• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আমাকে দু’বার মেরেও ফেলেছে!’ এবার প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলতেই বিস্ফোরক আদৃত

Published on:

Mithai fame Sidhartha actor Adrit Roy opens up about his upcoming project

বাংলা সিরিয়ালের (Bengali Serial) ইতিহাসে অত্যন্ত জনপ্রিয় একটি মেগা সিরিয়াল ‘মিঠাই’ (Mithai)। টিভির পর্দায় ইতিমধ্যে এই এই সিরিয়ালের সম্প্রচার শেষ হয়েছে ঠিকই কিন্তু দর্শকমহলে মিঠাইয়ের ক্রেজ যেন কমছে না কিছুতেই। তাই এই সিরিয়ালের নায়ক নায়িকা থেকে অন্যান্য কলা কুশলীরা বর্তমানে কে কোন কাজ করছেন কিংবা কোনো প্রজেক্টে ফিরছেন কিনা তা জানার জন্য অনুরাগীদের কৌতূহল রয়েছে আকাশছোঁয়া।

বিশেষ করে সিরিয়ালের নায়ক সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায় (Adrit Roy) আগামী দিনে কি কাজ করছেন তা জানার কৌতূহল কিছুতেই চাপতে পারছেন না অনুরাগীরা। সকলেই জানতে চাইছেন আদৃত আগামী দিনে আবার বড়পর্দায় ফিরবেন নাকি আবার তাকে দেখা যাবে বাংলা সিরিয়ালের দর্শকদের ঘরে ঘরে। এরই মধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হয়েছিল একটি বড়সড় আপডেট।

Mithai Adrit Roy Soumitrisha Kundu

চারদিকে খবর চাউর হয় নতুন সিরিয়ালে টেলিভিশনের জনপ্রিয় টেলি অভিনেত্রী সৃজলা গুহর সাথে জুটি বাঁধতে চলেছেন আদৃত। এই খবর চাউর হওয়া মাত্রই অদৃতের কাছে এত বেশি ফোন আর মেসেজ এসেছে যে শেষমেষ বিরক্ত হয়ে তিনি নিজেই সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করেছিলেন। অনুরাগীদের মন ভেঙে দিয়ে সেখানেই  খানিকটা মজার ছলে এদিন আদৃত জানিয়েছেন তিনি নিজেই নাকি জানেন না তিনি আগামীদিনে কোন সিরিয়ালে অভিনয় করছেন।

এদিনের সোশ্যাল মিডিয়া পোস্টে আদৃত লিখেছেন ‘আমাকে অনেকেই ফোন করছেন, মেসেজ করে জানতে চাইছেন নতুন কোনও ধারাবাহিকে ফিরছি কিনা। আমি নিজেও বেশ কয়েকটি নিউজ পোর্টালে ঘেঁটে এই একই খবর দেখেছি। তবে একটাই কথা বলব যে এই ধরণের খবর ইগনোর করুন। আমাকে তো গত বছর দুবার মেরে দিয়েছে আর এই বছর একবার।’

আরও পড়ুনঃ সূর্যর কাছে যেতেই মিশকাকে চড় কষালো দীপা! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকা পর্ব

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,আদৃত রায়,Adrit Roy,ভাইরাল পোস্ট,Viral Post,নতুন সিরিয়াল,New Serial,সৃজলা গুহ,Srijla Guha,ভুয়ো খবর,Fake News,প্রতিক্রিয়া,Reaction

এরপরেই কিছুদিন আগে চাউর হওয়া ভুয়ো গাড়ি দুর্ঘটনার কথা উল্লেখ করে নিউজ পোর্টাল গুলিকে একহাত নিয়ে অভিনেতা লিখেছেন ‘এমন খবরও হয়েছে এক সপ্তাহ আগে যে আমি না কি দুর্ঘটনার শিকার হয়েছি! আর এখন এই খবর রটাচ্ছে যার বিষয়ে আমি নিজেই অবগত নই! তাই আমার মনে হয়, খবরের এই সূত্রে কোথাও ভুল তথ্য উঠে আসছে। আর তা না হলে আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমার জন্য এতটা সময় দিয়ে পরিশ্রম করার জন্য তাঁদের ধন্যবাদ জানাই।’

আরও পড়ুনঃ বক্সিং অতীত, বিয়ের পিঁড়িতে ফুলকি, রোহিত-ফুলকির বিয়ের ছবি ভাইরাল হতেই খিল্লি শুরু দর্শকমহলে

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,আদৃত রায়,Adrit Roy,ভাইরাল পোস্ট,Viral Post,নতুন সিরিয়াল,New Serial,সৃজলা গুহ,Srijla Guha,ভুয়ো খবর,Fake News,প্রতিক্রিয়া,Reaction

সেইসাথে এদিন পর্দার মিথাইরানির উচ্ছেবাবু খুব স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন ‘যাঁরা আমার শুভাকাঙ্খী, তাঁদের উদ্দেশে বলছি, আমি ভাল আছি, ভাল কিছুর জন্য নিজেকে প্রস্তুত করছি। শীঘ্রই সেই খবর আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এটাই একমাত্র জায়গা যেখান থেকে আপনারা সঠিক তথ্য, খবর পাবেন। এখানেই আমি সবার সঙ্গে যোগাযোগ রাখি (জানি আমি একটু অনিয়মিত, দুঃখিত তার জন্য)। এই ধরনের খবরে বিশ্বাস করবেন না। পেজ ভিউ পাওয়ার জন্য তাঁদের এই চেষ্টাকে আমি সম্মান করি। আমি তাদের সম্মান করি, তবে বিনা কারণে সকলের মধ্যে এই উত্তেজনাটা আমায় বিচলিত করে। সকলকে অনেক ভালবাসা।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥