্ছে রকস্টার সিদ্ধার্থকে।

   

Sidharth finds out truth of Santosh Satpati

নতুন এই প্রোমো যেন উত্তেজনা বাড়িয়ে দিয়েছিলো দর্শকদের। সবে কি সত্যিই আলাদা হয়ে যাবে মিঠাই সিদ্ধার্থ? এই প্রশ্ন বারেবারে চিন্তা বাড়িয়ে তুলছিল মিঠাই প্রেমীদের। তবে সম্প্রতি এই প্রশ্নের উত্তর মিলেছে অনেকটাই। গতকালের পর্বে দেখা গিয়েছে খাবারে ভেজাল রং কে মিশিয়েছে তার তদন্ত করতে সর্দার সেজে হাজির হয়েছে সিদ্ধার্থ।

মিঠাই,Mithai,Mithai Serial,Sidharth Car Accident,Mithai Promo,Taarget Rating Point,Bengali Serial,bengali Serial Update

সেখানে গিয়েই জানতে পারে গোটা ঘটনার পিছনে হাত রয়েছে সন্তোষ সৎপতির। ঘটনাচক্রে তিনিই সিদ্ধার্থের পিসেমশাই, এদিকে সিদ্ধার্থ যে বুঝতে পেরেছে সেই খবর পৌঁছেছে পিসেমশাইয়ের কানেও। এরপর এতদিনের সাসপেন্স ভেঙে দেখানো হয়েছে ওমি আগরওয়াল আর সিদ্ধার্থের পিসেমশাই হাত মিলেছে মোদক গ্রূপের বদনামের জন্য। সাথে কিভাবে গোটা কাজটা হয়েছিল সেটাও দেখানো হয়েছে।

সিদ্ধার্থকে সর্দার রূপে ধরেই ফেলেছিল ভেজাল তৈরির কারখানার লোকেরা। কোনোমতে সেখান থেকে পালিয়ে বাঁচে সে। এরপর রাস্তায় মিঠাইকে ফোন করে সবটা বলে সে। শেষে সিদ্ধার্থ মিঠাইকে জানায় যে ঘটনার আসল সত্যি জানার জন্য ১-২ মাস নিরুদ্দেশ হয়ে ছদ্দবেশে নিতে হবে তাকে। অর্থাৎ প্রোমোতে যেমনটা দেখানো হয়েছিল আসলে কিন্তু তেমনটা হচ্ছে না। মারা যায়নি মিঠাইয়ের উচ্ছেবাবু। গা ঢাকা দেওয়ার জন্য রকস্টার ছদ্দবেশে নেবে সে। এখন আগে কি ঘটতে চলেছে সেটা জানতে গেলেই দেখতে হবে মিঠাই সিরিয়াল।