• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফিতে কেটেই লাখপতি! দীপা-জগদ্ধাত্রী থেকে কোয়েল শ্রাবন্তীদের ফিস দেখেই চোখ ছানাবড়া নেটিজেনদের

Published on:

Approximate remuneration list of tollywood stars for durga puja inauguration 2023

Durgapuja Incuguration Rate : ঢাকের বাদ্যি বেজে গিয়েছে, হাতে গোনা মাত্র আর কটা দিন। সামনেই আসছে দুর্গাপুজো (Durga Puja)।এখন থেকেই পাড়ার পাড়ায় চলছে প্রস্তুতি। প্রত্যেকবার শহর থেকে শহরতলী বিভিন্ন পাড়ার পুজো মণ্ডপ গুলিতে পূজার উদ্বোধনের সময় বাংলার সিরিয়াল কিংবা সিনেমার তারকারা হাজির থাকেন ফিতে কেটে উদ্বোধন করার জন্য। এবারও তার ব্যতিক্রম নয়। আর এই ছোট্ট একটা কাজের জন্য তারকারা পারিশ্রমিক নিয়ে থাকেন আকাশছোঁয়া।

শুনতে অবাক লাগলেও এই ফিতে কাটার পারিশ্রমিক ৪০ হাজার থেকে শুরু হয় ৫ লাখ পর্যন্ত পৌঁছে গিয়েছে এবছর। গত কয়েক বছর ধরে ছোট পর্দার অভিনেত্রীদের ভিড়ে বেশ খানিকটা ফিকে হয়ে গিয়েছিল বড় পর্দার নায়ক নায়িকাদের উপস্থিতি। তবে এবছর ছবিটা খানিকটা হলেও বদলেছে।  আসুন পুজোর আগে এক নজরে দেখে নেওয়া যাক পূজা মণ্ডপের ফিতে কেটে উদ্বোধনের জন্য বাংলা ইন্ডাস্ট্রির সেলিব্রেটিরা কত টাকার পারিশ্রমিক নিয়ে থাকেন।

দুর্গাপুজো,Durgapujo,টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,পারিশ্রমিক,Remuneration,উদ্বোধন,Inauguration

৪০ হাজার: এবারের পারিশ্রমিকের বিচারে যা সবচেয়ে কম। এবছর দুর্গাপূজায় ফিতে কাটার জন্য ৪০ হাজার টাকা পারিশ্রমিক নেবেন ছোট পর্দার হরগৌরী পাইস হোটেল খ্যাত ঐশানি অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায় এবং মন ফাগুন সিরিয়ালের নায়িকা পিহু অভিনেত্রী সৃজলা গুহ।

আরও পড়ুনঃ বিয়েটা এখন ছেলেখেলা হয়ে দাঁড়িয়েছে! এযুগের ঠুনকো সম্পর্ক নিয়ে বিস্ফোরক মধুবনী

৫০হাজার: দেখতে গেলে বাংলা সিরিয়ালের নায়িকাদের সবচেয়ে বেশি পারিশ্রমিকের এই তালিকায় রয়েছেন অনুরাগের ছোঁয়া সিরিয়ালের দীপা অভিনেত্রী স্বস্তিকা ঘোষ এবং জগদ্ধাত্রী সিরিয়ালের নায়িকা অঙ্কিতা মল্লিক।

দুর্গাপুজো,Durgapujo,টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,পারিশ্রমিক,Remuneration,উদ্বোধন,Inauguration

আরও পড়ুনঃ DNA রিপোর্ট আসতেই সেরা দীপা! জগদ্ধাত্রীকে সোজা চ্যালেঞ্জ ফুলকি-শ্রাবণের, প্রকাশ্যে ওলটপালট TRP তালিকা

১ লাখ থেকে দেড় লাখ: এই তালিকায় রয়েছেন তিনজন অভিনেত্রী।  প্রথমেই রয়েছেন ছোট পর্দার রাসমণি অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। যদিও এখন দিতিপ্রিয়া ছোট পর্দা ছেড়ে চুটিয়ে  অভিনয় করছেন বাংলা সিনেমা এবং ওয়েব সিরিজে। ফিতে কাটার জন্য তাঁর পারিশ্রমিক ধার্য হয়েছে এক লাখ টাকা। অন্যদিকে টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত ফিতে কাটার জন্য পারছেন দেড় লক্ষ টাকা। এই একই পারিশ্রমিক পাচ্ছেন টলিউড অভিনেত্রী সায়ন্তনী ব্যানার্জী।

দুর্গাপুজো,Durgapujo,টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,পারিশ্রমিক,Remuneration,উদ্বোধন,Inauguration

২ লক্ষ টাকা: পারিশ্রমিকের বিচারে এই তালিকায় পিছিয়ে নেই টলিউড সুপারস্টার অঙ্কুশ হাজরাও। এই বছর দুর্গাপুজোয় ফিতে কাটার জন্য অঙ্কুশ ছাড়াও ২ লক্ষ টাকার পারিশ্রমিক পাচ্ছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গাঙ্গুলীও।

দুর্গাপুজো,Durgapujo,টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,পারিশ্রমিক,Remuneration,উদ্বোধন,Inauguration

আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা: এই তালিকায় রয়েছেন টলিউডের দুই জনপ্রিয় সুপারস্টার সহ এক জনপ্রিয় অভিনেত্রী। এ বছর ফিতে কাটার জন্য আড়াই লক্ষ টাকা পাচ্ছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এদিক দিয়ে দেখতে গেলে এই তালিকায় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে টলিউড সুপারস্টার দেব এবং প্রসেনজিৎ চ্যাটার্জী। তারা দুজনেই ফিতে কেটে দুর্গাপুজো উদ্বোধন করার জন্য পাবেন তিন লক্ষ টাকা।

দুর্গাপুজো,Durgapujo,টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,পারিশ্রমিক,Remuneration,উদ্বোধন,Inauguration

৫ লক্ষ টাকা: আর ফিতে কেটে পুজো উদ্বোধন করার জন্য এ বছর সর্বোচ্চ ৫ লক্ষ টাকার পারিশ্রমিক নিচ্ছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক।

(উপরে উল্লিখিত সমস্ত আনন্দবাজার অনলাইন প্রকাশিত তথ্য অনুযায়ী লেখা। বং ট্রেন্ড  সত্যতা যাচাই করেনি।)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥