• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিরিয়াল শেষ হতেই অভিনয়কে টাটা! রাতারাতি নতুন পেশা বেছে নিলেন জি বাংলার নায়িকা

Published on:

Mithai fame this Bengali serial actress Diya Mukherjee started new career as YouTube vlogger

Mithai Actress started new carrier after serial ends: বাংলা সিরিয়ালের (Bengali Mega) অনেক তারকা (Bengali Serial Actress) এখন অভিনয়ের পাশাপাশি নতুন পেশা বেছে নিচ্ছেন। কারোর রয়েছে শাড়ি-গয়নার ব্যবসা, কারোর আবার রেস্তোরাঁ। সম্প্রতি সেই তালিকাতেই নাম লেখালেন জি বাংলার (Zee Bangla) এক জনপ্রিয় নায়িকা। অভিনেত্রী হিসেবে তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর এবার নতুন পেশা বেছে নিলেন তিনি।

এখন নিশ্চয়ই ভাবছেন জি বাংলার কোন অভিনেত্রী নতুন পেশা বেছে নিয়েছেন? তাহলে জানিয়ে রাখি সেই অভিনেত্রী হলেন ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকের (Bengali Serial) শ্রীতমা তথা জনপ্রিয় টেলি অভিনেত্রী দিয়া মুখার্জি (Diya Mukherjee)। সম্প্রতি নিজের কেরিয়ারের নতুন ইনিংস শুরু করেছেন তিনি। কিন্তু তাহলে কি অভিনয় ছেড়ে দিচ্ছেন দিয়া? অনেকের মনেই উঁকি দিয়েছে এই প্রশ্ন।

Diya Mukherjee and Soumitrisha Kundu, Diya Mukherjee YouTube channel

জি বাংলার ‘সীমারেখা’ ধারাবাহিকের হাত ধরে কেরিয়ার শুরু হয়েছিল শ্রীতমার। এরপর ‘মিঠাই’র হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান তিনি। পার্শ্বচরিত্র হলেও দিয়ার অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। তবে ‘মিঠাই’ শেষ হওয়ার পর আর নতুন কোনও সিরিয়ালে দেখা যায়নি দিয়াকে।

এর মধ্যেই শোনা গেল, অভিনয়ের পাশাপাশি কেরিয়ারের নতুন ইনিংস শুরু করেছেন দিয়া। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের একাধিক অভিনেত্রী দ্বিতীয় পেশা হিসেবে ইউটিউব ভ্লগিংকে (YouTube Vlogging) বেছে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ইউটিউবে ভিডিও বানিয়ে অর্থ উপার্জনের নতুন পথ খুলে ফেলেছেন তাঁরা।

আরও পড়ুনঃ ইউনিফর্ম ছেড়ে ছেঁড়া জিন্স আর ক্রপ টপে ঝড় তুলল জগদ্ধাত্রী! কায়দা দেখে বেহুঁশ নেটপাড়া

Diya Mukherjee, Diya Mukherjee short film, Mithai and Sritama, Diya Mukherjee YouTube channel

আরও পড়ুনঃ স্বামী হওয়ার যোগ্য নয়! মেঘের ক্ষতি করে এবার দর্শকদের চোখে ভিলেন ‘ইচ্ছে পুতুল’র নীল

এর আগে ‘মিঠাই’র নিপা তথা অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা এবং তোর্সা তথা তন্বী লাহা রায় নিজের ইউটিউব চ্যানেল খুলেছিলেন। এবার দিয়াও সেই পিথেই হাঁটলেন। সদ্য এই চ্যানেল খুলেছেন অভিনেত্রী। আর দেখতে দেখতে প্রায় ১০০০ জন সাবস্ক্রাইবারও হয়ে গিয়েছে তাঁর। এতদিন যারা দিয়াকে পর্দায় মিস করছিলেন তাঁরা এবার চাইলেই ইউটিউবে দেখতে পাবেন অভিনেত্রীকে।

দিয়া নিজের ইউটিউব চ্যানেলের নাম রেখেছেন দিয়া মুখার্জি। দশ দিন আগে এই চ্যানেল খুলেছেন তিনি। ইতিমধ্যেই ৩টি ভিডিও-ও আপলোড করে ফেলেছেন তিনি। তবে জানিয়ে রাখা প্রয়োজন, ইউটিউব চ্যানেল খুললেও অভিনয় দুনিয়াকে কিন্তু বিদায় জানাচ্ছেন না ‘মিঠাই’র শ্রীতমা। তাই তাঁর অনুরাগীদের চিন্তা করার কোনও দরকার নেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥