• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একইদিনে বড়পর্দায় মা-মেয়ে, অনুমেঘাকে শুভেচ্ছা আদৃতের, কিন্তু কেন বাদ সৌমিতৃষা?

Published on:

Mithai fame Adrit Roy wishes on screen daughter Anumegha Kahali for Kabuliwala

মা-মেয়ে থেকে সোজা প্রতিপক্ষ! একই সঙ্গে বড়পর্দায় পা রাখতে চলেছে মিঠাই এবং মিষ্টি। ‘প্রধান’র হাত ধরে টলিপাড়ায় ডেবিউ করতে চলেছেন মিঠাই (Mithai) খ্যাত সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। অপরদিকে ‘কাবুলিওয়ালা’র মাধ্যমে সিনেজগতে পা রাখছে ছোট্ট অনুমেঘা কাহালি (Anumegha Kahali)। বড়দিনের আবহে আগামী ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে রিলিজ করবে এই দুই ছবি।

ছোট্ট বয়সেই ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছে ‘মিঠাই’য়ের মেয়ে। এটা যে অনুমেঘার বিরাট সাফল্য তা আর আলাদা করে বলে দিতে হয় না। অনস্ক্রিন মেয়ের এই প্রাপ্তিতে বেশ খুশি অভিনেতা আদৃত রায় (Adrit Roy)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘কাবুলিওয়ালা’র পোস্টার শেয়ার করে আদুরে বার্তা দেন দর্শকদের প্রিয় ‘উচ্ছেবাবু’।

Mithai serial Mishti, Anumegha Kahali

এমনিতে সমাজমাধ্যমে খুব একটা সক্রিয় থাকেন না আদৃত। মাঝেমধ্যে এক-আধটা পোস্ট করেন তিনি। তবে অনুমেঘার ডেবিউর আগে একটি ‘মিষ্টি’ পোস্ট করলেন অভিনেতা। অনস্ক্রিন মেয়েকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভালোবাসায় ভরিয়ে দেন তিনি।

আরও পড়ুনঃ বন্ধুর সাথে ঘর বাধবে প্রেমিকা, কোনোদিন প্রেম করব না চরম সিদ্ধান্ত নিলেন দিব্যজ্যোতি!

‘কাবুলিওয়ালা’র (Kabuliwala) পোস্টার শেয়ার করে আদৃত লেখেন, ‘ছোট্ট মিষ্টি অনুমেঘা! ‘কাবুলিওয়ালা’র জন্য তোমায় অনেক শুভেচ্ছা জানাই। আমার প্রিয় অভিনেতার সঙ্গে তোমায় এক পোস্টারে দেখে আমার ভীষণ ভালোলাগছে, সারা শহর জুড়ে তোমার হোর্ডিং… এক এবং অদ্বিতীয় মহাগুরুর সঙ্গে। প্রথমদিনে তোমার ছবি দেখার জন্য মুখিয়ে আছি’।

Bengali serial Mithai fame Anumegha Kahali is entering this Zee Bangla famous serial

আদৃতের এই মিষ্টি পোস্ট নজর এড়ায়নি অনুমেঘার। অনস্ক্রিন বাবাকে ‘ধন্যবাদ’ জানিয়েছে সে। পাশাপাশি মিঠাইরানীকেও কিন্তু ভোলেনি ‘কাবুলিওয়ালা’র মিনি। ‘প্রধান’র জন্য পর্দার মা সৌমিতৃষাকে শুভেচ্ছা পাঠিয়েছে সে। তবে আদৃত কিন্তু প্রাক্তন নায়িকার জন্য একটিও বাক্যব্যয় করেননি।

আরও পড়ুনঃ একটা বিজ্ঞাপনই বদলে দেয় ভাগ্য! ‘কথা’র নায়িকা সুস্মিতার অভিনয়ে আসার কাহিনীই যেন সিনেমা

একইদিনে বড়পর্দায় পা রাখতে চলেছেন সৌমিতৃষা এবং অনুমেঘা। সেখানে অনস্ক্রিন মেয়েকে শুভেচ্ছা জানালেও, অদ্ভুতভাবে প্রাক্তন নায়িকাকে এড়িয়ে গিয়েছেন অভিনেতা। বিষয়টা নজর কেড়েছে ভক্তদের। ‘মিঠাই’ চলাকালীন একাধিকবার আদৃত-সৌমিতৃষার মনোমালিন্যের খবর শোনা গিয়েছিল। শেষ লগ্নে যদিও একফ্রেমে ধরা দিয়েছিলেন দুই তারকা। তাহলে কি সবটাই লোকদেখানো ছিল? ভেতরে ভেতরে এখনও ঠাণ্ডা লড়াই চলছে দু’জনের? অনেকের মনেই উঁকি দিচ্ছে এই প্রশ্ন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥