বর্তমান বাংলা টেলিভিশনের হ্যান্ডসাম অভিনেতাদের মধ্যে একজন হলেন দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)। স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে এখন তাঁর পরিচিতি অবশ্য ‘সূর্য’ (Surjya) নামেই বেশি। সুদর্শন এই অভিনেতার জনপ্রিয়তা মহিলামহলে দেখার মতো।
দিব্যজ্যোতি এমন একজন শিল্পী যিনি নিজের ব্যক্তিগত জীবনের কারণে বহুবার শিরোনামে উঠে এসেছেন। একাধিক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে তাঁর প্রেম গুঞ্জন শোনা গিয়েছে। সৌমিতৃষা কুণ্ডু, স্বস্তিকা ঘোষের মতো নায়িকাদের সঙ্গে নাম জড়িয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ নায়কের। এখন আবার শোনা যাচ্ছে, অনস্ক্রিন শ্যালিকা সৌমিলি চক্রবর্তীকে মন দিয়েছেন তিনি।

মাস দুয়েক ধরে দিব্যজ্যোতি-সৌমিলির প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে নেটপাড়ায়। সৌজন্যে দু’জনের একটি ছবি। রঙমিলান্তি পোশাকে ধরা দিয়েছিলেন পর্দার সূর্য আর ঊর্মি। যদিও দিব্যজ্যোতি জানিয়েছেন, এই খবরে বিন্দুমাত্র সত্যতা নেই। সৌমিলি শুধুমাত্র তাঁর সহকর্মী ও ভালো বান্ধবী। যদিও অনেকে মনে করছেন, এগুলি কথার কথা। আসলে ডুবে ডুবে জল খাচ্ছেন দু’জনে। বাস্তব জীবনে সম্পর্কে আছেন দুই তারকা।
আরও পড়ুনঃ একটা বিজ্ঞাপনই বদলে দেয় ভাগ্য! ‘কথা’র নায়িকা সুস্মিতার অভিনয়ে আসার কাহিনীই যেন সিনেমা

তবে সম্প্রতি বিষয়টি খোলসা করে এক জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে দিব্যজ্যোতি বলেন, তিনি সারাজীবন সিঙ্গেল থাকতে চান। অভিনেতার কথায়, ‘কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করতেই হবে এমন কোনও বাধ্যবাধকতা আছে বলে আমি মনে করি না। অন্তত এই মুহূর্তে করি না। আমি সিঙ্গেল এবং সারাজীবন সেটাই থাকতে চাই’।

আরও পড়ুনঃ বিয়ের পর হাজতবাস হবে প্রিয়াঙ্কার, শতদ্রুর হাত ধরে সংসার ছাড়বে শিমুল! ফাঁস তোলপাড় করা টুইস্ট
প্রেমে ছ্যাঁকা খেয়ে কি তাহলে এই ধরণের মন্তব্য করছেন পর্দার সূর্য? জবাবে দিব্যজ্যোতি বলেন, ‘এটা আমার প্রেম করার বয়সই নয়। এটা জমিয়ে কাজ করার সময়। আর আমি মহিলাদের পিছন-পিছন ঘুরঘুর করি না। তাঁদের পটানোর কোনও চেষ্টা করি না। আমার কোনও প্রেমিকা চাই না। সম্পর্কেও জড়াতে চাই না। যদি কখনও প্রেম আসে, তাহলে আসবে। কিন্তু এখন আমি এটা নিয়ে ভেবে সময় নষ্ট করি না’।














