• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বক্সিং অতীত, বিয়ের পিঁড়িতে ফুলকি, রোহিত-ফুলকির বিয়ের ছবি ভাইরাল হতেই খিল্লি শুরু দর্শকমহলে

Published on:

Phulki serial Rohit Phulki marriage photo goes viral

টেলিভিশনের পর্দায় সদ্য শুরু হওয়া একঝাঁক নতুন বাংলা সিরিয়ালের (Bengali Serial) ভীড়ে একটু একটু করে মাথা তুলে দাঁড়াচ্ছে জী বাংলার (Zee Bangla) ভালোবাসার  ‘ফুলকি’ (Phulki)। সাপ্তাহিক টিআরপি (TRP) লিস্ট পাকাপাকিভাবে প্রথম প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে জি বাংলার এই ব্র্যান্ড নিউ সিরিয়াল। আজকের সাপ্তাহিক টিআরপি তালিকাতেও ৭.৭ স্কোর নিয়ে তৃতীয় স্থান দখল করেছে এই সিরিয়াল।

যা প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসার সন্ধ্যাতারার সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে এবারেও ছিনিয়ে নিয়েছে সন্ধ্যা সাড়ে সাতটার স্লট। প্রসঙ্গত বাংলা সিরিয়ালে বিয়ে (Marriage) মানেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্র্যাক। যেখানে নায়ক নায়িকার বিয়ে ঘিরে টিআরপি বাড়ানোর ক্ষেত্রে থাকে একটা বিরাট সুযোগ। তাই বাংলা সিরিয়াল গুলিতে বিয়ে নিয়ে এক্সপেরিমেন্ট করতেও দেখা যায় সিরিয়ালের নির্মাতাদের।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ফুলকি,Phulki,রোহিত,Rohit,বিয়ে,Marriage,নতুন চমক,New Twist,অপহরণ,Kidnap,রুদ্ররূপ,Rudrarup

তাই এই বাংলা সিরিয়ালের দৌলতেই উড়ন্ত সিঁদুর, উড়ন্ত মালা থেকে লিপস্টিক বিয়ে অথবা হালের নিজেই নিজেকে বিয়ের মতো বিভিন্ন ধরনের নাটকীয় বিয়ে দেখে ফেলেছেন দর্শক। তবে ফুলকি সিরিয়ালে এই সমস্ত নাটকীয় বিয়ের ঝলক দেখা না গেলেও শুরুতেই নায়ক নায়িকা রোহিত-ফুলকির (Rohit-Phulki) দু’দুবার বিয়ে দেখিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন নির্মাতারা।

বদনামের হাত থেকে বাঁচতে জেঠুমণির কথায় বেশ নাটকীয়ভাবেই প্রথমবার ফুলকিকে সিঁদুর পরিয়ে দিয়েছিল রোহিত। আর এবার অনুষ্ঠান করেই দুই পরিবারের তরফ থেকে আবার বিয়ে দেওয়া হয়েছে তাদের। কিন্তু সেই বিয়েতেও নতুন করে ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছিল রুদ্ররূপ। বিয়ের দিনেই লোক ভতি বিয়ে বাড়ি থেকে কায়দা করে ফুলকিকে কিডন্যাপ করে নিয়ে যায় সে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ফুলকি,Phulki,রোহিত,Rohit,বিয়ে,Marriage,নতুন চমক,New Twist,অপহরণ,Kidnap,রুদ্ররূপ,Rudrarup

কিন্তু শেষমেশ মা কালির নাম নিয়ে গুন্ডাদের খপ্পড় থেকে পালিয়ে চলে আসে ফুলকি। আর এসে পড়ে একেবারে নায়ক রোহিতের গাড়ির সামনে। আর এবার আগামী পর্বেই সমস্ত প্রতিকূলতাকে দূরে সরিয়ে চার হাত এক হবে তাদের।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে তাদের সেই বিয়ের আগাম ঝলক। যা দেখে প্রশংসার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল ট্রোলিং। রোহিত ফুলকির বিয়ের সেই ছবি দেখে এমনই এক নেটিজেন  লিখেছেন ‘বিয়ে ছাড়া সিরিয়ালে আর কিছুই দেখানো হয় না , বিয়েটাই সব মনে হয় দেখছি। জীবনে কি করলাম এদের বিয়ে দেখেই বাকি জীবনটা কাটবে দেখছি।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥